ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন এক রোগী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪০:১১ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২০
  • / ২০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেসন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন এক করোনা শনাক্ত রোগী। শুক্রবার (১ মে) বেলা ১১টার দিকে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেসন ইউনিটে ভর্তি রাখা হয় বলে জানিয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তপক্ষ। করোনা রিপোর্ট পজেটিভ হওয়ায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের সোনাতনপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে চুয়াডাঙ্গা করোনা কন্ট্রোলরুমের নিয়ন্ত্রণে থাকা একটি প্রাইভেট অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালের আইসোলেসনে নেওয়া হয়। জানা যায়, সোনাতনপুর গ্রামের করোনা শনাক্ত ব্যক্তি ঢাকা গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। করোনা মহামারিতে তিনি নিজ গ্রামে ফিরে আসেন। এরপর থেকেই তিনি বাড়িতে কোয়ারেন্টাইনে ছিলেন। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায় চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ। ২৯ এপ্রিল প্রাপ্ত রিপোর্টে তিনি করোনা শনাক্ত হন। এ বিষয়ে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, ২৯ এপ্রিল প্রাপ্ত রিপোর্টে তিনি করোনা শনাক্ত হওয়ায় তাঁর কোয়ারেন্টাইন ব্যবস্থা নিশ্চিত করণ ও তাঁর পরিবারে অন্য সদস্য যেন তাঁর থেকে সংক্রমিত না হয়, সে বিষয়ে খোঁজ নেওয়া হয়। পরে দেখা যায়, তাঁর বাড়িতে আলাদা রুমে কোয়ান্টোইনে রাখার ব্যবস্থা নেই। এ জন্য তাঁকে হাসপাতালের আইসোলেসনে রাখা হয়েছে। তাঁর শরীরে এখন পর্যন্ত করোনার কোনো উপসর্গ দেখা যায়নি। তবে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন এক রোগী

আপলোড টাইম : ০৯:৪০:১১ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২০

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেসন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন এক করোনা শনাক্ত রোগী। শুক্রবার (১ মে) বেলা ১১টার দিকে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেসন ইউনিটে ভর্তি রাখা হয় বলে জানিয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তপক্ষ। করোনা রিপোর্ট পজেটিভ হওয়ায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের সোনাতনপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে চুয়াডাঙ্গা করোনা কন্ট্রোলরুমের নিয়ন্ত্রণে থাকা একটি প্রাইভেট অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালের আইসোলেসনে নেওয়া হয়। জানা যায়, সোনাতনপুর গ্রামের করোনা শনাক্ত ব্যক্তি ঢাকা গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। করোনা মহামারিতে তিনি নিজ গ্রামে ফিরে আসেন। এরপর থেকেই তিনি বাড়িতে কোয়ারেন্টাইনে ছিলেন। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায় চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ। ২৯ এপ্রিল প্রাপ্ত রিপোর্টে তিনি করোনা শনাক্ত হন। এ বিষয়ে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, ২৯ এপ্রিল প্রাপ্ত রিপোর্টে তিনি করোনা শনাক্ত হওয়ায় তাঁর কোয়ারেন্টাইন ব্যবস্থা নিশ্চিত করণ ও তাঁর পরিবারে অন্য সদস্য যেন তাঁর থেকে সংক্রমিত না হয়, সে বিষয়ে খোঁজ নেওয়া হয়। পরে দেখা যায়, তাঁর বাড়িতে আলাদা রুমে কোয়ান্টোইনে রাখার ব্যবস্থা নেই। এ জন্য তাঁকে হাসপাতালের আইসোলেসনে রাখা হয়েছে। তাঁর শরীরে এখন পর্যন্ত করোনার কোনো উপসর্গ দেখা যায়নি। তবে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।