ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০১৯
  • / ২২৩ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
‘তামাকে হয় ফুসফুস ক্ষয়, সুস্বাস্থ্য কাম্য তামাক নয়’ এ স্লোগানে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন জেলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
‘তামাকে হয় ফুসফুস ক্ষয়, সুস্বাস্থ্য কাম্য তামাক নয়’ এ স্লোগানে চুয়াডাঙ্গায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. খায়রুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আবুল বাশার। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডা. খায়রুল আলম বলেন, প্রতিবছর ক্যান্সারে আক্রান্ত হচ্ছে প্রায় আড়াই লাখ মানুষ। যার মধ্যে মৃত্যুবরণ করছে প্রায় দুই লাখ মানুষ। মুখ গহ্বর, স্বরযন্ত্র, জিহ্বা ও ফুসফুস ক্যান্সারে জন্য প্রায় ৫০ ভাগই দায়ী তামাক ও তামাকজাত দ্রব্য সেবন। তিনি আরও বলেন, ২০১৬ সালের এক গবেষণায় দেখা গেছে, অধূমপায়ী ব্যক্তিদের তুলনায় ধূমপায়ী ব্যক্তিদের হার্ট অ্যাটাকের ঝুঁকি ২ গুণ, স্ট্রোকের ঝুঁকি ৩ গুণ ও বুকের ব্যথার ঝুঁকি ২০ গুণ বেশি থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, দেশে হৃদ্্রোগজনিত মৃত্যুর জন্য ৩০ শতাংশ দায়ী ধূমপান তথা তামাক ব্যবহার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্সসহ হাসপাতালের সব কর্মকর্তা ও কর্মচারী।
মেহেরপুর:
মেহেরপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন অফিসের মিলনায়তনে সিভিল সার্জন ডা. শামিম আরা নাজনীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলিন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইবাদত হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেনারেল হাসপাতালের সুপার ডা. তাহাজ্জেল হোসেন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা এহসানুল কবীর, ইপিআই সুপার আব্দুস সালাম প্রমুখ। এর আগে তামাকমুক্ত দিবস উপলক্ষে একটি র‌্যালি বের হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেনের নেতৃত্বে র‌্যালিটি পৌর ঈদগাহ গেট থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন অফিসে এসে শেষ হয়। র‌্যালিতে অন্যদের মধ্যে সিভিল সার্জন ডা. শামিম আরা নাজনীন, ডা. অলোক কুমার দাস, সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঈন-উল-আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ:


‘তামাকে হয় ফুসফুস ক্ষয়, সুস্বাস্থ্য কাম্য তামাক নয়’ এ স্লোগানে ঝিনাইদহে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সুপ্র-এর সাধারণ সম্পাদক শরিফা খাতুনসহ অন্যরা বক্তব্য দেন। সভায় বক্তারা আইন লঙ্ঘনকারী তামাক কোম্পানির বিরুদ্ধে মামলা ও বাজেটে কর সুবিধা বাতিল করার দাবি জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

আপলোড টাইম : ০৮:০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০১৯

সমীকরণ প্রতিবেদন:
‘তামাকে হয় ফুসফুস ক্ষয়, সুস্বাস্থ্য কাম্য তামাক নয়’ এ স্লোগানে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন জেলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
‘তামাকে হয় ফুসফুস ক্ষয়, সুস্বাস্থ্য কাম্য তামাক নয়’ এ স্লোগানে চুয়াডাঙ্গায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. খায়রুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আবুল বাশার। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডা. খায়রুল আলম বলেন, প্রতিবছর ক্যান্সারে আক্রান্ত হচ্ছে প্রায় আড়াই লাখ মানুষ। যার মধ্যে মৃত্যুবরণ করছে প্রায় দুই লাখ মানুষ। মুখ গহ্বর, স্বরযন্ত্র, জিহ্বা ও ফুসফুস ক্যান্সারে জন্য প্রায় ৫০ ভাগই দায়ী তামাক ও তামাকজাত দ্রব্য সেবন। তিনি আরও বলেন, ২০১৬ সালের এক গবেষণায় দেখা গেছে, অধূমপায়ী ব্যক্তিদের তুলনায় ধূমপায়ী ব্যক্তিদের হার্ট অ্যাটাকের ঝুঁকি ২ গুণ, স্ট্রোকের ঝুঁকি ৩ গুণ ও বুকের ব্যথার ঝুঁকি ২০ গুণ বেশি থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, দেশে হৃদ্্রোগজনিত মৃত্যুর জন্য ৩০ শতাংশ দায়ী ধূমপান তথা তামাক ব্যবহার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্সসহ হাসপাতালের সব কর্মকর্তা ও কর্মচারী।
মেহেরপুর:
মেহেরপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন অফিসের মিলনায়তনে সিভিল সার্জন ডা. শামিম আরা নাজনীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলিন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইবাদত হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেনারেল হাসপাতালের সুপার ডা. তাহাজ্জেল হোসেন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা এহসানুল কবীর, ইপিআই সুপার আব্দুস সালাম প্রমুখ। এর আগে তামাকমুক্ত দিবস উপলক্ষে একটি র‌্যালি বের হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেনের নেতৃত্বে র‌্যালিটি পৌর ঈদগাহ গেট থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন অফিসে এসে শেষ হয়। র‌্যালিতে অন্যদের মধ্যে সিভিল সার্জন ডা. শামিম আরা নাজনীন, ডা. অলোক কুমার দাস, সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঈন-উল-আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ:


‘তামাকে হয় ফুসফুস ক্ষয়, সুস্বাস্থ্য কাম্য তামাক নয়’ এ স্লোগানে ঝিনাইদহে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সুপ্র-এর সাধারণ সম্পাদক শরিফা খাতুনসহ অন্যরা বক্তব্য দেন। সভায় বক্তারা আইন লঙ্ঘনকারী তামাক কোম্পানির বিরুদ্ধে মামলা ও বাজেটে কর সুবিধা বাতিল করার দাবি জানান।