ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মদ্যপ অবস্থায় আটকের পরিচয় নিয়ে বিভ্রান্তি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮
  • / ৩৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় শান্ত জোয়ার্দ্দার পরিচয় দেওয়া এক মাতাল সদর থানা পুলিশের হাতে আটক হয়েছে। গতকাল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শহরের পান্না (রুপছায়া) সিনেমা হল রোডে অবস্থিত গণপূর্ত বিভাগের সামনে থেকে মদ্যপ অবস্থায় সঙ্গীয় ফোর্সসহ এসআই আকরাম একজনকে আটক করে। পরে পুলিশ সদস্যরা আটকৃতকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ওয়াশ করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করে।
এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ডিউটি অফিসার রাতে মোবাইল ফোনে এই প্রতিবেদককে বলেন, জোয়ার্দ্দারপাড়ার আরশাফ জোয়ার্দ্দারের ছেলে পরিচয় দেওয়া শান্ত জোয়ার্দ্দার (২৭) কে মাতাল অবস্থায় আটক করেছে পুলিশ। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ওয়াশ করা হয়েছে বলেও জানান ডিউটি অফিসার। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটকৃতের বিরুদ্ধে কোন মামলা বা লিখিত অভিযোগ হয়নি।
এবিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, অ্যালকোহল পান করা একজনকে সদর থানা পুলিশের সদস্যরা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। অ্যালকোহল পানে তার অবস্থা স্বাভাবিক না থাকায় তাকে সুস্থ্য করতে ওয়াশ শেষে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে। রাতেই তাকে সদর থানা পুলিশ নিয়ে গেছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
এবিষয়ে সদর হাসপাতাল জরুরী বিভাগে কর্মরত একজন কর্মচারী টেলিফোনে এই প্রতিবেদককে জানান, মদ্যপ অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। এসময় মাতাল অবস্থায় থাকা ওই ব্যক্তি নিজেকে জোয়ার্দ্দারপাড়ার আরশাফ জোয়ার্দ্দারের ছেলে শান্ত জোয়ার্দ্দার (২৭) পরিচয় দিলে হাসপাতালের রেজিস্ট্রার খাতায় তার উল্লেখিত নামে ভর্তি করা হয়। তবে তার নাম শান্ত জোয়ার্দ্দার নয় বলে জানান ওই কর্মচারী। তবে তার প্রকৃত পরিচয় নিয়ে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে।
মাতলামির কারণেই আটক নাকি অন্যকোন অভিযোগ আছে সে বিষয়ে নিশ্চিত কোন তথ্য জানায়নি পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় মদ্যপ অবস্থায় আটকের পরিচয় নিয়ে বিভ্রান্তি

আপলোড টাইম : ০৯:০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় শান্ত জোয়ার্দ্দার পরিচয় দেওয়া এক মাতাল সদর থানা পুলিশের হাতে আটক হয়েছে। গতকাল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শহরের পান্না (রুপছায়া) সিনেমা হল রোডে অবস্থিত গণপূর্ত বিভাগের সামনে থেকে মদ্যপ অবস্থায় সঙ্গীয় ফোর্সসহ এসআই আকরাম একজনকে আটক করে। পরে পুলিশ সদস্যরা আটকৃতকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ওয়াশ করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করে।
এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ডিউটি অফিসার রাতে মোবাইল ফোনে এই প্রতিবেদককে বলেন, জোয়ার্দ্দারপাড়ার আরশাফ জোয়ার্দ্দারের ছেলে পরিচয় দেওয়া শান্ত জোয়ার্দ্দার (২৭) কে মাতাল অবস্থায় আটক করেছে পুলিশ। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ওয়াশ করা হয়েছে বলেও জানান ডিউটি অফিসার। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটকৃতের বিরুদ্ধে কোন মামলা বা লিখিত অভিযোগ হয়নি।
এবিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, অ্যালকোহল পান করা একজনকে সদর থানা পুলিশের সদস্যরা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। অ্যালকোহল পানে তার অবস্থা স্বাভাবিক না থাকায় তাকে সুস্থ্য করতে ওয়াশ শেষে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে। রাতেই তাকে সদর থানা পুলিশ নিয়ে গেছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
এবিষয়ে সদর হাসপাতাল জরুরী বিভাগে কর্মরত একজন কর্মচারী টেলিফোনে এই প্রতিবেদককে জানান, মদ্যপ অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। এসময় মাতাল অবস্থায় থাকা ওই ব্যক্তি নিজেকে জোয়ার্দ্দারপাড়ার আরশাফ জোয়ার্দ্দারের ছেলে শান্ত জোয়ার্দ্দার (২৭) পরিচয় দিলে হাসপাতালের রেজিস্ট্রার খাতায় তার উল্লেখিত নামে ভর্তি করা হয়। তবে তার নাম শান্ত জোয়ার্দ্দার নয় বলে জানান ওই কর্মচারী। তবে তার প্রকৃত পরিচয় নিয়ে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে।
মাতলামির কারণেই আটক নাকি অন্যকোন অভিযোগ আছে সে বিষয়ে নিশ্চিত কোন তথ্য জানায়নি পুলিশ।