ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ম্যাপের মধ্যে মুক্তিযোদ্ধাদের তালিকা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯
  • / ৮০১ বার পড়া হয়েছে

আফজালুল হক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারীর উদ্যোগে একটি ম্যাপের মধ্যে ইউনিয়নভিত্তিক বীর মুক্তিযোদ্ধাদের তালিকা খোদাই করে তা সংরক্ষণ করা হয়েছে। গত ১৯ এপ্রিল খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া ‘বীর ঠিকানা’ নামক এ ম্যাপের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ ম্যাপে ৫৬৪ জন মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত হয়েছে। এটির উচ্চতা ১৪ ফুট ও প্রস্থ ১৬ ফুট।
চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী বলেন, ‘১৯৭১ সালের ২৬ মার্চ মুক্তিযুদ্ধের প্রথম কমান্ড দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ড গঠিত হয়েছিল চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গার বীর সন্তানেরা যাঁরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, তাঁদের নাম স্মরণীয় করে রাখা আমাদের কর্তব্য। জাতীয় এই বীর সন্তানদের তালিকা সংরক্ষিত না করা হলে আগামী প্রজন্মের কাছে হয়তো তাদের কোনো পরিচিতি থাকবে না। তাঁদের নামের তালিকা স্থায়ীভাবে ধরে রাখতে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বরে নির্মিত হয়েছে ‘বীর ঠিকানা’ নামের একটি ম্যাপ। এখানে টাইলসে খোদাই করে মুক্তিযোদ্ধাদের নাম অঙ্কিত করা হয়েছে। যেন যেকোনো ব্যক্তি বীর মুক্তিযোদ্ধাদের নাম-ঠিকানা সহজে খুঁজে পেতে পারেন। এর ফলে দেশের এই সূর্য সন্তানদের নাম হারানোর সুযোগ আর থাকবে না। এ উদ্যোগ গ্রহণের মূল লক্ষ্য হচ্ছে চুয়াডাঙ্গা জেলার বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন, চুয়াডাঙ্গাা সদর উপজেলায় ম্যাপ-এর মধ্যে ইউনিয়নভিত্তিক তাঁদের নাম খোদাই করে রেখে আগামী প্রজন্মের সঙ্গে তাঁদের পরিচিতি লাভের সুযোগ করে দেওয়া এবং সদর উপজেলার সব বীর মুক্তিযোদ্ধাকে একীভূত করা।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় ম্যাপের মধ্যে মুক্তিযোদ্ধাদের তালিকা

আপলোড টাইম : ০৯:১২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯

আফজালুল হক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারীর উদ্যোগে একটি ম্যাপের মধ্যে ইউনিয়নভিত্তিক বীর মুক্তিযোদ্ধাদের তালিকা খোদাই করে তা সংরক্ষণ করা হয়েছে। গত ১৯ এপ্রিল খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া ‘বীর ঠিকানা’ নামক এ ম্যাপের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ ম্যাপে ৫৬৪ জন মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত হয়েছে। এটির উচ্চতা ১৪ ফুট ও প্রস্থ ১৬ ফুট।
চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী বলেন, ‘১৯৭১ সালের ২৬ মার্চ মুক্তিযুদ্ধের প্রথম কমান্ড দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ড গঠিত হয়েছিল চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গার বীর সন্তানেরা যাঁরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, তাঁদের নাম স্মরণীয় করে রাখা আমাদের কর্তব্য। জাতীয় এই বীর সন্তানদের তালিকা সংরক্ষিত না করা হলে আগামী প্রজন্মের কাছে হয়তো তাদের কোনো পরিচিতি থাকবে না। তাঁদের নামের তালিকা স্থায়ীভাবে ধরে রাখতে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বরে নির্মিত হয়েছে ‘বীর ঠিকানা’ নামের একটি ম্যাপ। এখানে টাইলসে খোদাই করে মুক্তিযোদ্ধাদের নাম অঙ্কিত করা হয়েছে। যেন যেকোনো ব্যক্তি বীর মুক্তিযোদ্ধাদের নাম-ঠিকানা সহজে খুঁজে পেতে পারেন। এর ফলে দেশের এই সূর্য সন্তানদের নাম হারানোর সুযোগ আর থাকবে না। এ উদ্যোগ গ্রহণের মূল লক্ষ্য হচ্ছে চুয়াডাঙ্গা জেলার বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন, চুয়াডাঙ্গাা সদর উপজেলায় ম্যাপ-এর মধ্যে ইউনিয়নভিত্তিক তাঁদের নাম খোদাই করে রেখে আগামী প্রজন্মের সঙ্গে তাঁদের পরিচিতি লাভের সুযোগ করে দেওয়া এবং সদর উপজেলার সব বীর মুক্তিযোদ্ধাকে একীভূত করা।’