ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান : ভারতীয় মালামাল উদ্ধার : আটক-১

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৫৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭
  • / ৪৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ৬ বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১ লাখ ৭৭ হাজার ৪০০ টাকার মালামাল উদ্ধারসহ একজনকে আটক করেছে বিজিবি। গত ২৯ জুলাই রাত আনুমানিক ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বিজিবি’র বাজিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. ফোরকান আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামের কানাপুর চার রাস্তার মোড় থেকে ১ গ্রাম হিরোইন এবং ১টি মোটর সাইকেল উদ্ধার করেন। এসময় মেহেরপুরের কালাচাঁদপুর গ্রামের মৃত. খবির উদ্দিনের ছেলে ইযারুলকে আটক করে বিজিবি। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৫২ হাজার টাকা। আটককৃত মালামালসহ আসামীকে মেহেরপুর সদর থানায় সোপদ করা হয়েছে। হাবিলদার মো. ফোরকান আলী বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ৩০ জুলাই রাত আনুমানিক ১টায় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার বারাদী গ্রামের নদীর ঘাট হতে ২৫৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৬২ হাজার ৪০০টাকা। ৩০ জুলাই রাত আনুমানিক ১টায় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার হৈবতপুর গ্রামের মাঠ হতে ১২০ বোতল ফেন্সিডিল এবং ১০ বোতল মদ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৬৩ হাজার টাকা। উদ্ধারকৃত ২৭৬ বোতল ফেন্সিডিল, ১০ বোতল মদ, ১ গ্রাম হিরোইন এবং ১টি মোটরসাইকেল এর সর্বমোট মূল্য ১ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা। আটককৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল থানা/মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান : ভারতীয় মালামাল উদ্ধার : আটক-১

আপলোড টাইম : ০৫:৫৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭

নিজস্ব প্রতিবেদক: ৬ বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১ লাখ ৭৭ হাজার ৪০০ টাকার মালামাল উদ্ধারসহ একজনকে আটক করেছে বিজিবি। গত ২৯ জুলাই রাত আনুমানিক ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বিজিবি’র বাজিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. ফোরকান আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামের কানাপুর চার রাস্তার মোড় থেকে ১ গ্রাম হিরোইন এবং ১টি মোটর সাইকেল উদ্ধার করেন। এসময় মেহেরপুরের কালাচাঁদপুর গ্রামের মৃত. খবির উদ্দিনের ছেলে ইযারুলকে আটক করে বিজিবি। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৫২ হাজার টাকা। আটককৃত মালামালসহ আসামীকে মেহেরপুর সদর থানায় সোপদ করা হয়েছে। হাবিলদার মো. ফোরকান আলী বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ৩০ জুলাই রাত আনুমানিক ১টায় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার বারাদী গ্রামের নদীর ঘাট হতে ২৫৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৬২ হাজার ৪০০টাকা। ৩০ জুলাই রাত আনুমানিক ১টায় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার হৈবতপুর গ্রামের মাঠ হতে ১২০ বোতল ফেন্সিডিল এবং ১০ বোতল মদ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৬৩ হাজার টাকা। উদ্ধারকৃত ২৭৬ বোতল ফেন্সিডিল, ১০ বোতল মদ, ১ গ্রাম হিরোইন এবং ১টি মোটরসাইকেল এর সর্বমোট মূল্য ১ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা। আটককৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল থানা/মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করা হয়েছে।