ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ১৩২ প্রবাসী ‘হোম কোয়ারেন্টাইনে’

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০
  • / ১৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে চুয়াডাঙ্গায় বিদেশ ফেরত ১৩২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চুয়াডাঙ্গার চারটি উপজেলার বিভিন্ন গ্রামে তাঁদের নিজ বাড়িতে কোয়ারেন্টাইন করা হয়েছে। এদের মধ্যে ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি, কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফিরেছেন। হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৩৩ জন, জীবননগর উপজেলার ৩৮ জন, আলমডাঙ্গা উপজেলার ৩৬ জন ও দামুড়হুদা উপজেলার ২৫ জন। এছাড়া চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন একজন।
জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, হোম কোয়ারেন্টাইন মানা হচ্ছে কি না, সে বিষয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। যাঁরা বিদেশ ফেরত, তাঁদেরকে কোনোভাবেই সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। বিদেশ ফেরত সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টাইন মেনে চলতেই হবে। না মানলে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল ) আইন ২০১৮ অনুযায়ী এবং দণ্ডবিধি অনুযায়ী তাঁদের জেল-জরিমানা উভয় দণ্ড হতে পারে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, বিদেশ ফেরত ব্যক্তিদেরকে তাঁদের বাড়িতেই থাকতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। অন্তত ১৪ দিন তাঁদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। তবে কোয়ারেন্টাইনরত রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। আইডিসিআর-এর প্রতিনিধি এসেছেন চুয়াডাঙ্গায়। আগামীঢ তিন দিন তাঁরা থাকবেন এবং পরীক্ষা-নিরীক্ষা করবেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় ১৩২ প্রবাসী ‘হোম কোয়ারেন্টাইনে’

আপলোড টাইম : ১০:৩৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০

নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে চুয়াডাঙ্গায় বিদেশ ফেরত ১৩২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চুয়াডাঙ্গার চারটি উপজেলার বিভিন্ন গ্রামে তাঁদের নিজ বাড়িতে কোয়ারেন্টাইন করা হয়েছে। এদের মধ্যে ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি, কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফিরেছেন। হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৩৩ জন, জীবননগর উপজেলার ৩৮ জন, আলমডাঙ্গা উপজেলার ৩৬ জন ও দামুড়হুদা উপজেলার ২৫ জন। এছাড়া চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন একজন।
জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, হোম কোয়ারেন্টাইন মানা হচ্ছে কি না, সে বিষয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। যাঁরা বিদেশ ফেরত, তাঁদেরকে কোনোভাবেই সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। বিদেশ ফেরত সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টাইন মেনে চলতেই হবে। না মানলে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল ) আইন ২০১৮ অনুযায়ী এবং দণ্ডবিধি অনুযায়ী তাঁদের জেল-জরিমানা উভয় দণ্ড হতে পারে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, বিদেশ ফেরত ব্যক্তিদেরকে তাঁদের বাড়িতেই থাকতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। অন্তত ১৪ দিন তাঁদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। তবে কোয়ারেন্টাইনরত রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। আইডিসিআর-এর প্রতিনিধি এসেছেন চুয়াডাঙ্গায়। আগামীঢ তিন দিন তাঁরা থাকবেন এবং পরীক্ষা-নিরীক্ষা করবেন।