ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় প্যাথেডিনসহ দুজন গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
  • / ২০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে প্যাথেডিন ইনজেকশনসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বড় মসজিদপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন হারুন উর রশিদ ওরফে হারু (৪২) ও জহুরুল (৩৮)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ি পুলিশ জানতে পারে, বড় মসজিদপাড়া এলাকায় প্যাথেডিন ইনজেকশন নিয়ে দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। এমন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার মৃত দুলাল ম-লের ছেলে হারুন উর রশিদ ওরফে হারু ও সাতগাড়ি এলাকার জুলমতের ছেলে জহুরুলকে আটক করেন। এ সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের শরীর তল্লাশি করে ১০ অ্যাম্পুল প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করে পুলিশ। পরে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। একই সঙ্গে উদ্ধার হওয়া মাদকসহ তাঁদের সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাঁদের আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছে থানার পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় প্যাথেডিনসহ দুজন গ্রেপ্তার

আপলোড টাইম : ১০:১৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে প্যাথেডিন ইনজেকশনসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বড় মসজিদপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন হারুন উর রশিদ ওরফে হারু (৪২) ও জহুরুল (৩৮)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ি পুলিশ জানতে পারে, বড় মসজিদপাড়া এলাকায় প্যাথেডিন ইনজেকশন নিয়ে দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। এমন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার মৃত দুলাল ম-লের ছেলে হারুন উর রশিদ ওরফে হারু ও সাতগাড়ি এলাকার জুলমতের ছেলে জহুরুলকে আটক করেন। এ সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের শরীর তল্লাশি করে ১০ অ্যাম্পুল প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করে পুলিশ। পরে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। একই সঙ্গে উদ্ধার হওয়া মাদকসহ তাঁদের সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাঁদের আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছে থানার পুলিশ।