ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা-মেহেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠানে বক্তারা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৯
  • / ৬৩৬ বার পড়া হয়েছে

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা দেহ-মনকে সুস্থ রাখে

সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ বিভিন্ন স্থানে শীতকালীন সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপি চুয়াডাঙ্গা জেলা সদরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানসহ আলমডাঙ্গা ও মেহেরপুরের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে নানা আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সম্পূর্ণ আয়োজন শেষ হয়। এদিন সকাল ৯টায় জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথি থেকে ক্রীড়া, গার্ল গাইডস, প্রাতিষ্ঠানিক ও অ্যালিম্পিক পতাকা উত্তোলন করেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এড. নুরুল ইসলাম মালিক।
উদ্বোধনী পরবর্তী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলা দেহ-মনকে সুস্থ রাখে। বিজয়ী হওয়াটা বড় কথা নয়, খেলাধুলায় অংশগ্রহণ করাটাই সবচেয়ে বড় ব্যাপার। তাই অংশগ্রহনকারী সকল খেলোয়াড়দের আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।


তিনি আরও বলেন, ‘সুন্দর জীবন গড়তে নিয়মিত পড়াশোনার পাশাপাশি সংস্কৃতিচর্চা ও ধর্মীয় রীতিনীতি অনুসরণ করতে হবে। শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হয়ে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করতে হবে।
এবার ৩টি (ক, খ, গ) গ্রুপে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ২২টি ইভেন্ট ও ক্রীড়া প্রতিযোগিতায় ৩৪টি ইভেন্টে সকল শিক্ষার্থীরা অংশ নেয়। এ ছাড়াও দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য ও অভিভাবকগণ বিভিন্ন খেলাধুলায় অংশ নেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানার সার্বিক ব্যবস্থাপনা ও সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, আলী নাসির, পারভীন সুলতানা, ক্রীড়া আয়োজনের সার্বিক পরিচালনায় ছিলেন শামসুন্নাহার শিলা।
বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এড. নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান। বিশেষ অতিথি চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এসএম ই¯্রাফিল, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ.স.ম আব্দুর রউফ, এড. শামীম রেজা ডালিম, এড. বেলাল হোসেন, এড. আবু তালেব বিশ্বাস, রাহেলা খাতুন গার্লস স্কুলের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য এড. মুনসুর আলী, মোস্তফা কামাল, মশিউর রহমান, সহিদুল ইসলাম, নূর সাফা ফরহাদ, জহুরুল ইসলাম, আব্দুর রহমানসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ।
এদিকে, চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৫ দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় (চাঁনমারী) মাঠে এ আয়োজন করা হয়। অধ্যক্ষ মাসুদুজ্জামানের সার্বিক পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, সহকারী কমিশনার সুচিত্র রঞ্জন দাস, পাপিয়া আক্তার, হাসিনা মমতাজ, নেজারত ডেপুটি কালেক্টর সিব্বির আহমেদ, সহকারী কমিশনার শিবানী সরকার, জান্নাতুল ফেরদৌস। এ ছাড়াও স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাকগণ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানায়, আগামী দু’দিনব্যাপি ৩৪টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী তিনদিন বিদ্যালয়ে ২০টি ইভেন্টে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
অপরদিকে, চুয়াডাঙ্গা সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ, এসএসসি পরিক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে এক আড়ম্বর অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী শিক্ষার্থী, মেধা স্থান অর্জনকারী শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা বর্ডার গার্ড হাসপাতালের পরিচালক ও সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি লে. কর্ণেল মো. নূরে আলম সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে লে. কর্ণেল মো. নূরে আলম সিদ্দিকী বলেন, তোমরা আজ যে পুরস্কার পেলে তা শুধুই পুরস্কার নয়, এই পুরস্কার হচ্ছে তোমাদের এগিয়ে চলার গান, সাফল্যের অন্যতম সিড়ি। সাফল্য না থাকলে পুরস্কার অর্থবহ হয় না। আমরা সবাই যেন এক হাতে কাজ করতে পারি আর কাজের বিনিময়ে পুরস্কার নিতে পারি। এ সময় তিনি আরো বলেন, ভাল ফলাফল করতে সকল ছাত্র-ছাত্রীদেরকেই চেষ্টা করতে হবে। মনোযোগ দিয়ে লেখাপড়া করলে অবশ্যই ভালো ফলাফল করা সম্ভব। সব শিক্ষার্থীদেরই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পেতে এখন থেকেই মনোযোগী হতে হবে।

?

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেহজেবিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী, চুয়াডাঙ্গা সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান। সহকারী শিক্ষক খুরশিদ আলমের উপস্থাপনায় এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহুরুল ইসলাম, রুস্তম আলী, চুয়াডাঙ্গা বিতর্ক চর্চা কেন্দ্রের আহ্বায়ক ও সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেটের সাবেক সভাপতি অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী, সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম, শ্যামলি খাতুন, আনোয়ার হোসেন, মজিবুল ইসলাম, শাহানা আক্তার, পরিতোষ কুমারসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।


আলমডাঙ্গা: আলমডাঙ্গার আল ইকরা ক্যাডেট একাডেমির উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে আল ইকরা ক্যাডেট একাডেমির মূল ভবন চত্বরে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সভাপতি ফকির মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমা শারমিন। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক প্রভাষক আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস শহিদ, আলমডাঙ্গা পুলিশ পরির্দশক (তদন্ত) লুৎফুল কবির, প্রতিষ্ঠানের সহসভাপতি মনিরুজ্জামান, সদস্য আনারুল করিম, সাবেক সদস্য আলী আকবর। প্রতিষ্ঠানের শিক্ষক আব্দুস শহিদের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক, শিক্ষক আব্দুল হান্নান, নজরুল ইসলাম, সাজ্জাদুর রহমান, আব্দুল মাজেদ ভুইয়া প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাভিত্তিক নাটক উপস্থাপনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক রাজু আহম্মেদ ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।


মেহেরপুর: মেহেরপুরে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৮-১৯ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসক আতাউল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কেএম আতাউল হাকিম লাল মিয়া। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ারুল হক শাহী, আব্দুল সামাদ বাবলু বিশ্বাস, সৈয়দ এসানুল কবীর আরিফ, কোচ হাসানুজ্জামান হিলন প্রমুখ উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জেলার ৮টি স্কুল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় ত্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও আমঝুপি মাধ্যামিক বিদ্যালয়ের মধ্যকার খেলায় আমঝুপি ১০ রানে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে আমঝুপি ৪১ ওভার ১ বলে ১৩০ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে লিখন ২৭, নাহিদ ১৫ রান করে টেকনিক্যালের জাকিরুল ও রুপক ৩টি করে উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে টেকনিক্যাল স্কুল আমঝুপির শাকিলের বিধ্বংসী বোলিং তোপের মুখে ২৭ ওভার ১ বলে ১২০ রান করে সবাই আউট হয়ে যায়। শাকিল ৬ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপে ধ্বস নামান। টেকনিক্যালের পক্ষে আশিক ২৬ এবং মানিক ২৫ রান করে। প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহনকারী অন্যদল গুলোহলো- উজলপুর মাধ্যমিক বিদ্যালয়, মেহেরপুর দারুল উলম আহামদিয়া মাদ্রাসা, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডশন, জোড় পুকুরিয়া মাধ্যামিক বিদ্যালয় এবং মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়।


এদিকে, মেহেরপুরে মিশন প্রামিক বিদ্যালয়ের আয়োজনে গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর সাধু বার্ণবার চার্চ প্রাঙ্গণে মিশন প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ করা হয়েছে। মেহেরপুর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। চার্চ অব বাংলাদেশের মডারেটর রাইট রেভা. স্যামূয়েল সুনীল মানখিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দীন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি রেভা. মার্টিন হীরা মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাখি মন্ডল। পরে সেখানে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা-মেহেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠানে বক্তারা

আপলোড টাইম : ১০:১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৯

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা দেহ-মনকে সুস্থ রাখে

সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ বিভিন্ন স্থানে শীতকালীন সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপি চুয়াডাঙ্গা জেলা সদরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানসহ আলমডাঙ্গা ও মেহেরপুরের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে নানা আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সম্পূর্ণ আয়োজন শেষ হয়। এদিন সকাল ৯টায় জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথি থেকে ক্রীড়া, গার্ল গাইডস, প্রাতিষ্ঠানিক ও অ্যালিম্পিক পতাকা উত্তোলন করেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এড. নুরুল ইসলাম মালিক।
উদ্বোধনী পরবর্তী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলা দেহ-মনকে সুস্থ রাখে। বিজয়ী হওয়াটা বড় কথা নয়, খেলাধুলায় অংশগ্রহণ করাটাই সবচেয়ে বড় ব্যাপার। তাই অংশগ্রহনকারী সকল খেলোয়াড়দের আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।


তিনি আরও বলেন, ‘সুন্দর জীবন গড়তে নিয়মিত পড়াশোনার পাশাপাশি সংস্কৃতিচর্চা ও ধর্মীয় রীতিনীতি অনুসরণ করতে হবে। শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হয়ে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করতে হবে।
এবার ৩টি (ক, খ, গ) গ্রুপে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ২২টি ইভেন্ট ও ক্রীড়া প্রতিযোগিতায় ৩৪টি ইভেন্টে সকল শিক্ষার্থীরা অংশ নেয়। এ ছাড়াও দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য ও অভিভাবকগণ বিভিন্ন খেলাধুলায় অংশ নেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানার সার্বিক ব্যবস্থাপনা ও সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, আলী নাসির, পারভীন সুলতানা, ক্রীড়া আয়োজনের সার্বিক পরিচালনায় ছিলেন শামসুন্নাহার শিলা।
বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এড. নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান। বিশেষ অতিথি চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এসএম ই¯্রাফিল, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ.স.ম আব্দুর রউফ, এড. শামীম রেজা ডালিম, এড. বেলাল হোসেন, এড. আবু তালেব বিশ্বাস, রাহেলা খাতুন গার্লস স্কুলের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য এড. মুনসুর আলী, মোস্তফা কামাল, মশিউর রহমান, সহিদুল ইসলাম, নূর সাফা ফরহাদ, জহুরুল ইসলাম, আব্দুর রহমানসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ।
এদিকে, চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৫ দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় (চাঁনমারী) মাঠে এ আয়োজন করা হয়। অধ্যক্ষ মাসুদুজ্জামানের সার্বিক পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, সহকারী কমিশনার সুচিত্র রঞ্জন দাস, পাপিয়া আক্তার, হাসিনা মমতাজ, নেজারত ডেপুটি কালেক্টর সিব্বির আহমেদ, সহকারী কমিশনার শিবানী সরকার, জান্নাতুল ফেরদৌস। এ ছাড়াও স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাকগণ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানায়, আগামী দু’দিনব্যাপি ৩৪টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী তিনদিন বিদ্যালয়ে ২০টি ইভেন্টে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
অপরদিকে, চুয়াডাঙ্গা সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ, এসএসসি পরিক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে এক আড়ম্বর অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী শিক্ষার্থী, মেধা স্থান অর্জনকারী শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা বর্ডার গার্ড হাসপাতালের পরিচালক ও সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি লে. কর্ণেল মো. নূরে আলম সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে লে. কর্ণেল মো. নূরে আলম সিদ্দিকী বলেন, তোমরা আজ যে পুরস্কার পেলে তা শুধুই পুরস্কার নয়, এই পুরস্কার হচ্ছে তোমাদের এগিয়ে চলার গান, সাফল্যের অন্যতম সিড়ি। সাফল্য না থাকলে পুরস্কার অর্থবহ হয় না। আমরা সবাই যেন এক হাতে কাজ করতে পারি আর কাজের বিনিময়ে পুরস্কার নিতে পারি। এ সময় তিনি আরো বলেন, ভাল ফলাফল করতে সকল ছাত্র-ছাত্রীদেরকেই চেষ্টা করতে হবে। মনোযোগ দিয়ে লেখাপড়া করলে অবশ্যই ভালো ফলাফল করা সম্ভব। সব শিক্ষার্থীদেরই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পেতে এখন থেকেই মনোযোগী হতে হবে।

?

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেহজেবিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী, চুয়াডাঙ্গা সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান। সহকারী শিক্ষক খুরশিদ আলমের উপস্থাপনায় এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহুরুল ইসলাম, রুস্তম আলী, চুয়াডাঙ্গা বিতর্ক চর্চা কেন্দ্রের আহ্বায়ক ও সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেটের সাবেক সভাপতি অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী, সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম, শ্যামলি খাতুন, আনোয়ার হোসেন, মজিবুল ইসলাম, শাহানা আক্তার, পরিতোষ কুমারসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।


আলমডাঙ্গা: আলমডাঙ্গার আল ইকরা ক্যাডেট একাডেমির উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে আল ইকরা ক্যাডেট একাডেমির মূল ভবন চত্বরে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সভাপতি ফকির মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমা শারমিন। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক প্রভাষক আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস শহিদ, আলমডাঙ্গা পুলিশ পরির্দশক (তদন্ত) লুৎফুল কবির, প্রতিষ্ঠানের সহসভাপতি মনিরুজ্জামান, সদস্য আনারুল করিম, সাবেক সদস্য আলী আকবর। প্রতিষ্ঠানের শিক্ষক আব্দুস শহিদের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক, শিক্ষক আব্দুল হান্নান, নজরুল ইসলাম, সাজ্জাদুর রহমান, আব্দুল মাজেদ ভুইয়া প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাভিত্তিক নাটক উপস্থাপনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক রাজু আহম্মেদ ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।


মেহেরপুর: মেহেরপুরে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৮-১৯ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসক আতাউল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কেএম আতাউল হাকিম লাল মিয়া। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ারুল হক শাহী, আব্দুল সামাদ বাবলু বিশ্বাস, সৈয়দ এসানুল কবীর আরিফ, কোচ হাসানুজ্জামান হিলন প্রমুখ উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জেলার ৮টি স্কুল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় ত্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও আমঝুপি মাধ্যামিক বিদ্যালয়ের মধ্যকার খেলায় আমঝুপি ১০ রানে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে আমঝুপি ৪১ ওভার ১ বলে ১৩০ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে লিখন ২৭, নাহিদ ১৫ রান করে টেকনিক্যালের জাকিরুল ও রুপক ৩টি করে উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে টেকনিক্যাল স্কুল আমঝুপির শাকিলের বিধ্বংসী বোলিং তোপের মুখে ২৭ ওভার ১ বলে ১২০ রান করে সবাই আউট হয়ে যায়। শাকিল ৬ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপে ধ্বস নামান। টেকনিক্যালের পক্ষে আশিক ২৬ এবং মানিক ২৫ রান করে। প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহনকারী অন্যদল গুলোহলো- উজলপুর মাধ্যমিক বিদ্যালয়, মেহেরপুর দারুল উলম আহামদিয়া মাদ্রাসা, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডশন, জোড় পুকুরিয়া মাধ্যামিক বিদ্যালয় এবং মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়।


এদিকে, মেহেরপুরে মিশন প্রামিক বিদ্যালয়ের আয়োজনে গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর সাধু বার্ণবার চার্চ প্রাঙ্গণে মিশন প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ করা হয়েছে। মেহেরপুর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। চার্চ অব বাংলাদেশের মডারেটর রাইট রেভা. স্যামূয়েল সুনীল মানখিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দীন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি রেভা. মার্টিন হীরা মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাখি মন্ডল। পরে সেখানে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।