ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সুজি আটকে শিশুর করুণ মৃত্যু!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
  • / ১৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার জাফরপুরে শ্বাসনালিতে সুজি আটকে হুসাইন (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। শিশু হুসাইনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু হুসাইন চুয়াডাঙ্গা পৌর এলাকার জাফরপুরের রিপন হোসেনের ছেলে।
জানা যায়, গতকাল সকালে প্রতিদিনের ন্যায় হুসাইনকে তার মা সুজি খাওয়াচ্ছিলেন। সুজি খাওয়ানোর একপর্যায়ে শিশু হুসাইনের শ্বাসনালিতে সুজি আটকে যায়। নিঃশ্বাস নিতে কষ্ট হলে হুসাইনের পরিবরের সদস্যরা তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় হুসাইনের। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুন্নাহার খানম পরীক্ষা-নিরীক্ষা করে হুসাইনকে মৃত বলে ঘোষণা করেন। এ সময় শিশুটির পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। পরে পরিবারের সদস্যরা হুসাইনের মরদেহ নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।
এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুন্নাহার খানম বলেন, ‘শিশুটির পরিবারের সদস্যদের থেকে জানতে পেরেছি, সকালে শিশুটিকে সুজি খাওয়ানোর সময় তা শিশুটির শ্বাসনালিতে আটকে যায়। শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় সুজি আটকে শিশুর করুণ মৃত্যু!

আপলোড টাইম : ১০:০২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার জাফরপুরে শ্বাসনালিতে সুজি আটকে হুসাইন (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। শিশু হুসাইনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু হুসাইন চুয়াডাঙ্গা পৌর এলাকার জাফরপুরের রিপন হোসেনের ছেলে।
জানা যায়, গতকাল সকালে প্রতিদিনের ন্যায় হুসাইনকে তার মা সুজি খাওয়াচ্ছিলেন। সুজি খাওয়ানোর একপর্যায়ে শিশু হুসাইনের শ্বাসনালিতে সুজি আটকে যায়। নিঃশ্বাস নিতে কষ্ট হলে হুসাইনের পরিবরের সদস্যরা তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় হুসাইনের। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুন্নাহার খানম পরীক্ষা-নিরীক্ষা করে হুসাইনকে মৃত বলে ঘোষণা করেন। এ সময় শিশুটির পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। পরে পরিবারের সদস্যরা হুসাইনের মরদেহ নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।
এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুন্নাহার খানম বলেন, ‘শিশুটির পরিবারের সদস্যদের থেকে জানতে পেরেছি, সকালে শিশুটিকে সুজি খাওয়ানোর সময় তা শিশুটির শ্বাসনালিতে আটকে যায়। শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।’