ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ছাত্রলীগের বাধায় যুবলীগের সমাবেশ প- : বিপাকে পুলিশ!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯
  • / ২৯১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার নবগঠিত গড়াইটুপিতে ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কেন্দ্র করে ত্রিমুখী অবস্থান
যারা যুবলীগের সম্মেলন প- করেছে তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে -নঈম জোয়ার্দ্দার
প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গার নবগঠিত গড়াইটুপিতে ইউনিয়ন যুবলীগের পূর্ব নির্ধারিত ত্রি-বার্ষিক সম্মেলন প- হয়েছে গেছে। গতকাল বুধবার বিকাল ৩টায় খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু গতকাল দুপুর ২টার দিকে জেলা ছাত্রলীগের নেতাকর্মীসহ স্থানীয় যুবলীগের কিছু নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে সম্মেলন বন্ধ করতে বাধাঁ প্রদান করে বলে ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়। বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে যুবলীগ-ছাত্রলীগ ও স্থানীয় সরকার দলীয় নেতাকর্মিরা ত্রিমুখী অবস্থান নিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা করা হলে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন পন্ড হয়ে যায়। কিন্তু সরকার দলীয় সহযোগী সংগঠনের নেতাকর্মিদের পাল্টাপাল্টি অবস্থানে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে পুলিশকে।
পুলিশের এক কর্মকর্তা জানান- যুবলীগ ও ছাত্রলীগ দুটিই হলো সরকার দলীয় সহযোগী সংগঠন। এই সংগঠনের নেতাকর্মিদের পাল্টাপাল্টি অবস্থানে বিপাকে পড়ছে পুলিশ। এই পুলিশ কর্মকর্তা আরো জানান- আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ শক্ত অবস্থানে থাকবে।
এদিকে, খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার ঘটনাস্থলে উপস্থিত হোন। এসময় নঈম হাসান জোয়ার্দ্দার নিজে উপস্থিত থেকে গতকাল সন্ধ্যায় খাড়াগোদা বাজারে নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের ব্যানারে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। এসময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবলীগের আহবাহক নঈম হাসান জোয়ার্দ্দার হুশিয়ারি দিয়ে বলেন, ‘যুবলীগ আওয়ামী লীগের অত্যান্ত গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। এই যুবলীগ বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডে জোর ভূমিকা রেখে চলেছে। তাই যারা নিজেদের স্বার্থে যুবলীগের কর্মকান্ডে বাধা প্রদান করছেন এবং পূর্ব নির্ধারিত ত্রি-বার্ষিক সম্মেলন প- করছেন তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।’ সন্ধ্যায় খাড়াগোদা বাজারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও চিৎলা ইউনিয়ন চেয়ারম্যান জিল্লুর রহমান, চুয়াডাঙ্গা থানা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক নিলুয়ার হোসেন, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য আজাদুল ইসলাম আজাদ, সাজেদুল ইসলাম লাবলু, জেলা কৃষক লীগের প্রচার সম্পাদক মহাসিন রেজা, মোমিনপুর ইউপি যুবলীগ সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন রতন, তিতুদহ ইউপি ছাত্রলীগ সভাপতি আমজেদ আলী, যুবলীগ নেতা চাঁন মিয়া প্রমূখ। এই সংক্ষিপ্ত সমাবেশে নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়। আজ কমিটির তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত একমাস ধরে প্রচারণার পর গত ৪ মে নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের কমিটি গঠনের কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে তা স্থগিত হয়। পরে গতকালের বুধবার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের দিন ধার্য ছিলো। বুধবার বিকালে অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও দুপুরের দিকে জেলা ছাত্রলীগের কিছু নেতাকর্মীদের সাথে নিয়ে খাড়াগোদা বাজারের ব্যবসায়ী জাহিদ ও তিতুদহের শুকুর আলী সমাবেশস্থলে উপস্থিত হয়ে সমাবেশ বন্ধ করতে বলে।
এ বিষয়ে তিতুদহ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও নবগঠিত গড়াইটুপি ইউপি যুবলীগের সভাপতি প্রার্থী রাশেদুজ্জামান পলাশ জানান, ‘আমরা আ-জীবন নিষ্ঠার সাথে কাজ করে আসছি এবং সভাপতি পদপ্রার্থী হিসেবে প্রস্তাব রেখেছি। জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের আহ্বানে আমরা সম্মেলনের আয়োজন করি। কিন্তু জাহিদ আর শুকুরকে বাদ দিয়ে আয়োজন করায় তারা সম্মেলনটি প- করার জন্য চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি অনিক জোয়ার্দ্দার, কুতুবপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মানিক, মোহাম্মদপুরের বামপন্থী হক গ্রুপের প্রধান শহিদুল, খাড়াগোদা গ্রামের জামির, সাদেক, গোষ্টবিহারের লিটনসহ ১শ’ অধিক লোকজন নিয়ে সম্মেলন বন্ধ করে দেয়।’
খাড়াগোদা বাজারের অনুষ্ঠানে এ বিষয়ে হিজলগাড়ী ক্যাম্প ইনচার্জ এএসআই রাহাত জানান, ‘চুয়াডাঙ্গা সদর থানা থেকে আমাকে পাঠালে আমি এখানে আসি এবং এসে হুমকি দেওয়া কাউকে দেখতে পাইনি। আমরা উপরের নির্দেশেই এখানের প্রোগ্রাম বাতিল করে দিয়েছি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ছাত্রলীগের বাধায় যুবলীগের সমাবেশ প- : বিপাকে পুলিশ!

আপলোড টাইম : ১০:১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯

চুয়াডাঙ্গার নবগঠিত গড়াইটুপিতে ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কেন্দ্র করে ত্রিমুখী অবস্থান
যারা যুবলীগের সম্মেলন প- করেছে তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে -নঈম জোয়ার্দ্দার
প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গার নবগঠিত গড়াইটুপিতে ইউনিয়ন যুবলীগের পূর্ব নির্ধারিত ত্রি-বার্ষিক সম্মেলন প- হয়েছে গেছে। গতকাল বুধবার বিকাল ৩টায় খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু গতকাল দুপুর ২টার দিকে জেলা ছাত্রলীগের নেতাকর্মীসহ স্থানীয় যুবলীগের কিছু নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে সম্মেলন বন্ধ করতে বাধাঁ প্রদান করে বলে ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়। বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে যুবলীগ-ছাত্রলীগ ও স্থানীয় সরকার দলীয় নেতাকর্মিরা ত্রিমুখী অবস্থান নিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা করা হলে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন পন্ড হয়ে যায়। কিন্তু সরকার দলীয় সহযোগী সংগঠনের নেতাকর্মিদের পাল্টাপাল্টি অবস্থানে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে পুলিশকে।
পুলিশের এক কর্মকর্তা জানান- যুবলীগ ও ছাত্রলীগ দুটিই হলো সরকার দলীয় সহযোগী সংগঠন। এই সংগঠনের নেতাকর্মিদের পাল্টাপাল্টি অবস্থানে বিপাকে পড়ছে পুলিশ। এই পুলিশ কর্মকর্তা আরো জানান- আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ শক্ত অবস্থানে থাকবে।
এদিকে, খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার ঘটনাস্থলে উপস্থিত হোন। এসময় নঈম হাসান জোয়ার্দ্দার নিজে উপস্থিত থেকে গতকাল সন্ধ্যায় খাড়াগোদা বাজারে নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের ব্যানারে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। এসময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবলীগের আহবাহক নঈম হাসান জোয়ার্দ্দার হুশিয়ারি দিয়ে বলেন, ‘যুবলীগ আওয়ামী লীগের অত্যান্ত গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। এই যুবলীগ বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডে জোর ভূমিকা রেখে চলেছে। তাই যারা নিজেদের স্বার্থে যুবলীগের কর্মকান্ডে বাধা প্রদান করছেন এবং পূর্ব নির্ধারিত ত্রি-বার্ষিক সম্মেলন প- করছেন তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।’ সন্ধ্যায় খাড়াগোদা বাজারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও চিৎলা ইউনিয়ন চেয়ারম্যান জিল্লুর রহমান, চুয়াডাঙ্গা থানা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক নিলুয়ার হোসেন, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য আজাদুল ইসলাম আজাদ, সাজেদুল ইসলাম লাবলু, জেলা কৃষক লীগের প্রচার সম্পাদক মহাসিন রেজা, মোমিনপুর ইউপি যুবলীগ সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন রতন, তিতুদহ ইউপি ছাত্রলীগ সভাপতি আমজেদ আলী, যুবলীগ নেতা চাঁন মিয়া প্রমূখ। এই সংক্ষিপ্ত সমাবেশে নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়। আজ কমিটির তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত একমাস ধরে প্রচারণার পর গত ৪ মে নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের কমিটি গঠনের কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে তা স্থগিত হয়। পরে গতকালের বুধবার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের দিন ধার্য ছিলো। বুধবার বিকালে অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও দুপুরের দিকে জেলা ছাত্রলীগের কিছু নেতাকর্মীদের সাথে নিয়ে খাড়াগোদা বাজারের ব্যবসায়ী জাহিদ ও তিতুদহের শুকুর আলী সমাবেশস্থলে উপস্থিত হয়ে সমাবেশ বন্ধ করতে বলে।
এ বিষয়ে তিতুদহ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও নবগঠিত গড়াইটুপি ইউপি যুবলীগের সভাপতি প্রার্থী রাশেদুজ্জামান পলাশ জানান, ‘আমরা আ-জীবন নিষ্ঠার সাথে কাজ করে আসছি এবং সভাপতি পদপ্রার্থী হিসেবে প্রস্তাব রেখেছি। জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের আহ্বানে আমরা সম্মেলনের আয়োজন করি। কিন্তু জাহিদ আর শুকুরকে বাদ দিয়ে আয়োজন করায় তারা সম্মেলনটি প- করার জন্য চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি অনিক জোয়ার্দ্দার, কুতুবপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মানিক, মোহাম্মদপুরের বামপন্থী হক গ্রুপের প্রধান শহিদুল, খাড়াগোদা গ্রামের জামির, সাদেক, গোষ্টবিহারের লিটনসহ ১শ’ অধিক লোকজন নিয়ে সম্মেলন বন্ধ করে দেয়।’
খাড়াগোদা বাজারের অনুষ্ঠানে এ বিষয়ে হিজলগাড়ী ক্যাম্প ইনচার্জ এএসআই রাহাত জানান, ‘চুয়াডাঙ্গা সদর থানা থেকে আমাকে পাঠালে আমি এখানে আসি এবং এসে হুমকি দেওয়া কাউকে দেখতে পাইনি। আমরা উপরের নির্দেশেই এখানের প্রোগ্রাম বাতিল করে দিয়েছি।