ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা সদরের গহেরপুর-সড়াবাড়ীয়া সড়কে গরু ব্যবসায়ীদের গতিরোধ করে ডাকাতির চেষ্টা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৩২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
  • / ২৩০ বার পড়া হয়েছে

প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গা সদরের নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর-সড়াবাড়ীয়া সড়কে গরু ব্যবসায়ীদের গতিরোধ করে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গহেরপুর-সড়াবাড়ীয়া সড়কের মাঠের পাঁচকবর নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় শিয়ালমারী পশুহাট থেকে ঝিনাইদহের চোরকোল গ্রামের কয়েকজন গরু ব্যবসায়ী বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে গহেরপুর পাঁচকবর নামক স্থানে পৌঁছালে সামনে থেকে কয়েকজন ডাকাত সদস্য রামদা হাতে তাঁদের গাড়ি গতিরোধের চেষ্টা করলে গাড়িচালক গাড়ির গতি বাড়িয়ে চলে আসতে গেলে পেছন থেকে ইট নিক্ষেপ করে ডাকাতেরা। গাড়ির চালক বলেন, ‘আমরা যখন পাঁচকবর মাঠের মধ্যে রাস্তার মোড়ে পৌঁছিয়ে হঠাৎ দেখি ১০-১২ জন ব্যক্তি দূর থেকে রামদা তুলে আমাকে দাঁড়াতে বলে। ডাকাতের বিষয়টি বুঝতে পেরে আমি গাড়ির গতি আরও বাড়িয়ে দিয়ে ডাকাত দলের পাশকেটে আমরা রক্ষা পাই। ফলে আমাদের কাছে থাকা লক্ষাধিক টাকার ক্ষতির হাত থেকে আমরা রক্ষা পেয়েছি।’
এ বিষয়ে তিতুদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিরুল ইসলাম জানান, ‘আমি আমার টিমকে পাঠিয়েছিলাম সন্ধ্যায়, তবে এমন ঘটনা শুনতে পাইনি। যদি এমন ঘটনা ঘটেই থাকে, তাহলে এ বিষয়ে আগামী দিনগুলোতে আরও তৎপর হব এবং যারা এমন কাজ করে, তাদের আটক করে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা সদরের গহেরপুর-সড়াবাড়ীয়া সড়কে গরু ব্যবসায়ীদের গতিরোধ করে ডাকাতির চেষ্টা

আপলোড টাইম : ০৭:৩২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০

প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গা সদরের নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর-সড়াবাড়ীয়া সড়কে গরু ব্যবসায়ীদের গতিরোধ করে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গহেরপুর-সড়াবাড়ীয়া সড়কের মাঠের পাঁচকবর নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় শিয়ালমারী পশুহাট থেকে ঝিনাইদহের চোরকোল গ্রামের কয়েকজন গরু ব্যবসায়ী বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে গহেরপুর পাঁচকবর নামক স্থানে পৌঁছালে সামনে থেকে কয়েকজন ডাকাত সদস্য রামদা হাতে তাঁদের গাড়ি গতিরোধের চেষ্টা করলে গাড়িচালক গাড়ির গতি বাড়িয়ে চলে আসতে গেলে পেছন থেকে ইট নিক্ষেপ করে ডাকাতেরা। গাড়ির চালক বলেন, ‘আমরা যখন পাঁচকবর মাঠের মধ্যে রাস্তার মোড়ে পৌঁছিয়ে হঠাৎ দেখি ১০-১২ জন ব্যক্তি দূর থেকে রামদা তুলে আমাকে দাঁড়াতে বলে। ডাকাতের বিষয়টি বুঝতে পেরে আমি গাড়ির গতি আরও বাড়িয়ে দিয়ে ডাকাত দলের পাশকেটে আমরা রক্ষা পাই। ফলে আমাদের কাছে থাকা লক্ষাধিক টাকার ক্ষতির হাত থেকে আমরা রক্ষা পেয়েছি।’
এ বিষয়ে তিতুদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিরুল ইসলাম জানান, ‘আমি আমার টিমকে পাঠিয়েছিলাম সন্ধ্যায়, তবে এমন ঘটনা শুনতে পাইনি। যদি এমন ঘটনা ঘটেই থাকে, তাহলে এ বিষয়ে আগামী দিনগুলোতে আরও তৎপর হব এবং যারা এমন কাজ করে, তাদের আটক করে আইনত ব্যবস্থা নেওয়া হবে।