ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে অভ্যর্থনায় সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৪০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮
  • / ৪১৩ বার পড়া হয়েছে

স্বপ্ন দেখবেন জেগে, চিন্তা করবেন বড়, শুরু করবেন ছোট করে
নিজস্ব প্রতিবেদক: কৃতী ব্যবসায়ী এফবিসিসিআই’র পরিচালক, বাংলাদেশ জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, ইউনিয়ন গ্রুপের পরিচালক ও তার দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন। চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের আমন্ত্রণে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় তিনি এই সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ মিলনায়তনে অধ্যক্ষ প্রফেসর নওরোজ মো. সাঈদের সভাপতিত্বে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে বাবু দিলীপ কুমার আগরওয়ালাকে ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানানো হয়।
অভ্যর্থনা অনুষ্ঠানে সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার বেড়ে ওঠা ও জীবনের অভিজ্ঞতার আলোকে বলেন- আপনারা স্বপ্ন দেখবেন তবে জেগে। চিন্তা করবেন বড়, শুরু করবেন ছোট করে। কাজের ক্ষেত্রে সব সময় এক নম্বরে থাকার পরিকল্পনা গ্রহণ করবেন। তিনি আরো বলেন, মায়ের প্রতি প্রত্যেকেই সচেষ্ট থাকবেন। মায়ের দোয়া ও আশীর্বাদ ছাড়া কেউ বড় হতে পারেনি। আমি আমার মায়ের আশীর্বাদে আজ বড় হতে পেরেছি। আজকে এই জায়গায় আসতে পেরেছি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা বড় হওয়ার স্বপ্ন দেখো। স্বপ্ন দেখো ব্যবসা করে ভবিষ্যতে আমার মতো সিআইপি হওয়ার।
চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের প্রভাষক জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মফিজুর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. আব্দুর রশিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী শফিকুল ইসলাম বদা ও তারাদেবী ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক শেখ সেলিম। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ এবং শিক্ষার্থী শিক্ষক ও অতিথি ম-লীর জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন তামান্না খাতুন।
এসময় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এফবিসিসিআই’র পরিচালক, বাংলাদেশ জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি বাবু দিলীপ কুমার আগরওয়ালা কলেজ হোস্টেলে ১টি টিভি ও সুপেয় পানির জন্য ১টি ডিপটিউবওয়েল স্থাপনের ঘোষণা দেন। পরে অভ্যর্থিত অতিথি সিআইপি বাবু দিলীপ কুমার আগরওয়ালাকে কলেজের পক্ষ হতে ক্রেস্ট উপহার দেওয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের প্রশ্ন উত্তর পর্বে এক মনোজ্ঞ পরিবেশের অবতারণা হয়। আবেগী পরিবেশে সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা তার বন্ধুর পাঠানো একটি কেক কেটে অনুষ্ঠানকে আরো মনোজ্ঞ করে তোলেন। শিক্ষার্থী জেরিনের ভাওয়াল সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। অনুষ্ঠানের শেষে কলেজ প্রাঙ্গনে সিআইপি বাবু দিলীপ কুমার আগরওয়ালা ডিপটিউবওয়েল স্থাপনের কাজের তাৎক্ষণিক উদ্বোধন করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে অভ্যর্থনায় সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা

আপলোড টাইম : ০২:৪০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮

স্বপ্ন দেখবেন জেগে, চিন্তা করবেন বড়, শুরু করবেন ছোট করে
নিজস্ব প্রতিবেদক: কৃতী ব্যবসায়ী এফবিসিসিআই’র পরিচালক, বাংলাদেশ জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, ইউনিয়ন গ্রুপের পরিচালক ও তার দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন। চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের আমন্ত্রণে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় তিনি এই সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ মিলনায়তনে অধ্যক্ষ প্রফেসর নওরোজ মো. সাঈদের সভাপতিত্বে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে বাবু দিলীপ কুমার আগরওয়ালাকে ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানানো হয়।
অভ্যর্থনা অনুষ্ঠানে সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার বেড়ে ওঠা ও জীবনের অভিজ্ঞতার আলোকে বলেন- আপনারা স্বপ্ন দেখবেন তবে জেগে। চিন্তা করবেন বড়, শুরু করবেন ছোট করে। কাজের ক্ষেত্রে সব সময় এক নম্বরে থাকার পরিকল্পনা গ্রহণ করবেন। তিনি আরো বলেন, মায়ের প্রতি প্রত্যেকেই সচেষ্ট থাকবেন। মায়ের দোয়া ও আশীর্বাদ ছাড়া কেউ বড় হতে পারেনি। আমি আমার মায়ের আশীর্বাদে আজ বড় হতে পেরেছি। আজকে এই জায়গায় আসতে পেরেছি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা বড় হওয়ার স্বপ্ন দেখো। স্বপ্ন দেখো ব্যবসা করে ভবিষ্যতে আমার মতো সিআইপি হওয়ার।
চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের প্রভাষক জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মফিজুর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. আব্দুর রশিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী শফিকুল ইসলাম বদা ও তারাদেবী ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক শেখ সেলিম। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ এবং শিক্ষার্থী শিক্ষক ও অতিথি ম-লীর জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন তামান্না খাতুন।
এসময় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এফবিসিসিআই’র পরিচালক, বাংলাদেশ জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি বাবু দিলীপ কুমার আগরওয়ালা কলেজ হোস্টেলে ১টি টিভি ও সুপেয় পানির জন্য ১টি ডিপটিউবওয়েল স্থাপনের ঘোষণা দেন। পরে অভ্যর্থিত অতিথি সিআইপি বাবু দিলীপ কুমার আগরওয়ালাকে কলেজের পক্ষ হতে ক্রেস্ট উপহার দেওয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের প্রশ্ন উত্তর পর্বে এক মনোজ্ঞ পরিবেশের অবতারণা হয়। আবেগী পরিবেশে সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা তার বন্ধুর পাঠানো একটি কেক কেটে অনুষ্ঠানকে আরো মনোজ্ঞ করে তোলেন। শিক্ষার্থী জেরিনের ভাওয়াল সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। অনুষ্ঠানের শেষে কলেজ প্রাঙ্গনে সিআইপি বাবু দিলীপ কুমার আগরওয়ালা ডিপটিউবওয়েল স্থাপনের কাজের তাৎক্ষণিক উদ্বোধন করেন।