ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
  • / ৫১৫ বার পড়া হয়েছে

ছাত্রলীগ কর্মীদের ওপর শিবিরের নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে
সমীকরণ প্রতিবেদন:
নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগের কর্মীদের ওপর শিবিরের সশস্ত্র হামলা ও খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ওপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার পৃথক আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগের কর্মীদের ওপর শিবিরের সশস্ত্র হামলা ও খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ওপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহাবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মেহেদী হাসান হিমেল মল্লিকের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহসম্পাদক বাপ্পি, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, সাবেক স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, সরকারি কলেজ ছাত্রলীগের নেতা তানভির আহম্মেদ সোহেল, সদর উপজেলা ছাত্রলীগের নেতা রেদওয়ান আহম্মেদ রানা, টোকন জোয়ার্দ্দার, সোহেল, উজ্জ্বল, মুন্না, কলেজ ছাত্রলীগের নেতা পাভেল, পৌর ছাত্রলীগের নেতা ইমদাদুল হক আকাশ, মিঠুন, নাঈম, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ওয়াসি হাসান রাজিব, সহসভাপতি সিরাজুল ইসলাম মিণ্টু, সহসভাপতি রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ, সাংগঠনিক সম্পাদক তানজিল আহম্মেদ বারেক, দপ্তর সম্পাদক আল নোমান, সদস্য মিরাজ, রামিম, মণ্টা, হারুন, জান্নাত, ছাত্রনেতা রিয়ন, রাজু, মানিক, ইমন, শাওন, রকি, নাকিব, অভি প্রমুখ।
অপর দিকে, নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগের কর্মীদের ওপর শিবিরের সশস্ত্র হামলা ও খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ওপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা জেলা পরিষদের ডাকবাংলোর সামনে থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকির পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল হালিম ভূলন, খাইরুল ইসলাম, আবু তায়ের, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সহসভাপতি মো. হাসান, সহসভাপতি মো. জাহাঙ্গীর, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমদাদুল হক সজল, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের নেতা রাকিবুল ইসলাম নিপ্পন, নাজমুল হুসাইন, মো. মানিক, তানবীন আহমেদ সোহাগ, ইব্রাহীম শেখ ইমরান, মাহামুদুল হাসান সেবা, জিনারুল ইসলাম জেবু, আকিব জাভেদ, মীর্জা পিয়াস, নাহিদ, সুমন, রাকিবসহ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা। এ ছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা ইমরান শেখ, মিলন আহমেদ, আব্বাস, চুয়াডাঙ্গা পৌর ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুন আহমেদ, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি ফারুক আহমেদ প্রমুখ।
মেহেরপুর:

খুলনার বয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল ও নোয়াখালীর বেগমগঞ্জের ছাত্রলীগের কর্মী রাকিব হত্যার প্রতিবাদে মেহেরপুর জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা ছাত্রলীগের সহসভাপতি কুদরত-ই খোদা রুবেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সরকারি কলেজ থেকে শুরু করে কলেজ মোড় ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি কুদরত-ই-খোদা রুবেলের সভাপতিত্বে মেহেরপুর সরকারি কলেজ গেট প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ, সহসভাপতি শোভন সরকার, সান, যুগ্ম সম্পাদক অপূর্ব, মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমন, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শাখার সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা, ছাত্রলীগের দুই নেতার খুনের সঙ্গে জড়িত জামায়াত-শিবিরের ক্যাডারদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
ঝিনাইদহ:

ছাত্রলীগের কর্মী রাকিব-রাসেল হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ ও সমাবেশ করেছে ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেলে সরকারি কেসি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতা-কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, পৌর ছাত্রলীগের সভাপতি খায়রুল ইসলাম টিটন, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক রিপন, সাধারণ সম্পাদক আবু সুমন বিশ্বাসসহ অন্যরা বক্তব্য দেন। বক্তারা, নোয়াখালীর বেগমগঞ্জ ও খুলনার কয়রা উপজেলায় ছাত্রলীগের দুই কর্মী খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও সবোর্চ্চ শাস্তির দাবি জানান।
কালীগঞ্জ:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের কর্মী রাকিব ও কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদীউজ্জামান রাসেল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও ছাত্রলীগের কর্মী রাকিব ও রাসেলের হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। গতকাল মঙ্গলবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ কালীগঞ্জ উপজেলা, পৌর, কলেজসহ ছাত্রলীগের সব ইউনিটের নেতা-কর্মীরা কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভূষণ রোডস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কালীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন বলেন, ‘যখন বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের শান্তি বিরাজ করছে, তখন একাত্তরের প্রেতাত্মারা আমাদের ভাইদের ওপর হামলা করে তাদের হত্যা করছে। আমরা দিন-রাত তাদের প্রতিহত করতে আন্দোলন করে যাব। ছাত্রলীগ বসে থাকবে না, দুর্বার আন্দোলন চালিয়ে যাবে।’
উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন জুয়েল বলেন, ‘একাত্তরের কুচক্রি মহল দিনে-দুপুরে চায়ের দোকানে ছাত্রলীগের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। সেখানে আমাদের তিনজন কর্মী গুলিবিদ্ধ হয়েছে। একজন আজ ইন্তেকাল করেছেন। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশে ছাত্রশিবিরের কোনো স্থান হবে না। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা জঙ্গিবাদের উত্থান হতে দেব না।’
উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দীন বলেন, ‘রক্ত দিয়ে রক্তের বদলা নিতে হবে। জামায়াত-শিবিরকে আর সহ্য করা হবে না। আমরা যখন ব্রিটিশদের উপনিবেশবাদবিরোধী আন্দোলন করেছি, তখনও জামায়াত-শিবিরের প্রেতাত্মারা আন্দোলনের বিরোধিতা করেছে। যখন ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জন করেছি সেদিনও জামায়াত-শিবির স্বাধীনতাবিরোধী হয়ে আমাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে।’ এ সময় তিনি সাংবিধানিকভাবে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

আপলোড টাইম : ১০:২৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০

ছাত্রলীগ কর্মীদের ওপর শিবিরের নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে
সমীকরণ প্রতিবেদন:
নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগের কর্মীদের ওপর শিবিরের সশস্ত্র হামলা ও খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ওপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার পৃথক আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগের কর্মীদের ওপর শিবিরের সশস্ত্র হামলা ও খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ওপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহাবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মেহেদী হাসান হিমেল মল্লিকের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহসম্পাদক বাপ্পি, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, সাবেক স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, সরকারি কলেজ ছাত্রলীগের নেতা তানভির আহম্মেদ সোহেল, সদর উপজেলা ছাত্রলীগের নেতা রেদওয়ান আহম্মেদ রানা, টোকন জোয়ার্দ্দার, সোহেল, উজ্জ্বল, মুন্না, কলেজ ছাত্রলীগের নেতা পাভেল, পৌর ছাত্রলীগের নেতা ইমদাদুল হক আকাশ, মিঠুন, নাঈম, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ওয়াসি হাসান রাজিব, সহসভাপতি সিরাজুল ইসলাম মিণ্টু, সহসভাপতি রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ, সাংগঠনিক সম্পাদক তানজিল আহম্মেদ বারেক, দপ্তর সম্পাদক আল নোমান, সদস্য মিরাজ, রামিম, মণ্টা, হারুন, জান্নাত, ছাত্রনেতা রিয়ন, রাজু, মানিক, ইমন, শাওন, রকি, নাকিব, অভি প্রমুখ।
অপর দিকে, নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগের কর্মীদের ওপর শিবিরের সশস্ত্র হামলা ও খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ওপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা জেলা পরিষদের ডাকবাংলোর সামনে থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকির পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল হালিম ভূলন, খাইরুল ইসলাম, আবু তায়ের, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সহসভাপতি মো. হাসান, সহসভাপতি মো. জাহাঙ্গীর, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমদাদুল হক সজল, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের নেতা রাকিবুল ইসলাম নিপ্পন, নাজমুল হুসাইন, মো. মানিক, তানবীন আহমেদ সোহাগ, ইব্রাহীম শেখ ইমরান, মাহামুদুল হাসান সেবা, জিনারুল ইসলাম জেবু, আকিব জাভেদ, মীর্জা পিয়াস, নাহিদ, সুমন, রাকিবসহ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা। এ ছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা ইমরান শেখ, মিলন আহমেদ, আব্বাস, চুয়াডাঙ্গা পৌর ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুন আহমেদ, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি ফারুক আহমেদ প্রমুখ।
মেহেরপুর:

খুলনার বয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল ও নোয়াখালীর বেগমগঞ্জের ছাত্রলীগের কর্মী রাকিব হত্যার প্রতিবাদে মেহেরপুর জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা ছাত্রলীগের সহসভাপতি কুদরত-ই খোদা রুবেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সরকারি কলেজ থেকে শুরু করে কলেজ মোড় ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি কুদরত-ই-খোদা রুবেলের সভাপতিত্বে মেহেরপুর সরকারি কলেজ গেট প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ, সহসভাপতি শোভন সরকার, সান, যুগ্ম সম্পাদক অপূর্ব, মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমন, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শাখার সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা, ছাত্রলীগের দুই নেতার খুনের সঙ্গে জড়িত জামায়াত-শিবিরের ক্যাডারদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
ঝিনাইদহ:

ছাত্রলীগের কর্মী রাকিব-রাসেল হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ ও সমাবেশ করেছে ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেলে সরকারি কেসি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতা-কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, পৌর ছাত্রলীগের সভাপতি খায়রুল ইসলাম টিটন, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক রিপন, সাধারণ সম্পাদক আবু সুমন বিশ্বাসসহ অন্যরা বক্তব্য দেন। বক্তারা, নোয়াখালীর বেগমগঞ্জ ও খুলনার কয়রা উপজেলায় ছাত্রলীগের দুই কর্মী খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও সবোর্চ্চ শাস্তির দাবি জানান।
কালীগঞ্জ:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের কর্মী রাকিব ও কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদীউজ্জামান রাসেল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও ছাত্রলীগের কর্মী রাকিব ও রাসেলের হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। গতকাল মঙ্গলবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ কালীগঞ্জ উপজেলা, পৌর, কলেজসহ ছাত্রলীগের সব ইউনিটের নেতা-কর্মীরা কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভূষণ রোডস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কালীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন বলেন, ‘যখন বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের শান্তি বিরাজ করছে, তখন একাত্তরের প্রেতাত্মারা আমাদের ভাইদের ওপর হামলা করে তাদের হত্যা করছে। আমরা দিন-রাত তাদের প্রতিহত করতে আন্দোলন করে যাব। ছাত্রলীগ বসে থাকবে না, দুর্বার আন্দোলন চালিয়ে যাবে।’
উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন জুয়েল বলেন, ‘একাত্তরের কুচক্রি মহল দিনে-দুপুরে চায়ের দোকানে ছাত্রলীগের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। সেখানে আমাদের তিনজন কর্মী গুলিবিদ্ধ হয়েছে। একজন আজ ইন্তেকাল করেছেন। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশে ছাত্রশিবিরের কোনো স্থান হবে না। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা জঙ্গিবাদের উত্থান হতে দেব না।’
উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দীন বলেন, ‘রক্ত দিয়ে রক্তের বদলা নিতে হবে। জামায়াত-শিবিরকে আর সহ্য করা হবে না। আমরা যখন ব্রিটিশদের উপনিবেশবাদবিরোধী আন্দোলন করেছি, তখনও জামায়াত-শিবিরের প্রেতাত্মারা আন্দোলনের বিরোধিতা করেছে। যখন ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জন করেছি সেদিনও জামায়াত-শিবির স্বাধীনতাবিরোধী হয়ে আমাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে।’ এ সময় তিনি সাংবিধানিকভাবে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।