ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ছাত্রলীগের তত্বাবধানে এমপির সবজি বাজার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০
  • / ২১২ বার পড়া হয়েছে

মাহাবুব আলম:
করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য বিনা মূল্যের সবজির বাজার বসিয়েছেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। গতকাল শুক্রবার বিকেলে গাংনী বাসস্ট্যান্ডের মূল সড়কের পাশে এ বাজার সাজানো হয়। গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সার্বিক তত্বাবধানে এ বাজারে গাংনী উপজেলার বিভিন্ন ছিন্নমূল শ্রেণি ও নতুন করে এ করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন এলাকার মানুষ সামাজিক দূরুত্ব বজায় রেখে সবজি নিয়ে যাচ্ছেন। সবজি বাজারে লাউ, মিষ্টি কুমড়া, পুঁইশাক, ঝাল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় সব সবজিই রাখা ছিল। যার যে ধরনের সবজি প্রয়োজন, সে ইচ্ছেমতো নিয়ে যেতে পারবে। মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জ্ামান খোকন বলেন, ‘করোনার এই মহামারিতে মানুষের দুবেলা দুমুঠো সবজি ভাত খেয়ে বেঁচে থাকাটাই বড় কথা। প্রতিদিনই আমরা বিভিন্নভাবে চাল, ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে থাকি। কিন্ত সবজির কথা কেউ ভাবেনি, তাই চালের সঙ্গে এখন থেকে মাঝে মাঝে প্রয়োজনীয় সবজিও দেওয়া হবে।’ করোনা মোকাবিলায় গাংনীরর মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘এই মুহূর্তে মানুষের সার্বিক সহযোগিতা আমরা করব। আপনারা শুধু ঘরে অবস্থান করেই নিত্যপ্রয়োজনীয় জিনিস পাবেন।’ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসিব ও গাংনী বাজার কমিটির সভাপতি মাহাবুবুর রহমান স্বপন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ছাত্রলীগের তত্বাবধানে এমপির সবজি বাজার

আপলোড টাইম : ১২:১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০

মাহাবুব আলম:
করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য বিনা মূল্যের সবজির বাজার বসিয়েছেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। গতকাল শুক্রবার বিকেলে গাংনী বাসস্ট্যান্ডের মূল সড়কের পাশে এ বাজার সাজানো হয়। গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সার্বিক তত্বাবধানে এ বাজারে গাংনী উপজেলার বিভিন্ন ছিন্নমূল শ্রেণি ও নতুন করে এ করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন এলাকার মানুষ সামাজিক দূরুত্ব বজায় রেখে সবজি নিয়ে যাচ্ছেন। সবজি বাজারে লাউ, মিষ্টি কুমড়া, পুঁইশাক, ঝাল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় সব সবজিই রাখা ছিল। যার যে ধরনের সবজি প্রয়োজন, সে ইচ্ছেমতো নিয়ে যেতে পারবে। মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জ্ামান খোকন বলেন, ‘করোনার এই মহামারিতে মানুষের দুবেলা দুমুঠো সবজি ভাত খেয়ে বেঁচে থাকাটাই বড় কথা। প্রতিদিনই আমরা বিভিন্নভাবে চাল, ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে থাকি। কিন্ত সবজির কথা কেউ ভাবেনি, তাই চালের সঙ্গে এখন থেকে মাঝে মাঝে প্রয়োজনীয় সবজিও দেওয়া হবে।’ করোনা মোকাবিলায় গাংনীরর মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘এই মুহূর্তে মানুষের সার্বিক সহযোগিতা আমরা করব। আপনারা শুধু ঘরে অবস্থান করেই নিত্যপ্রয়োজনীয় জিনিস পাবেন।’ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসিব ও গাংনী বাজার কমিটির সভাপতি মাহাবুবুর রহমান স্বপন।