ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে আটক-৪১ : মাদক ও চোরাচালান বিরোধী ডিবি’র অভিযান : বিপুল পরিমাণ ভারতীয় মালামাল উদ্ধার : মাদকদ্রব্যসহ আটক- ৩

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:৩৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০১৭
  • / ৩৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ অভিযানে গতকাল ৪১জন আসামী আটকের খবর পাওয়া গেছে। জেলার চারটি থানা চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর থানা পুলিশের অভিযানে জিআর/সিআর, সাজা পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলার আসামী ও জঙ্গী গ্রেফতার, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ পুলিশি অভিযানে ৪১ জন আসামী আটক হয়।
এদিকে জেলা গোয়েন্দা শাখার মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে গতকাল জেলার বিভিন্ন স্থান থেকে প্যাথেডিন, ইয়াবা, গাঁজাসহ ৩জন আসামী ও দর্শনা আন্তজার্তিক রেল স্টেশনে মৈত্রী ট্রেনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, থ্রি-পিস ও জুতা-স্যান্ডেল উদ্ধার করে।
জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জীবননগর উপজেলার লক্ষীপুর বাজার এলাকা থেকে ওই এলাকার শাহজাহান দেওয়ানের ছেলে ফজলু (৩৫) কে আটক করে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক আশরাফ আলী। এ সময় ফজলুর কাছ থেকে ২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এদিকে রাত সাড়ে ৮টার দিকে ১০০ গ্রাম গাঁজাসহ আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর গ্রামের আবুল হোসেনের ছেলে হানিফ মন্ডল (৩৬) কে আটক করে জেলা গোয়েন্দা সংস্থার উপ-পরিদর্শক জগদীশ। তাকে আটক করা হয় চুয়াডাঙ্গা- মেহেরপুর মহাসড়কের উপর থেকে। অপরদিকে রাত ৯টার দিকে জেলা সদরের বুজরুকগড়গড়ি এলাকার একটি মেহগনি বাগানে অভিযান চালিয়ে ১০ এ্যাম্পুল প্যাথেডিন ইনজেকশনসহ শান্তিপাড়ার রুহুল আমিনের ছেলে সুরুজ আলী (২৭) কে আটক করে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মুহিতুর রহমান মুহিত। আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গতকালই সদর থানায় হস্তান্তর করা হয়।
এদিন বেলা ১২টার সময় দর্শনা কাস্টমস বিভাগের সহায়তায় ভারত থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯৬০পিস ভারতীয় শাড়ী, ২০০টি থ্রিপিস ও ৭০ জোড়া জুতা-স্যান্ডেল উদ্ধার করা হয়।
এদিকে আলমডাঙ্গা অফিস জানায়, আলমডাঙ্গার গোবিন্দপুর হরিতলা থেকে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জানা গেছে, আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের আব্দুল গনির ছেলে শহিদুল ওরফে সবদুল এলাকায় বেশ কিছুদিন ধরে গাাঁজার ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে এসআই ইকরামুল হক তাকে গোবিন্দপুর হরিতলায় গাঁজা বিক্রিকালে হাতে নাতে আটক করে। এ সময় তার কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে আটক-৪১ : মাদক ও চোরাচালান বিরোধী ডিবি’র অভিযান : বিপুল পরিমাণ ভারতীয় মালামাল উদ্ধার : মাদকদ্রব্যসহ আটক- ৩

আপলোড টাইম : ০৬:৩৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০১৭

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ অভিযানে গতকাল ৪১জন আসামী আটকের খবর পাওয়া গেছে। জেলার চারটি থানা চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর থানা পুলিশের অভিযানে জিআর/সিআর, সাজা পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলার আসামী ও জঙ্গী গ্রেফতার, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ পুলিশি অভিযানে ৪১ জন আসামী আটক হয়।
এদিকে জেলা গোয়েন্দা শাখার মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে গতকাল জেলার বিভিন্ন স্থান থেকে প্যাথেডিন, ইয়াবা, গাঁজাসহ ৩জন আসামী ও দর্শনা আন্তজার্তিক রেল স্টেশনে মৈত্রী ট্রেনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, থ্রি-পিস ও জুতা-স্যান্ডেল উদ্ধার করে।
জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জীবননগর উপজেলার লক্ষীপুর বাজার এলাকা থেকে ওই এলাকার শাহজাহান দেওয়ানের ছেলে ফজলু (৩৫) কে আটক করে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক আশরাফ আলী। এ সময় ফজলুর কাছ থেকে ২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এদিকে রাত সাড়ে ৮টার দিকে ১০০ গ্রাম গাঁজাসহ আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর গ্রামের আবুল হোসেনের ছেলে হানিফ মন্ডল (৩৬) কে আটক করে জেলা গোয়েন্দা সংস্থার উপ-পরিদর্শক জগদীশ। তাকে আটক করা হয় চুয়াডাঙ্গা- মেহেরপুর মহাসড়কের উপর থেকে। অপরদিকে রাত ৯টার দিকে জেলা সদরের বুজরুকগড়গড়ি এলাকার একটি মেহগনি বাগানে অভিযান চালিয়ে ১০ এ্যাম্পুল প্যাথেডিন ইনজেকশনসহ শান্তিপাড়ার রুহুল আমিনের ছেলে সুরুজ আলী (২৭) কে আটক করে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মুহিতুর রহমান মুহিত। আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গতকালই সদর থানায় হস্তান্তর করা হয়।
এদিন বেলা ১২টার সময় দর্শনা কাস্টমস বিভাগের সহায়তায় ভারত থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯৬০পিস ভারতীয় শাড়ী, ২০০টি থ্রিপিস ও ৭০ জোড়া জুতা-স্যান্ডেল উদ্ধার করা হয়।
এদিকে আলমডাঙ্গা অফিস জানায়, আলমডাঙ্গার গোবিন্দপুর হরিতলা থেকে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জানা গেছে, আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের আব্দুল গনির ছেলে শহিদুল ওরফে সবদুল এলাকায় বেশ কিছুদিন ধরে গাাঁজার ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে এসআই ইকরামুল হক তাকে গোবিন্দপুর হরিতলায় গাঁজা বিক্রিকালে হাতে নাতে আটক করে। এ সময় তার কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।