ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী ব্যক্তিদের মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
  • / ১১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ডাউন সিনন্ড্রোম প্রতিবন্ধী ব্যক্তিদের মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। লাফ প্রকল্পের আওতায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে এল এফ ও ডিআরআরএ’র সহযোগিতায় গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলনকক্ষে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা হয়। প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কার্ডিওলজি কনসালট্যান্ট ডা. আবুল হোসন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সহ-সমন্বয়কারী আসাদুজ্জামান। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান ও ভাই। তারাও যে আমাদের সমাজের একজন সদস্য, সেটা মনে করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিরা কীভাবে ভালো থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।’ মেডিকেল ক্যাম্পে ৫০ জন রোগীকে চিকিৎসা, ওষুধ ও সব ধরনের পরীক্ষাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী ব্যক্তিদের মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

আপলোড টাইম : ১০:০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ডাউন সিনন্ড্রোম প্রতিবন্ধী ব্যক্তিদের মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। লাফ প্রকল্পের আওতায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে এল এফ ও ডিআরআরএ’র সহযোগিতায় গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলনকক্ষে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা হয়। প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কার্ডিওলজি কনসালট্যান্ট ডা. আবুল হোসন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সহ-সমন্বয়কারী আসাদুজ্জামান। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান ও ভাই। তারাও যে আমাদের সমাজের একজন সদস্য, সেটা মনে করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিরা কীভাবে ভালো থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।’ মেডিকেল ক্যাম্পে ৫০ জন রোগীকে চিকিৎসা, ওষুধ ও সব ধরনের পরীক্ষাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হয়।