ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় হতদরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
  • / ২৪৪ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে চুয়াডাঙ্গায় হতদরিদ্র ৬০ জন শীতার্ত মানুষের মধ্যে নতুন কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বন্ধুসভার সদস্যরা শীতার্ত নারী-পুরুষ ও শিশুদের হাতে শীতের কম্বল তুলে দেন। এর আগে গত দুদিন ধরে শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে কম্বলের স্লিপ বিতরণ করেন তাঁরা।
শীতের দিনে নতুন কম্বল হাতে পেয়ে আনন্দিত চুয়াডাঙ্গা রেলস্টেশন-সংলগ্ন হকপাড়ার বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী কাউছার আলী (৬০) বলেন, ‘পুষ মাসের পয়লা তারিক থেইকে শীতির ঠ্যালায় অ্যাকদিনিও ঠিকমত ঘুমাতি পারিনি। ভাইবেলাম গরিপির কেউ নেই। তেবে তুমাগের কোম্বল পাইয়ে সেই ভুল ভাঙে গ্যালো। এবেড্ডা শীতির হাত থেইকে রিহায় পাবুনি।’ রেলওয়ে বস্তির বাসিন্দা দৃষ্টি প্রতিবন্ধী আব্দুর রহিম বলেন, ‘এবারের জাড়ে খুপ কস্টে ছিলাম। তুমাগের দিয়া এই কোম্বল পায়ে খুব উপকার হইলো।’
কম্বল বিতরণে অংশ নেন প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা শাহ আলম সনি, প্রথম আলো বন্ধুসভার সভাপতি সামিয়া তৌহিদ সাম্য, সাবেক সভাপতি রনি আলম, সাধারণ সম্পাদক রেজাউল বাশার প্লাবন, যুগ্ম সম্পাদক সানজিদা রুম্পা ও মাহমুদ আল আরাফাত ফাগুন, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহির আজমল রাফি, অনুষ্ঠানবিষয়ক সম্পাদক মানিক মেহেদী, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক সানজিদ আহমেদ, সুরভী খাতুন, রিফাত, জেসিকা সুলতানা ও তৌহিদ বিন শামস।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় হতদরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ

আপলোড টাইম : ১০:১৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯

সমীকরণ প্রতিবেদন:
প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে চুয়াডাঙ্গায় হতদরিদ্র ৬০ জন শীতার্ত মানুষের মধ্যে নতুন কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বন্ধুসভার সদস্যরা শীতার্ত নারী-পুরুষ ও শিশুদের হাতে শীতের কম্বল তুলে দেন। এর আগে গত দুদিন ধরে শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে কম্বলের স্লিপ বিতরণ করেন তাঁরা।
শীতের দিনে নতুন কম্বল হাতে পেয়ে আনন্দিত চুয়াডাঙ্গা রেলস্টেশন-সংলগ্ন হকপাড়ার বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী কাউছার আলী (৬০) বলেন, ‘পুষ মাসের পয়লা তারিক থেইকে শীতির ঠ্যালায় অ্যাকদিনিও ঠিকমত ঘুমাতি পারিনি। ভাইবেলাম গরিপির কেউ নেই। তেবে তুমাগের কোম্বল পাইয়ে সেই ভুল ভাঙে গ্যালো। এবেড্ডা শীতির হাত থেইকে রিহায় পাবুনি।’ রেলওয়ে বস্তির বাসিন্দা দৃষ্টি প্রতিবন্ধী আব্দুর রহিম বলেন, ‘এবারের জাড়ে খুপ কস্টে ছিলাম। তুমাগের দিয়া এই কোম্বল পায়ে খুব উপকার হইলো।’
কম্বল বিতরণে অংশ নেন প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা শাহ আলম সনি, প্রথম আলো বন্ধুসভার সভাপতি সামিয়া তৌহিদ সাম্য, সাবেক সভাপতি রনি আলম, সাধারণ সম্পাদক রেজাউল বাশার প্লাবন, যুগ্ম সম্পাদক সানজিদা রুম্পা ও মাহমুদ আল আরাফাত ফাগুন, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহির আজমল রাফি, অনুষ্ঠানবিষয়ক সম্পাদক মানিক মেহেদী, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক সানজিদ আহমেদ, সুরভী খাতুন, রিফাত, জেসিকা সুলতানা ও তৌহিদ বিন শামস।