ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা জেলা যুবলীগের প্রতিবাদ বিবৃতি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯
  • / ২৫৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের নাম ভাঙিয়ে এক শ্রেণির অসাধু চক্র তাঁদের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। গতকাল মঙ্গলবার রাতে এক প্রতিবাদ বিবৃতিতে নঈম হাসান জোয়ার্দ্দার জানান, এক শ্রেণির অসাধু রাজনীতিবিদ আজ রাজনীতিকে ভেঙে সম্পদ গড়ে তুলেছেন এবং বর্তমানে ক্ষমতার অপব্যবহার করে যুবলীগের নাম ভাঙিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, জমি দখল করছেন। তাঁরা জেলা যুবলীগের বর্তমান জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরই অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গাড়াবাড়িয়া বাগানপাড়ায় যুবলীগের কমিটি গঠন করা হবে বলে বিভিন্ন মানুষের কাছে চিঠিপত্র প্রেরণ করে। এমনকি বাগানপাড়ায় যুবলীগের নাম করে একটি অফিস উদ্বোধন করেছে। আমি বলতে চাই, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের নেতৃবৃন্দ এ কমিটি সম্পর্কে অবগত নন। নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নের যুবলীগের কোনো কমিটি নেই। আমি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে যুবলীগের নেতা-কর্মী ও সাধারণ মানুষকে এসব চাঁদাবাজ ও দখলদারদের ব্যাপারে সতর্ক থাকাতে বলা হলো। (প্রেস বিজ্ঞপ্তি)

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা জেলা যুবলীগের প্রতিবাদ বিবৃতি

আপলোড টাইম : ০৯:১৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের নাম ভাঙিয়ে এক শ্রেণির অসাধু চক্র তাঁদের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। গতকাল মঙ্গলবার রাতে এক প্রতিবাদ বিবৃতিতে নঈম হাসান জোয়ার্দ্দার জানান, এক শ্রেণির অসাধু রাজনীতিবিদ আজ রাজনীতিকে ভেঙে সম্পদ গড়ে তুলেছেন এবং বর্তমানে ক্ষমতার অপব্যবহার করে যুবলীগের নাম ভাঙিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, জমি দখল করছেন। তাঁরা জেলা যুবলীগের বর্তমান জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরই অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গাড়াবাড়িয়া বাগানপাড়ায় যুবলীগের কমিটি গঠন করা হবে বলে বিভিন্ন মানুষের কাছে চিঠিপত্র প্রেরণ করে। এমনকি বাগানপাড়ায় যুবলীগের নাম করে একটি অফিস উদ্বোধন করেছে। আমি বলতে চাই, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের নেতৃবৃন্দ এ কমিটি সম্পর্কে অবগত নন। নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নের যুবলীগের কোনো কমিটি নেই। আমি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে যুবলীগের নেতা-কর্মী ও সাধারণ মানুষকে এসব চাঁদাবাজ ও দখলদারদের ব্যাপারে সতর্ক থাকাতে বলা হলো। (প্রেস বিজ্ঞপ্তি)