ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় প্রণোদনার সার পেলেন ২ হাজার ৭ শ কৃষক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
  • / ১৫৩ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলায় উচ্চফলনশীল আউস ধান বৃদ্ধির লক্ষ্যে চলতি অর্থবছরে ২টি কর্মসূচির আওতায় ২ হাজার ৭ শ জন কৃষক ও ১৫ জন পেঁয়াজ চাষিকে সরকারি প্রণোদনায় বীজ ও সার দেওয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আলী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার কৃষকদের মধ্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তালহা জুবাইর মাসরুর ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান। সেখানে আরও উপস্থিত ছিলেন আলুকদিয়া ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দীন বিশ্বাস ও সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রথম পর্যায়ে ১ হাজার ২ শ জন ও দ্বিতীয় পর্যয়ে ১ হাজার ৫ শ জন কৃষককে প্রণোদনা হিসেবে বিঘা প্রতি উচ্চফলনশীল জাতের ধান বীজ ৫ কেজি, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ১৫ জন পেঁয়াজ চাষিকে ২ শ গ্রাম করে পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। তা ছাড়া বাড়ির আঙিনায় বিভিন্ন প্রজাতির ফল-সবাজি উৎপাদনের জন্য জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার একই ইউনিয়নের মনিরামপুর কৃষাণী উন্নয়ন সংঘের ৩ হাজার কৃষাণীর মধ্যে ৭ প্রজাতির বীজ বিতরণ উদ্বোধন করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় প্রণোদনার সার পেলেন ২ হাজার ৭ শ কৃষক

আপলোড টাইম : ০৮:১০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলায় উচ্চফলনশীল আউস ধান বৃদ্ধির লক্ষ্যে চলতি অর্থবছরে ২টি কর্মসূচির আওতায় ২ হাজার ৭ শ জন কৃষক ও ১৫ জন পেঁয়াজ চাষিকে সরকারি প্রণোদনায় বীজ ও সার দেওয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আলী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার কৃষকদের মধ্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তালহা জুবাইর মাসরুর ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান। সেখানে আরও উপস্থিত ছিলেন আলুকদিয়া ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দীন বিশ্বাস ও সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রথম পর্যায়ে ১ হাজার ২ শ জন ও দ্বিতীয় পর্যয়ে ১ হাজার ৫ শ জন কৃষককে প্রণোদনা হিসেবে বিঘা প্রতি উচ্চফলনশীল জাতের ধান বীজ ৫ কেজি, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ১৫ জন পেঁয়াজ চাষিকে ২ শ গ্রাম করে পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। তা ছাড়া বাড়ির আঙিনায় বিভিন্ন প্রজাতির ফল-সবাজি উৎপাদনের জন্য জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার একই ইউনিয়নের মনিরামপুর কৃষাণী উন্নয়ন সংঘের ৩ হাজার কৃষাণীর মধ্যে ৭ প্রজাতির বীজ বিতরণ উদ্বোধন করেন।