ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা চন্ডিপুরে স্ত্রীর ঝাঁটার আঘাতে স্বামীর মৃত্যু!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮
  • / ৮৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক/সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে স্ত্রীর ঝাঁটার (ঝাঁড়–) আঘাতে স্বামীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্ত্রী সালেহা খাতুনকে আটক করা হয়। নিহত আব্দুল হাকিম চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরোজগঞ্জ চন্ডিপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। এ ঘটনায় স্ত্রী সালেহা খাতুনকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্য ঝগড়া হয়। এরই একপর্যায়ে আব্দুল হাকিম তার হাতে থাকা লাঠি দিয়ে স্ত্রীকে মারপিট করে। পরে স্ত্রী সালেহা খাতুন আত্মরক্ষার্থে তার স্বামীকে ঝাঁটা পেটা করে। স্ত্রী সালেহা খাতুন জানান, তার স্বামী ব্রেইন স্টোকে আক্রান্ত। ব্রেইন স্টোকের রোগী হওয়ায় ছোট খাটো ব্যাপার নিয়ে প্রায়ই তাকে মারধর করতো। বৃহস্পতিবার ভোরে তাকে ঘুম থেকে ডাকার পর থেকেই ক্ষিপ্ত হয়েছিলেন আব্দুল হাকিম। সকালে ওই রাগের জের ধরেই সালেহা খাতুনকে লাঠিপেটা করতে থাকে। একপর্যায়ে সালেহা খাতুন তার হাতে থাকা একটি ঝাঁটা দিয়ে ঠেকাতে গেলে তাতে সামাণ্য আঘাত লাগে তার শরীরে। এ সময় ঘরের চালের সাথে মাথায় ধাক্কা লেগে মাটিতে পড়ে যায় আব্দুল হাকিম। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয়। পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রীকে আটক করে সদর থানা হেফাজতে নেয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের স্ত্রী সালেহা খাতুনকে মূল আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে স্থানীয় গ্রাম পুলিশের একজন সদস্য। হাসপাতাল সূত্র জানায়, নিহতের শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন নেই। তবে চিকিৎসকের মতে হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা চন্ডিপুরে স্ত্রীর ঝাঁটার আঘাতে স্বামীর মৃত্যু!

আপলোড টাইম : ১০:০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮

নিজস্ব প্রতিবেদক/সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে স্ত্রীর ঝাঁটার (ঝাঁড়–) আঘাতে স্বামীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্ত্রী সালেহা খাতুনকে আটক করা হয়। নিহত আব্দুল হাকিম চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরোজগঞ্জ চন্ডিপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। এ ঘটনায় স্ত্রী সালেহা খাতুনকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্য ঝগড়া হয়। এরই একপর্যায়ে আব্দুল হাকিম তার হাতে থাকা লাঠি দিয়ে স্ত্রীকে মারপিট করে। পরে স্ত্রী সালেহা খাতুন আত্মরক্ষার্থে তার স্বামীকে ঝাঁটা পেটা করে। স্ত্রী সালেহা খাতুন জানান, তার স্বামী ব্রেইন স্টোকে আক্রান্ত। ব্রেইন স্টোকের রোগী হওয়ায় ছোট খাটো ব্যাপার নিয়ে প্রায়ই তাকে মারধর করতো। বৃহস্পতিবার ভোরে তাকে ঘুম থেকে ডাকার পর থেকেই ক্ষিপ্ত হয়েছিলেন আব্দুল হাকিম। সকালে ওই রাগের জের ধরেই সালেহা খাতুনকে লাঠিপেটা করতে থাকে। একপর্যায়ে সালেহা খাতুন তার হাতে থাকা একটি ঝাঁটা দিয়ে ঠেকাতে গেলে তাতে সামাণ্য আঘাত লাগে তার শরীরে। এ সময় ঘরের চালের সাথে মাথায় ধাক্কা লেগে মাটিতে পড়ে যায় আব্দুল হাকিম। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয়। পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রীকে আটক করে সদর থানা হেফাজতে নেয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের স্ত্রী সালেহা খাতুনকে মূল আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে স্থানীয় গ্রাম পুলিশের একজন সদস্য। হাসপাতাল সূত্র জানায়, নিহতের শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন নেই। তবে চিকিৎসকের মতে হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।