ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় যৌতুক না পেয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:২০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭
  • / ৩০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৌর কলেজ পাড়ায় যৌতুক না পেয়ে গৃহবধু অন্তরা (১৮)কে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী শাকিব এমন অভিযোগ করেছে অন্তরার স্বজনেরা। অন্তরা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের হাফিজুরের মেয়ে। চুয়াডাঙ্গা সদর থানার এসআই সুপ্রভাত জানান, সোমবার সকালে খবর পেয়ে শহরের পৌর কলেজ পাড়ার একটি পরিত্যাক্ত বেকারী কারখানা থেকে অন্তরার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের সুরতহাল শেষে ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। তিনি আরো জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
অন্তরার স্বজনেরা জানায় গত ৬মাস আগে চুয়াডাঙ্গা পৌর কলেজ পাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে শাকিবের সাথে দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের ইসলামের মেয়ে অন্তরা (১৮)র বিয়ে হয়। বিয়ের পর থেকে শাকিব ও তার পরিবারের লোকজন অন্তরার বাবা-মা’র কাছে ৫০ হাজার টাকা যৌতুকের দাবী করে আসছিল। গত রবিবার দুপুরেও অন্তরা তার বাবা-মায়ের কাছে স্বামীর দাবীকৃত যৌতুকের টাকা চেয়ে ফোন করলে অন্তরার মা দু-একদিনের মধ্যে ৩০ হাজার টাকা দিয়ে যাবে বলে মোবাইলে জানায়। অন্তরা তার স্বামী ও পরিবারের সদস্যদেরকে এই আশ্বাস দিলেও অন্তরার স্বামী শাকিব ও তার পরিবারের সদস্যরা যৌতুকের টাকার জন্য অন্তরার উপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকে। এরপর অন্তরার স্বামী শাকিব গতরাতে অন্তরার বাবা-মায়ের কাছে মোবাইল ফোনে খবর দেয় অন্তরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ খবর পেয়ে অন্তরার বাবা ইসলামসহ স্বজনেরা শাকিবের বাসায় এসে দেখে তার মেয়ে আত্মহত্যা করেছে এবং জামাইসহ সবাই পালিয়ে গেছে। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় যৌতুক না পেয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

আপলোড টাইম : ০৫:২০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৌর কলেজ পাড়ায় যৌতুক না পেয়ে গৃহবধু অন্তরা (১৮)কে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী শাকিব এমন অভিযোগ করেছে অন্তরার স্বজনেরা। অন্তরা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের হাফিজুরের মেয়ে। চুয়াডাঙ্গা সদর থানার এসআই সুপ্রভাত জানান, সোমবার সকালে খবর পেয়ে শহরের পৌর কলেজ পাড়ার একটি পরিত্যাক্ত বেকারী কারখানা থেকে অন্তরার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের সুরতহাল শেষে ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। তিনি আরো জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
অন্তরার স্বজনেরা জানায় গত ৬মাস আগে চুয়াডাঙ্গা পৌর কলেজ পাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে শাকিবের সাথে দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের ইসলামের মেয়ে অন্তরা (১৮)র বিয়ে হয়। বিয়ের পর থেকে শাকিব ও তার পরিবারের লোকজন অন্তরার বাবা-মা’র কাছে ৫০ হাজার টাকা যৌতুকের দাবী করে আসছিল। গত রবিবার দুপুরেও অন্তরা তার বাবা-মায়ের কাছে স্বামীর দাবীকৃত যৌতুকের টাকা চেয়ে ফোন করলে অন্তরার মা দু-একদিনের মধ্যে ৩০ হাজার টাকা দিয়ে যাবে বলে মোবাইলে জানায়। অন্তরা তার স্বামী ও পরিবারের সদস্যদেরকে এই আশ্বাস দিলেও অন্তরার স্বামী শাকিব ও তার পরিবারের সদস্যরা যৌতুকের টাকার জন্য অন্তরার উপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকে। এরপর অন্তরার স্বামী শাকিব গতরাতে অন্তরার বাবা-মায়ের কাছে মোবাইল ফোনে খবর দেয় অন্তরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ খবর পেয়ে অন্তরার বাবা ইসলামসহ স্বজনেরা শাকিবের বাসায় এসে দেখে তার মেয়ে আত্মহত্যা করেছে এবং জামাইসহ সবাই পালিয়ে গেছে। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করেছে।