ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ফুলের দোকানগুলোতে তরুণ-তরুণীদের ভিড়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮
  • / ৪২২ বার পড়া হয়েছে

আজ বিশ্ব ভালোবাসা দিবস, চুপকথা বলার দিন
ফেরদৌস ওয়াহিদ: আজ বিশ্ব ভালোবাসা দিবস। প্রেমে-ভালোবাসায় মাতোয়ারা হওয়ার দিন আজ। প্রকৃতির পালাবদলে কাল এসেছে বসন্ত, সেই ফাগুনের মাতাল হাওয়ায় আজ উদ্দাম ভেসে যাবে প্রেম পিয়াসী তরুণ-তরুণী, ভালোবাসার রঙে রঙিন হবে হৃদয়। মনের যতো বাসনা, যতো অব্যক্ত কথা ডালাপালা মেলে ছড়িয়ে পড়বে বসন্তের মধুর হাওয়ায়। প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে নিবেদন করবে মনের যতো কথা, জানাবে ভালোবাসা। আজ চুপকথা শুনবার ও শোনানোর দিন। আজ কারো কারো চুপকথাগুলো হয়ে যাবে রূপকথা। সারাজীবন মনে রাখার মতো গল্প। তবে শুধু তরুণ-তরুণী শুধু নয়, আজ সব বয়সের মানুষের ভালোবাসার বহুমাত্রিক রূপ প্রকাশের আনুষ্ঠানিক দিন আজ। এ ভালোবাসা যেমন মা-বাবার প্রতি সন্তানের, তেমনি মানুষে-মানুষে ভালোবাসাবাসির দিনও এটি।ভালোবাসা দিবসে পরষ্পর পরস্পরের মাঝে নিবেদন করবে মনের যতো কথা, জানাবে ভালোবাসা।
ভালোবাসা দিবস পালনে চুয়াডাঙ্গা শহরের ফুলের দোকানগুলো এখন জমজমাট। প্রিয়জনকে ফুল দিয়ে ভালোবাসার প্রকাশ ঘটাতে ফুলের দোকানগুলোতে তরুণ-তরুণীদের উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়। গতকাল মঙ্গলবার রাতে শহরের পোস্ট অফিসের সামনে ভ্রাম্যমান ফুলের দোকানগুলোতে ঘুরে এ দৃশ্য লক্ষ্য করা যায়। ফুল কিনতে আসা এক যুবকের সাথে কথা বললে সে জানায়, ভালোবাসা দিবসে প্রিয়জনকে ফুল দিয়ে ভালোবাসা প্রকাশের জন্য সে ফুল কিনতে এসেছে। ভালোবাসা শুধু তরুণ-তরুণীদের মাঝে নয়। সব বয়সের সকল সম্পর্কের মানুষের জন্যই ভালোবাসা দিবস। সে তার মা’কে ফুল দিয়ে ভালোবাসার প্রকাশ ঘটাবে বলে জানায়। এক ফুল বিক্রেতার সাথে কথা বললে তিনি জানান, ভালোবাসার দিবস উপলক্ষে দুই-তিনদিন আহেগ থেকেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তাদের কাছে যথেষ্ট পরিমাণ ফুল মজুদ আছে। দিবসটির আগের দিন থেকেই ক্রেতারা ফুল কিনতে আসছে। তবে তরুণ-তরুণীরা বেশি ফুল কিনতে আসছে বলেও জানান তিনি।
ইতিহাসবিদদের মতে, দু’টি প্রাচীন রোমান প্রথা থেকে এ উৎসবের সূত্রপাত। এক খ্রিস্টান পাদ্রি ও চিকিৎসক ফাদার সেন্ট ভ্যালেনটাইনের নামানুসারে দিনটির নাম ‘ভ্যালেনটাইনস ডে’ করা হয়। ২৭০ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি খ্রিস্টানবিরোধী রোমান স¯্রাট গথিকাস আহত সেনাদের চিকিৎসার অপরাধে সেইন্ট ভ্যালেনটাইনকে মৃত্যুদ- দেন। মৃত্যুর আগে ফাদার ভ্যালেনটাইন তার আদরের একমাত্র মেয়েকে একটি ছোট্ট চিঠি লেখেন, যেখানে তিনি নাম সই করেছিলেন ‘ফ্রম ইউর ভ্যালেনটাইন’। সেন্ট ভ্যালেনটাইনের মেয়ে এবং তার প্রেমিক মিলে পরের বছর থেকে বাবার মৃত্যুর দিনটিকে ভ্যালেনটাইনস ডে হিসেবে পালন করা শুরু করেন। ভ্যালেনটাইনস ডে সর্বজনীন হয়ে ওঠে আরও পরে প্রায় ৪০০ খ্রিস্টাব্দের দিকে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় ফুলের দোকানগুলোতে তরুণ-তরুণীদের ভিড়

আপলোড টাইম : ১১:০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮

আজ বিশ্ব ভালোবাসা দিবস, চুপকথা বলার দিন
ফেরদৌস ওয়াহিদ: আজ বিশ্ব ভালোবাসা দিবস। প্রেমে-ভালোবাসায় মাতোয়ারা হওয়ার দিন আজ। প্রকৃতির পালাবদলে কাল এসেছে বসন্ত, সেই ফাগুনের মাতাল হাওয়ায় আজ উদ্দাম ভেসে যাবে প্রেম পিয়াসী তরুণ-তরুণী, ভালোবাসার রঙে রঙিন হবে হৃদয়। মনের যতো বাসনা, যতো অব্যক্ত কথা ডালাপালা মেলে ছড়িয়ে পড়বে বসন্তের মধুর হাওয়ায়। প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে নিবেদন করবে মনের যতো কথা, জানাবে ভালোবাসা। আজ চুপকথা শুনবার ও শোনানোর দিন। আজ কারো কারো চুপকথাগুলো হয়ে যাবে রূপকথা। সারাজীবন মনে রাখার মতো গল্প। তবে শুধু তরুণ-তরুণী শুধু নয়, আজ সব বয়সের মানুষের ভালোবাসার বহুমাত্রিক রূপ প্রকাশের আনুষ্ঠানিক দিন আজ। এ ভালোবাসা যেমন মা-বাবার প্রতি সন্তানের, তেমনি মানুষে-মানুষে ভালোবাসাবাসির দিনও এটি।ভালোবাসা দিবসে পরষ্পর পরস্পরের মাঝে নিবেদন করবে মনের যতো কথা, জানাবে ভালোবাসা।
ভালোবাসা দিবস পালনে চুয়াডাঙ্গা শহরের ফুলের দোকানগুলো এখন জমজমাট। প্রিয়জনকে ফুল দিয়ে ভালোবাসার প্রকাশ ঘটাতে ফুলের দোকানগুলোতে তরুণ-তরুণীদের উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়। গতকাল মঙ্গলবার রাতে শহরের পোস্ট অফিসের সামনে ভ্রাম্যমান ফুলের দোকানগুলোতে ঘুরে এ দৃশ্য লক্ষ্য করা যায়। ফুল কিনতে আসা এক যুবকের সাথে কথা বললে সে জানায়, ভালোবাসা দিবসে প্রিয়জনকে ফুল দিয়ে ভালোবাসা প্রকাশের জন্য সে ফুল কিনতে এসেছে। ভালোবাসা শুধু তরুণ-তরুণীদের মাঝে নয়। সব বয়সের সকল সম্পর্কের মানুষের জন্যই ভালোবাসা দিবস। সে তার মা’কে ফুল দিয়ে ভালোবাসার প্রকাশ ঘটাবে বলে জানায়। এক ফুল বিক্রেতার সাথে কথা বললে তিনি জানান, ভালোবাসার দিবস উপলক্ষে দুই-তিনদিন আহেগ থেকেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তাদের কাছে যথেষ্ট পরিমাণ ফুল মজুদ আছে। দিবসটির আগের দিন থেকেই ক্রেতারা ফুল কিনতে আসছে। তবে তরুণ-তরুণীরা বেশি ফুল কিনতে আসছে বলেও জানান তিনি।
ইতিহাসবিদদের মতে, দু’টি প্রাচীন রোমান প্রথা থেকে এ উৎসবের সূত্রপাত। এক খ্রিস্টান পাদ্রি ও চিকিৎসক ফাদার সেন্ট ভ্যালেনটাইনের নামানুসারে দিনটির নাম ‘ভ্যালেনটাইনস ডে’ করা হয়। ২৭০ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি খ্রিস্টানবিরোধী রোমান স¯্রাট গথিকাস আহত সেনাদের চিকিৎসার অপরাধে সেইন্ট ভ্যালেনটাইনকে মৃত্যুদ- দেন। মৃত্যুর আগে ফাদার ভ্যালেনটাইন তার আদরের একমাত্র মেয়েকে একটি ছোট্ট চিঠি লেখেন, যেখানে তিনি নাম সই করেছিলেন ‘ফ্রম ইউর ভ্যালেনটাইন’। সেন্ট ভ্যালেনটাইনের মেয়ে এবং তার প্রেমিক মিলে পরের বছর থেকে বাবার মৃত্যুর দিনটিকে ভ্যালেনটাইনস ডে হিসেবে পালন করা শুরু করেন। ভ্যালেনটাইনস ডে সর্বজনীন হয়ে ওঠে আরও পরে প্রায় ৪০০ খ্রিস্টাব্দের দিকে।