ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ছেলে হত্যার বিচার চাইলেন পিতা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
  • / ৩১৬ বার পড়া হয়েছে

কার্পাসডাঙ্গার সাইফুল হত্যার ঘটনায় মানববন্ধন-সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলায় এনজিও কর্মী সাইফুল ইসলাম হত্যা ঘটনায় আসামিদের আটক করে দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবারের সদস্যসহ গ্রামবাসী। গতকাল বুধবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সাইফুল ইসলামকে হত্যার ১৭ দিন পার হলেও মামলার এজাহারভুক্ত আসামিদের পাঁচজনই এখনও পুলিশের ধরা-ছোঁয়ার বাইরে। পুলিশ অজ্ঞাত কারণে তাঁদের গ্রেপ্তার করছে না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত সাইফুল ইসলামের পিতা আবদার আলী জানান, সাইফুল ইসলাম (৩৮) নিখোঁজ হন ২৪ মে সন্ধ্যা থেকে। পরদিন সোমবার (২৫ মে) সকালে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কুতুবপুর বিজিবি ক্যাম্পের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৫ মে সকালে তিনি পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। এ সময় আবদার আলী আরও বলেন, দেশে সাধারণ মানুষের ওপর এ রকম সহিংস ঘটনা নতুন কিছু নয়। আমার ছেলে হত্যাও এ রকম একটি ঘটনা। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, মানবতার মা যিনি দীর্ঘদিন পর জাতির জনকের হত্যার বিচার করেছেন সেই মায়ের কাছে আমার করজোড়ে অনুরোধ একজন বাবার প্রাণের আকুতি, আমি ছেলে হত্যার বিচার চাই। আমার ছেলের খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নিহত সাইফুল ইসলামের চাচা মুনসুর আলী, ভাই মুনসুর আলী, চাচাতো ভাই হানেফসহ গ্রামবাসী।
দামুড়হুদা মডেল থানা সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম হত্যা ঘটনায় নিহতের পিতা আবদার আলী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলা নম্বর ১৩, তারিখ ২৫-০৫-২০২০। মামলার এজাহারভুক্ত পাঁচ আসামি পলাতক রয়েছে। তবে এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে চালান করা হয়েছে। এর পূর্বে ঘটনার দিন জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়। মামলার সঙ্গে কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাঁদেরকে ছেড়ে দেওয়া হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ছেলে হত্যার বিচার চাইলেন পিতা

আপলোড টাইম : ০৯:২৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০

কার্পাসডাঙ্গার সাইফুল হত্যার ঘটনায় মানববন্ধন-সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলায় এনজিও কর্মী সাইফুল ইসলাম হত্যা ঘটনায় আসামিদের আটক করে দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবারের সদস্যসহ গ্রামবাসী। গতকাল বুধবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সাইফুল ইসলামকে হত্যার ১৭ দিন পার হলেও মামলার এজাহারভুক্ত আসামিদের পাঁচজনই এখনও পুলিশের ধরা-ছোঁয়ার বাইরে। পুলিশ অজ্ঞাত কারণে তাঁদের গ্রেপ্তার করছে না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত সাইফুল ইসলামের পিতা আবদার আলী জানান, সাইফুল ইসলাম (৩৮) নিখোঁজ হন ২৪ মে সন্ধ্যা থেকে। পরদিন সোমবার (২৫ মে) সকালে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কুতুবপুর বিজিবি ক্যাম্পের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৫ মে সকালে তিনি পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। এ সময় আবদার আলী আরও বলেন, দেশে সাধারণ মানুষের ওপর এ রকম সহিংস ঘটনা নতুন কিছু নয়। আমার ছেলে হত্যাও এ রকম একটি ঘটনা। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, মানবতার মা যিনি দীর্ঘদিন পর জাতির জনকের হত্যার বিচার করেছেন সেই মায়ের কাছে আমার করজোড়ে অনুরোধ একজন বাবার প্রাণের আকুতি, আমি ছেলে হত্যার বিচার চাই। আমার ছেলের খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নিহত সাইফুল ইসলামের চাচা মুনসুর আলী, ভাই মুনসুর আলী, চাচাতো ভাই হানেফসহ গ্রামবাসী।
দামুড়হুদা মডেল থানা সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম হত্যা ঘটনায় নিহতের পিতা আবদার আলী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলা নম্বর ১৩, তারিখ ২৫-০৫-২০২০। মামলার এজাহারভুক্ত পাঁচ আসামি পলাতক রয়েছে। তবে এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে চালান করা হয়েছে। এর পূর্বে ঘটনার দিন জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়। মামলার সঙ্গে কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাঁদেরকে ছেড়ে দেওয়া হয়।