ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা-মেহেরপুরে বিএনপির অবস্থান কর্মসূচী পালিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮
  • / ৩৮৮ বার পড়া হয়েছে

বেগম খালেদা জিয়াকে সাজা প্রদান ও কারাগারে প্রেরণের প্রতিবাদে
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সাজা প্রদান ও কারাগারে প্রেরণের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় অবস্থান কর্মসূচী পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় সাহিত্য পরিষদ চত্ত্বরে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপি’র সিনিয়র সহসভাপতি রাফাতুল্লাহ মহলদারের নেতৃত্বে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, সহ সভাপতি হাফিজুল ইসলাম মুক্ত, জেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান লিপটন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশাদুল হক বটুল। জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিমের পরিচালনায় এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদল সদস্য রাশেদুল ইসলাম রাশেদ, দামুড়হুদা উপজেলা বিএনপি নেতা জাহিদুল ইসলাম, জেলা তরুণ দলের আহ্বায়ক মাবুদ সরকার, যুবদল নেতা শাহ আলম, রুবেল হাসান, আব্দুস সালাম, তুহিন ইসলাম, জেলা ছাত্রদলের সদস্য আরিফ আহম্মেদ শিপলব, মান্না দেওয়ান, রফিক, পিয়াস, লিয়ন, সামিউল, জ্যাকি, অনিকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, ‘জেল, জুলুম, হুলিয়া, আটক ও নির্যাতন করে বিএনপি নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের কর্মসূচী পালন করছি। অথচ পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচীতে বাঁধা সৃষ্টি করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে এ দেশে কোন পাতানো নির্বাচন হতে দেয়া হবে না।’ এ ছাড়াও সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবুর আটকের প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে সকাল ১১টার দিকে কেদারগঞ্জস্থ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচীর নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির আহবায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হবি, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বেল্টু, জেলা মৎসজীবী দলের আহাবায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা যুবদলের আহবায়ক খালিদ মাহমুদ মিলটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী আব্দুল মান্নান, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজিব খান, শাহজাহান খান, চুয়াডাঙ্গা পৌর বিএনপির প্রচার সম্পাদক মিনহাজ উদ্দীন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল হক, আলোকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, চুয়াডাঙ্গা পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ সেলিম, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন আলী, জেলা তরুন দলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, পৌর যুব দলের যুগ্ম আহবায়ক সালমান হক উজ্জ্বল, জেলা যুবদলের সদস্য আরিফ হোসেন, জেলা ছাত্রদল নেতা ওয়ালিদ হাসান, সাইফুল ইসলাম, জাহিদুল ইসলাম রনি, আলামিন, শাহাবুউদ্দীন, যুবদল নেতা মঞ্জু, মালেক প্রমুখ।
অপরদিকে, পুলিশের কঠোর নজরদারির মধ্যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে অবস্থান কর্মসুচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার চুয়াডাঙ্গা শহরের শহীদ আবুল কাশেম সড়কের দলীয় কার্যালায়ের সামনে বেলা ১১টায় অবস্থান কর্মসুচি পালন করা হয়। কর্মসুচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহেদুজ্জামান বুলা, মজিবুল হক মালিক মজু বিএনপির নেতা রেজাউল করিম মুকুট, ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু তালহা, মনজুরুল জাহিদ প্রমুখ। বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।


মেহেরপুর অফিস জানিয়েছে, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মেহেরপুর জেলা বিএনপি অবস্থান কর্মসূচী পালন করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই কর্মসূচী শুরু হয়। জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচীতে অংশগ্রহন করে। এ সময় মাসুদ অরুন তার বক্তব্যে বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে আর কোন ষড়যন্ত্র হলে আগামী দিন স্থানীয়ভাবে জেলা বিএনপি স্বেচ্ছায় কারাবরণ কর্মসুচী গ্রহণ করবে। নেতাকর্মীরা হাত তুলে তার এ আহবানে সাড়া দেন। কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহসভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা-মেহেরপুরে বিএনপির অবস্থান কর্মসূচী পালিত

আপলোড টাইম : ১০:১৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮

বেগম খালেদা জিয়াকে সাজা প্রদান ও কারাগারে প্রেরণের প্রতিবাদে
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সাজা প্রদান ও কারাগারে প্রেরণের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় অবস্থান কর্মসূচী পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় সাহিত্য পরিষদ চত্ত্বরে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপি’র সিনিয়র সহসভাপতি রাফাতুল্লাহ মহলদারের নেতৃত্বে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, সহ সভাপতি হাফিজুল ইসলাম মুক্ত, জেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান লিপটন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশাদুল হক বটুল। জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিমের পরিচালনায় এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদল সদস্য রাশেদুল ইসলাম রাশেদ, দামুড়হুদা উপজেলা বিএনপি নেতা জাহিদুল ইসলাম, জেলা তরুণ দলের আহ্বায়ক মাবুদ সরকার, যুবদল নেতা শাহ আলম, রুবেল হাসান, আব্দুস সালাম, তুহিন ইসলাম, জেলা ছাত্রদলের সদস্য আরিফ আহম্মেদ শিপলব, মান্না দেওয়ান, রফিক, পিয়াস, লিয়ন, সামিউল, জ্যাকি, অনিকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, ‘জেল, জুলুম, হুলিয়া, আটক ও নির্যাতন করে বিএনপি নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের কর্মসূচী পালন করছি। অথচ পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচীতে বাঁধা সৃষ্টি করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে এ দেশে কোন পাতানো নির্বাচন হতে দেয়া হবে না।’ এ ছাড়াও সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবুর আটকের প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে সকাল ১১টার দিকে কেদারগঞ্জস্থ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচীর নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির আহবায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হবি, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বেল্টু, জেলা মৎসজীবী দলের আহাবায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা যুবদলের আহবায়ক খালিদ মাহমুদ মিলটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী আব্দুল মান্নান, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজিব খান, শাহজাহান খান, চুয়াডাঙ্গা পৌর বিএনপির প্রচার সম্পাদক মিনহাজ উদ্দীন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল হক, আলোকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, চুয়াডাঙ্গা পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ সেলিম, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন আলী, জেলা তরুন দলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, পৌর যুব দলের যুগ্ম আহবায়ক সালমান হক উজ্জ্বল, জেলা যুবদলের সদস্য আরিফ হোসেন, জেলা ছাত্রদল নেতা ওয়ালিদ হাসান, সাইফুল ইসলাম, জাহিদুল ইসলাম রনি, আলামিন, শাহাবুউদ্দীন, যুবদল নেতা মঞ্জু, মালেক প্রমুখ।
অপরদিকে, পুলিশের কঠোর নজরদারির মধ্যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে অবস্থান কর্মসুচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার চুয়াডাঙ্গা শহরের শহীদ আবুল কাশেম সড়কের দলীয় কার্যালায়ের সামনে বেলা ১১টায় অবস্থান কর্মসুচি পালন করা হয়। কর্মসুচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহেদুজ্জামান বুলা, মজিবুল হক মালিক মজু বিএনপির নেতা রেজাউল করিম মুকুট, ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু তালহা, মনজুরুল জাহিদ প্রমুখ। বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।


মেহেরপুর অফিস জানিয়েছে, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মেহেরপুর জেলা বিএনপি অবস্থান কর্মসূচী পালন করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই কর্মসূচী শুরু হয়। জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচীতে অংশগ্রহন করে। এ সময় মাসুদ অরুন তার বক্তব্যে বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে আর কোন ষড়যন্ত্র হলে আগামী দিন স্থানীয়ভাবে জেলা বিএনপি স্বেচ্ছায় কারাবরণ কর্মসুচী গ্রহণ করবে। নেতাকর্মীরা হাত তুলে তার এ আহবানে সাড়া দেন। কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহসভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।