ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ছেলের প্রতি অভিমানে বিষপানে মায়ের আত্মহত্যার চেষ্টা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৩৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
  • / ৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
ছেলের প্রতি অভিমানে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। গতকাল রোববার চুয়াডাঙ্গায় এ ঘটনা ঘটেছে। বর্তমানে ওই নারী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। জানা গেছে, পরিবারের অমতে ছেলে পালিয়ে বিয়ে করায় তিনি ছেলের প্রতি অভিমান করেন। গতকাল রোববার তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। বিষপানে আত্মহত্যাকারীর স্বামী চুয়াডাঙ্গা সদর উপজেলার সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাফ্ফর আলী ওরফে জহুরুল ইসলাম জানান, আমার ছেলে শোভন মিয়ার সাথে আমার এক প্রাক্তন ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বেশ কিছুদিন ধরে। বিষয়টি আমি জানতে পারলে ছেলেকে পড়াশোনা শেষ করার জন্য তাগিদ দিই। কিন্তু গত ১৫ দিন আগে হঠাৎ করেই শোভন বাড়ী থেকে রাগ করে চলে আসে। অনেক খোজাখুজি করার পরও তেমন কোনো সন্ধান পাওয়া যায় না। তবে, পরিবারের এক সদস্যের সাথে শোভনের মাঝে মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা হচ্ছিল। হঠাৎ, শোভন জানায় সে বিয়ে করে নিয়েছে। তারপরও, আমরা শোভন কোথায় আছে, তেমন কোনো সন্ধান পাইনি। এদিকে, বিষয়টি নিয়ে আমার পরিবার ও বিশেষ করে আমার স্ত্রী বেশ উদ্বিগ্ন ছিলো। গতকাল রোববার সকালের দিকে আমি স্কুলে আসার পর, আমার স্ত্রী হঠাৎ ফোন করে বলে, আমাকে ক্ষমা করে দিও। আমি তৎক্ষণাৎ দ্রুত বাসায় যেয়ে দেখি, সে বিষ পান করেছে। আমি দ্রুত তাকে সদর হাসপাতালে এনে ভর্তি করি। বর্তমানে তাঁর অবস্থা ভালো। এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়ানো তাঁর পারিবারিক কলহের বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন ওই ধরনের কোনো ঘটনা নেই। বিষয়টি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। তাছাড়া, আমার ছেলে শোভন মিয়া বর্তমানে তাঁর চিকিৎসাধীন মায়ের পাশে আছে। ইচ্ছাকৃতভাবে কেউ এ ধরনের গুজব ছড়াচ্ছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সোহানা আহমেদ বলেন, এক নারী বিষপান করে মুমুর্ষু অবস্থায় সকালে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। প্রথমে তার শরীরের পাকস্থলী থেকে সেটি ওয়াশ করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ছেলের প্রতি অভিমানে বিষপানে মায়ের আত্মহত্যার চেষ্টা

আপলোড টাইম : ০২:৩৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১

নিজস্ব প্রতিবেদক:
ছেলের প্রতি অভিমানে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। গতকাল রোববার চুয়াডাঙ্গায় এ ঘটনা ঘটেছে। বর্তমানে ওই নারী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। জানা গেছে, পরিবারের অমতে ছেলে পালিয়ে বিয়ে করায় তিনি ছেলের প্রতি অভিমান করেন। গতকাল রোববার তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। বিষপানে আত্মহত্যাকারীর স্বামী চুয়াডাঙ্গা সদর উপজেলার সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাফ্ফর আলী ওরফে জহুরুল ইসলাম জানান, আমার ছেলে শোভন মিয়ার সাথে আমার এক প্রাক্তন ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বেশ কিছুদিন ধরে। বিষয়টি আমি জানতে পারলে ছেলেকে পড়াশোনা শেষ করার জন্য তাগিদ দিই। কিন্তু গত ১৫ দিন আগে হঠাৎ করেই শোভন বাড়ী থেকে রাগ করে চলে আসে। অনেক খোজাখুজি করার পরও তেমন কোনো সন্ধান পাওয়া যায় না। তবে, পরিবারের এক সদস্যের সাথে শোভনের মাঝে মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা হচ্ছিল। হঠাৎ, শোভন জানায় সে বিয়ে করে নিয়েছে। তারপরও, আমরা শোভন কোথায় আছে, তেমন কোনো সন্ধান পাইনি। এদিকে, বিষয়টি নিয়ে আমার পরিবার ও বিশেষ করে আমার স্ত্রী বেশ উদ্বিগ্ন ছিলো। গতকাল রোববার সকালের দিকে আমি স্কুলে আসার পর, আমার স্ত্রী হঠাৎ ফোন করে বলে, আমাকে ক্ষমা করে দিও। আমি তৎক্ষণাৎ দ্রুত বাসায় যেয়ে দেখি, সে বিষ পান করেছে। আমি দ্রুত তাকে সদর হাসপাতালে এনে ভর্তি করি। বর্তমানে তাঁর অবস্থা ভালো। এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়ানো তাঁর পারিবারিক কলহের বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন ওই ধরনের কোনো ঘটনা নেই। বিষয়টি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। তাছাড়া, আমার ছেলে শোভন মিয়া বর্তমানে তাঁর চিকিৎসাধীন মায়ের পাশে আছে। ইচ্ছাকৃতভাবে কেউ এ ধরনের গুজব ছড়াচ্ছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সোহানা আহমেদ বলেন, এক নারী বিষপান করে মুমুর্ষু অবস্থায় সকালে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। প্রথমে তার শরীরের পাকস্থলী থেকে সেটি ওয়াশ করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।