ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭
  • / ৪০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে র‌্যালী শেষে আলোচনা সভা ও সহায়ক উপকরণ সাদাছড়ি বিতরণ করা হয়। গতকাল সকাল ৯টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে র‌্যালী পরবর্তি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘সাদাছড়ির নিশ্চিত ব্যবহার, এ দিবসের অঙ্গিকার’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গকতাল রবিবার সকাল ৯টার সময় জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এসএম রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহম্মেদ। এসময় তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিশ্চিতকরণে দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধীর সমঅধিকার নিশ্চিত করতে সরকারের পাশাপাশি এনজিও সমূহকে এগিয়ে আসতে হবে। এছাড়াও  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাক, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয় সমাজকল্যান পরিষদের সদস্য মুন্সি আলমগীর হান্নান। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৃষ্টি প্রতিবন্ধী শিশু সামিউল হক। অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, দৃষ্টি প্রতিবন্ধী ফারুক আহম্মেদ প্রমুখ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল সামী। আলোচনা শেষে ডিআরআরএ ও এলএফ নেদাল্যান্সের সহযোগিতায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ সাদাছড়ি প্রদান করা হয়।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে বিশ্ব সাদা ছড়ি দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ করা হয়। গতকাল রবিবার সকালে মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচীর আয়োজন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক দেলায়োর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ আহেমদ। বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল আলম, উপ-তত্ত্বাবধায়ক মাহজাবিন ক্যামি, পলাশিপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন প্রমুখ। পরে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়। এর আগে মেহেরপুর শিল্পকলা একাডেমী মোড় থেকে উপপরিচালক দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি র‌্যালী শহর প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, সাদা ছড়ির নিশ্চিত ব্যাবহার এ দিবসের অঙ্গিকার শ্লোগানকে প্রতিপাদ্য করে রোববার ঝিনাইদহে সাদা ছড়ি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এক র‌্যালি ঝিনাইদহ জেলা প্রশাসকের অফিস থেকে শহর প্রদক্ষিন করে। র‌্যালিতে জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খদেজা খাতুন অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক আবু ইউসুফ ম,রেজাউর রাহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোমিনুর রাহমান, শহর সমাজসেবা অফিসার ম:  হোসেন খান ও প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনার সভার আয়োজন করা হয়। শেষে উপস্থিত অন্ধদের মাঝে সাদা ছড়ি বিতরন করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

আপলোড টাইম : ১০:২৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে র‌্যালী শেষে আলোচনা সভা ও সহায়ক উপকরণ সাদাছড়ি বিতরণ করা হয়। গতকাল সকাল ৯টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে র‌্যালী পরবর্তি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘সাদাছড়ির নিশ্চিত ব্যবহার, এ দিবসের অঙ্গিকার’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গকতাল রবিবার সকাল ৯টার সময় জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এসএম রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহম্মেদ। এসময় তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিশ্চিতকরণে দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধীর সমঅধিকার নিশ্চিত করতে সরকারের পাশাপাশি এনজিও সমূহকে এগিয়ে আসতে হবে। এছাড়াও  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাক, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয় সমাজকল্যান পরিষদের সদস্য মুন্সি আলমগীর হান্নান। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৃষ্টি প্রতিবন্ধী শিশু সামিউল হক। অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, দৃষ্টি প্রতিবন্ধী ফারুক আহম্মেদ প্রমুখ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল সামী। আলোচনা শেষে ডিআরআরএ ও এলএফ নেদাল্যান্সের সহযোগিতায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ সাদাছড়ি প্রদান করা হয়।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে বিশ্ব সাদা ছড়ি দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ করা হয়। গতকাল রবিবার সকালে মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচীর আয়োজন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক দেলায়োর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ আহেমদ। বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল আলম, উপ-তত্ত্বাবধায়ক মাহজাবিন ক্যামি, পলাশিপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন প্রমুখ। পরে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়। এর আগে মেহেরপুর শিল্পকলা একাডেমী মোড় থেকে উপপরিচালক দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি র‌্যালী শহর প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, সাদা ছড়ির নিশ্চিত ব্যাবহার এ দিবসের অঙ্গিকার শ্লোগানকে প্রতিপাদ্য করে রোববার ঝিনাইদহে সাদা ছড়ি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এক র‌্যালি ঝিনাইদহ জেলা প্রশাসকের অফিস থেকে শহর প্রদক্ষিন করে। র‌্যালিতে জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খদেজা খাতুন অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক আবু ইউসুফ ম,রেজাউর রাহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোমিনুর রাহমান, শহর সমাজসেবা অফিসার ম:  হোসেন খান ও প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনার সভার আয়োজন করা হয়। শেষে উপস্থিত অন্ধদের মাঝে সাদা ছড়ি বিতরন করা হয়।