ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ছাত্রদল, বাম জোট ও কোটা সংস্কারপন্থীদের প্যানেল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৪২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯
  • / ২৫০ বার পড়া হয়েছে

সমীকরণ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য আলাদা প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল, বামপন্থী ছাত্রসংগঠন-গুলোর দুই মোর্চা ‘প্রগতিশীল ছাত্র জোট’ ও ‘সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য’ এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন। গতকাল সোমবার দুই সংগঠন এবং বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মোর্চা ছাড়াও প্যানেল ঘোষণা করেছে ছাত্রলীগের ‘বিদ্রোহী’ অংশ। ছাত্রলীগ আগের দিনই প্যানেল ঘোষণা করেছিল। গতকাল প্যানেল ঘোষণা করেই প্রচারে নেমে পড়েছে সংগঠনগুলো।
ছাত্রদলের প্যানেলে আছেন সহসভাপতি (ভিপি) পদে মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক (জিএস) পদে খন্দকার আনিছুর রহমান অনিক এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে খোরশেদ আলম সোহেল। গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওই প্যানেল ঘোষণা করা হয়। তবে এতে সংগঠনের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শীর্ষ কোনো নেতা স্থান পাননি।
প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের প্যানেলে ভিপি পদে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী, জিএস পদে ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর এবং এজিএস পদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি সাদিকুল ইসলাম সাদিকের নাম ঘোষণা করা হয়। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ওই প্যানেল ঘোষণা করেন প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ইমরান হাবিব রুমন।
‘এর আগে সকালে ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তাদের প্রার্থীরা হলেন ভিপি পদে সংগঠনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর, জিএস পদে মুহাম্মদ রাশেদ খান এবং এজিএস পদে মো. ফারুক হোসেন।
ছাত্রলীগের বিদ্রোহী প্যানেলে আছেন ভিপি পদে কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি সোহান খান, জিএস পদে আমিনুল ইসলাম বুলবুল এবং এজিএস পদে মো. রনি। সবাই ছাত্রলীগের আগের কমিটির নেতা।
এর আগে রবিবার দুপুর আড়াইটায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করে ছাত্রলীগ। ডাকসু নির্বাচনে ভিপি পদে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক শোভন, জিএস পদে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং এজিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন লড়বেন। ২৮ বছর পর আগামী ১১ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ছাত্রদল, বাম জোট ও কোটা সংস্কারপন্থীদের প্যানেল

আপলোড টাইম : ১১:৪২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯

সমীকরণ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য আলাদা প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল, বামপন্থী ছাত্রসংগঠন-গুলোর দুই মোর্চা ‘প্রগতিশীল ছাত্র জোট’ ও ‘সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য’ এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন। গতকাল সোমবার দুই সংগঠন এবং বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মোর্চা ছাড়াও প্যানেল ঘোষণা করেছে ছাত্রলীগের ‘বিদ্রোহী’ অংশ। ছাত্রলীগ আগের দিনই প্যানেল ঘোষণা করেছিল। গতকাল প্যানেল ঘোষণা করেই প্রচারে নেমে পড়েছে সংগঠনগুলো।
ছাত্রদলের প্যানেলে আছেন সহসভাপতি (ভিপি) পদে মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক (জিএস) পদে খন্দকার আনিছুর রহমান অনিক এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে খোরশেদ আলম সোহেল। গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওই প্যানেল ঘোষণা করা হয়। তবে এতে সংগঠনের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শীর্ষ কোনো নেতা স্থান পাননি।
প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের প্যানেলে ভিপি পদে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী, জিএস পদে ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর এবং এজিএস পদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি সাদিকুল ইসলাম সাদিকের নাম ঘোষণা করা হয়। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ওই প্যানেল ঘোষণা করেন প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ইমরান হাবিব রুমন।
‘এর আগে সকালে ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তাদের প্রার্থীরা হলেন ভিপি পদে সংগঠনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর, জিএস পদে মুহাম্মদ রাশেদ খান এবং এজিএস পদে মো. ফারুক হোসেন।
ছাত্রলীগের বিদ্রোহী প্যানেলে আছেন ভিপি পদে কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি সোহান খান, জিএস পদে আমিনুল ইসলাম বুলবুল এবং এজিএস পদে মো. রনি। সবাই ছাত্রলীগের আগের কমিটির নেতা।
এর আগে রবিবার দুপুর আড়াইটায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করে ছাত্রলীগ। ডাকসু নির্বাচনে ভিপি পদে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক শোভন, জিএস পদে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং এজিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন লড়বেন। ২৮ বছর পর আগামী ১১ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।