ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০১৯
  • / ৩০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতীক বরাদ্দের পর থেকে এখন চলছে জোর প্রচারণা। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনী প্রচারণা নিয়ে তেমন কোন অভিযোগ না পেলেও বেশ উত্তেজনা রয়েছে চেয়ারম্যান পদে কে নির্বাচিত হবেন, এ নিয়ে। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়া মাসুমা আক্তার প্রচারণাকালে নানামুখী সমস্যায় পড়ছেন বলে অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়- প্রতি রাতেই চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন এলাকায় ফুটবল প্রতীকের পোস্টার, ফেস্টুন ও ব্যানার গায়েব হচ্ছে। দিনে পোস্টার টাঙানো হচ্ছে, সন্ধ্যা নামলেই সেগুলো ছিঁড়ে ফেলছে দুর্বৃত্তরা। স্বতস্ফুর্ত নির্বাচনী প্রচারণায় এই ধরণের প্রতিবন্ধকতা একটি সংকট বলে তার অভিযোগ। এ ব্যাপারে যথাযথ সহযোগিতা চেয়ে রিটার্নিং অফিসারের নিকট অভিযোগপত্র জমা দিয়েছেন তিনি। এসব অভিযোগ প্রসঙ্গে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান বলেন, ‘কিছু বিচ্ছিন্ন ঘটনা আর অভিযোগ ছাড়া উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারণা বেশ উৎসবমুখর পরিবেশেই চলছে। চুয়াডাঙ্গা সদর উপজেলায় ফুটবল প্রতীকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাসুমা আক্তারের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছি। তা ছাড়া এখনও বড় ধরনের বিধি ভঙ্গের অভিযোগ নেই।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ

আপলোড টাইম : ০৯:২৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০১৯

নিজস্ব প্রতিবেদক:
৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতীক বরাদ্দের পর থেকে এখন চলছে জোর প্রচারণা। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনী প্রচারণা নিয়ে তেমন কোন অভিযোগ না পেলেও বেশ উত্তেজনা রয়েছে চেয়ারম্যান পদে কে নির্বাচিত হবেন, এ নিয়ে। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়া মাসুমা আক্তার প্রচারণাকালে নানামুখী সমস্যায় পড়ছেন বলে অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়- প্রতি রাতেই চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন এলাকায় ফুটবল প্রতীকের পোস্টার, ফেস্টুন ও ব্যানার গায়েব হচ্ছে। দিনে পোস্টার টাঙানো হচ্ছে, সন্ধ্যা নামলেই সেগুলো ছিঁড়ে ফেলছে দুর্বৃত্তরা। স্বতস্ফুর্ত নির্বাচনী প্রচারণায় এই ধরণের প্রতিবন্ধকতা একটি সংকট বলে তার অভিযোগ। এ ব্যাপারে যথাযথ সহযোগিতা চেয়ে রিটার্নিং অফিসারের নিকট অভিযোগপত্র জমা দিয়েছেন তিনি। এসব অভিযোগ প্রসঙ্গে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান বলেন, ‘কিছু বিচ্ছিন্ন ঘটনা আর অভিযোগ ছাড়া উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারণা বেশ উৎসবমুখর পরিবেশেই চলছে। চুয়াডাঙ্গা সদর উপজেলায় ফুটবল প্রতীকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাসুমা আক্তারের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছি। তা ছাড়া এখনও বড় ধরনের বিধি ভঙ্গের অভিযোগ নেই।’