ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ ছয়ঘরিয়ার আকুল আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২ জানুয়ারী ২০১৯
  • / ৩৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদক বিরোধী অভিযান চলিয়ে ছয়ঘরিয়ার আকুল ইসলাম (২১) নামে একজনকে আটক করেছে। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে অভিযানকারী দল। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করলে গতকালই তাকে আদালতে প্রেরণ করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের নতুন জেলখানার সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জেলা গোয়েন্দ পুলিশ জানতে পারে জনৈক ব্যক্তি ফেনসিডিলসহ দর্শনা থেকে চুয়াডাঙ্গার দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা পৌর শহরের নতুন জেলখানার সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আটক করা হয় সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে আকুল ইসলামকে। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে অভিযানকারী দল। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হলে গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ ছয়ঘরিয়ার আকুল আটক

আপলোড টাইম : ১০:১৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২ জানুয়ারী ২০১৯

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদক বিরোধী অভিযান চলিয়ে ছয়ঘরিয়ার আকুল ইসলাম (২১) নামে একজনকে আটক করেছে। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে অভিযানকারী দল। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করলে গতকালই তাকে আদালতে প্রেরণ করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের নতুন জেলখানার সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জেলা গোয়েন্দ পুলিশ জানতে পারে জনৈক ব্যক্তি ফেনসিডিলসহ দর্শনা থেকে চুয়াডাঙ্গার দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা পৌর শহরের নতুন জেলখানার সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আটক করা হয় সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে আকুল ইসলামকে। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে অভিযানকারী দল। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হলে গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।