ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা পৌরসভায় পানির পাইপ লাইনের কাজের উদ্বোধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯
  • / ২১৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর শহরের শহীদ হাসান চত্বর থেকে কোর্ট মোড় পর্যন্ত পানি সরবরাহের জন্য ৮ ইঞ্চি ডায়া পাইপ লাইন স্থাপনকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস এবং পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাজরিন পারভীন মলি, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাসেদুল হাসান মানু, সহকারী প্রকৌশলী (পানি) এ এইচ এম সাহীদুর রশীদ, সংশ্লিষ্ট কাজের ঠিকাদারিপ্রতিষ্ঠান গোপালগঞ্জের এমটিঅ্যান্ডএসএস কনসোটিয়ামের ম্যানেজার ফারুক মোল্লা, ইঞ্জিনিয়ার ফোরকান আলী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, বড় বাজার পূজা কমিটির নেতা দিপংকর কুমার দে, বিশিষ্ট জুয়েলারি ব্যবসায়ী জাফর আলী মল্লিক, ব্যবসায়ী মাসুদ কামালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। উদ্বোধন শেষে প্রকল্পের সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস।
প্রকল্প সূত্র জানায়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ সরকার, এডিবি ও ওএফআইডির সহায়তাপুষ্ট তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের (ইউজিআইআইপি-৩) আওতায় শহীদ হাসান চত্বর বড় বাজার চৌরাস্তার মোড় হতে পুরাতন কোর্ট মোড় পর্যন্ত প্রায় ৬৬০ মিটার ৮ ইঞ্চি উন্নতমানের পানি সরবরাহের ডায়া পাইপ লাইন স্থাপন করা হবে। টেকসই উন্নয়নের কথা মাথায় রেখে দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মাধ্যমে প্রধান প্রধান সড়কের উভয় পাশের শেষ সীমানায় পানির পাইপ লাইন স্থাপন করা হচ্ছে। ফলে পরবর্তীতে সড়ক সম্প্রসারণ কিংবা সংস্কারকাজ করা হলে পৌরসভার পাইপ লাইনের জন্য কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। সেই সঙ্গে জনদুর্ভোগ লাঘব হবে। কাজটি বাস্তবায়ন হলে পৌরবাসীর পানি সরবরাহে নতুন মাত্রা সৃষ্টি হবে। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে শিগগিরই পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পানি সরবরাহ লাইন স্থাপনকাজ শুরু হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা পৌরসভায় পানির পাইপ লাইনের কাজের উদ্বোধন

আপলোড টাইম : ০৯:৫৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯

বিশেষ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর শহরের শহীদ হাসান চত্বর থেকে কোর্ট মোড় পর্যন্ত পানি সরবরাহের জন্য ৮ ইঞ্চি ডায়া পাইপ লাইন স্থাপনকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস এবং পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাজরিন পারভীন মলি, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাসেদুল হাসান মানু, সহকারী প্রকৌশলী (পানি) এ এইচ এম সাহীদুর রশীদ, সংশ্লিষ্ট কাজের ঠিকাদারিপ্রতিষ্ঠান গোপালগঞ্জের এমটিঅ্যান্ডএসএস কনসোটিয়ামের ম্যানেজার ফারুক মোল্লা, ইঞ্জিনিয়ার ফোরকান আলী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, বড় বাজার পূজা কমিটির নেতা দিপংকর কুমার দে, বিশিষ্ট জুয়েলারি ব্যবসায়ী জাফর আলী মল্লিক, ব্যবসায়ী মাসুদ কামালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। উদ্বোধন শেষে প্রকল্পের সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস।
প্রকল্প সূত্র জানায়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ সরকার, এডিবি ও ওএফআইডির সহায়তাপুষ্ট তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের (ইউজিআইআইপি-৩) আওতায় শহীদ হাসান চত্বর বড় বাজার চৌরাস্তার মোড় হতে পুরাতন কোর্ট মোড় পর্যন্ত প্রায় ৬৬০ মিটার ৮ ইঞ্চি উন্নতমানের পানি সরবরাহের ডায়া পাইপ লাইন স্থাপন করা হবে। টেকসই উন্নয়নের কথা মাথায় রেখে দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মাধ্যমে প্রধান প্রধান সড়কের উভয় পাশের শেষ সীমানায় পানির পাইপ লাইন স্থাপন করা হচ্ছে। ফলে পরবর্তীতে সড়ক সম্প্রসারণ কিংবা সংস্কারকাজ করা হলে পৌরসভার পাইপ লাইনের জন্য কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। সেই সঙ্গে জনদুর্ভোগ লাঘব হবে। কাজটি বাস্তবায়ন হলে পৌরবাসীর পানি সরবরাহে নতুন মাত্রা সৃষ্টি হবে। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে শিগগিরই পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পানি সরবরাহ লাইন স্থাপনকাজ শুরু হবে।