ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় পিতার দায়ের করা মামলায় ছেলে আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭
  • / ৪১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সাতগাড়িতে বাপের মামলায় ছেলে শ্যালটনকে আটক করেছে পুলিশ। গতকাল রাত ৮ টার দিকে সদর ফাড়ি পুলিশ আটক করে। শ্যালটন চুয়াডাঙ্গা সাতগাড়ি গ্রামের ইদ্রিসের ছেলে। জানা গেছে, গতকালকে কোর্টে পারিবারিক কোন এক বিষয়ে শ্যালটনের বাবা মামলা করে ওয়ারেন্ট বের করে। পরে রাতে সদর ফাড়ি পুলিশ তার বাড়ি থেকে আটক করে। আটকের পরে শ্যালটনের ছোট ভাই পল্টনের বিরুদ্ধে শ্যালটনের বাড়ির তালা ভাংগে আসবাবপত্র নিজ বাড়ি নেয়। খবর পেয়ে সদর ফাড়ির পুলিশ মালামাল উদ্ধার করে শ্যালটনের বাড়ি ফিরিয়ে দেয়। সদর ফাড়ির ইনচার্জ বলেন, তাদের বাব-মার কোন মিল নাই। মিল করার জন্য পল্টম তার ভাই শ্যালটনের বাড়ির মালামাল নিয়ে গিয়েছিল। পরে আমরা এসে ফিরিয়ে নিয়। সদর থানার অফিসার ইনচার্জ বলেন, শ্যালটন নিয়মিত মামলায় আটক করা হয়েছে। তবে মালামালের বিষয়টি বলেন, আমি পুলিশ পাঠিয়েছিলাম। তবে এমন কোন ঘটনা ঘটেনি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় পিতার দায়ের করা মামলায় ছেলে আটক

আপলোড টাইম : ১০:২৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সাতগাড়িতে বাপের মামলায় ছেলে শ্যালটনকে আটক করেছে পুলিশ। গতকাল রাত ৮ টার দিকে সদর ফাড়ি পুলিশ আটক করে। শ্যালটন চুয়াডাঙ্গা সাতগাড়ি গ্রামের ইদ্রিসের ছেলে। জানা গেছে, গতকালকে কোর্টে পারিবারিক কোন এক বিষয়ে শ্যালটনের বাবা মামলা করে ওয়ারেন্ট বের করে। পরে রাতে সদর ফাড়ি পুলিশ তার বাড়ি থেকে আটক করে। আটকের পরে শ্যালটনের ছোট ভাই পল্টনের বিরুদ্ধে শ্যালটনের বাড়ির তালা ভাংগে আসবাবপত্র নিজ বাড়ি নেয়। খবর পেয়ে সদর ফাড়ির পুলিশ মালামাল উদ্ধার করে শ্যালটনের বাড়ি ফিরিয়ে দেয়। সদর ফাড়ির ইনচার্জ বলেন, তাদের বাব-মার কোন মিল নাই। মিল করার জন্য পল্টম তার ভাই শ্যালটনের বাড়ির মালামাল নিয়ে গিয়েছিল। পরে আমরা এসে ফিরিয়ে নিয়। সদর থানার অফিসার ইনচার্জ বলেন, শ্যালটন নিয়মিত মামলায় আটক করা হয়েছে। তবে মালামালের বিষয়টি বলেন, আমি পুলিশ পাঠিয়েছিলাম। তবে এমন কোন ঘটনা ঘটেনি।