ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় পাঁচ দফা দাবিতে স্বাশিপ’র শিক্ষক সমাবেশে হুইপ ছেলুন কোয়ানটিটি নয়, কোয়ালিটি চাই

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:১৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০১৭
  • / ৪১৭ বার পড়া হয়েছে

chuadanga teacher pic-26-05-17 (1)

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ৫ দফা দাবীতে চুয়াডাঙ্গায় স্বাশিপে’র শিক্ষক-কর্মচারী সমাবেশে জাতীয় সংসদদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন-এমপি বলেছেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলতে একজন ভাল শিক্ষকের বিকল্প নেই। একজন শিক্ষকই পারে তার ছাত্রকে সু-শিক্ষা দিতে। তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কোয়ানটিটি নয়, কোয়ালিটি চাই। এছাড়াও তিনি আন্দোলনরত শিক্ষকদের ৫ দফা দাবী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলে আশ্বাস দেন।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বাধীনতা শিক্ষক পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে শিক্ষক-কর্মচারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ছেলুন উপরোক্ত কথা বলেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে শিক্ষক-কর্মচারীদের ৫দফা দাবি নিয়ে বক্তব্য রাখেন স্বাশিপ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহাজান আলম সাজু। উপস্থাপিত ৫দফা দাবির মধ্যে- শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, ৫% বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বৈশাখী ভাতা ও নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তি উল্লেখযোগ্য।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজী আলী আজগার টগর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা আঞ্চলিক পরিচালক টিএম জাকির হোসেন, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন স্বাশিপ জেলা শাখার সদস্য সচিব মো. রাশিদুল ইসলাম। এ ছাড়াও বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদের জীবননগর উপজেলা শাখার সাইদুর রহমান, দামুড়হুদা উপজেলা শাখার মোমিনুল হক, চুয়াডাঙ্গা সদরের আনোয়ার হোসেন, আলমডাঙ্গা উপজেলা শাখার ইয়াকুব আলী, ননএমপিও শিক্ষক প্রতিনিধি ওসমান গণি, মাহবুল ইসলাম সেলিম প্রমূখ।
স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত শিক্ষক-কর্মচারী সমাবেশে জেলার চরাটি উপজেলা ও পৌরসভাধীন সকল আধা-সরকারি, ননএমপিও, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় পাঁচ দফা দাবিতে স্বাশিপ’র শিক্ষক সমাবেশে হুইপ ছেলুন কোয়ানটিটি নয়, কোয়ালিটি চাই

আপলোড টাইম : ০৫:১৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০১৭

chuadanga teacher pic-26-05-17 (1)

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ৫ দফা দাবীতে চুয়াডাঙ্গায় স্বাশিপে’র শিক্ষক-কর্মচারী সমাবেশে জাতীয় সংসদদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন-এমপি বলেছেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলতে একজন ভাল শিক্ষকের বিকল্প নেই। একজন শিক্ষকই পারে তার ছাত্রকে সু-শিক্ষা দিতে। তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কোয়ানটিটি নয়, কোয়ালিটি চাই। এছাড়াও তিনি আন্দোলনরত শিক্ষকদের ৫ দফা দাবী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলে আশ্বাস দেন।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বাধীনতা শিক্ষক পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে শিক্ষক-কর্মচারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ছেলুন উপরোক্ত কথা বলেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে শিক্ষক-কর্মচারীদের ৫দফা দাবি নিয়ে বক্তব্য রাখেন স্বাশিপ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহাজান আলম সাজু। উপস্থাপিত ৫দফা দাবির মধ্যে- শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, ৫% বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বৈশাখী ভাতা ও নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তি উল্লেখযোগ্য।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজী আলী আজগার টগর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা আঞ্চলিক পরিচালক টিএম জাকির হোসেন, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন স্বাশিপ জেলা শাখার সদস্য সচিব মো. রাশিদুল ইসলাম। এ ছাড়াও বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদের জীবননগর উপজেলা শাখার সাইদুর রহমান, দামুড়হুদা উপজেলা শাখার মোমিনুল হক, চুয়াডাঙ্গা সদরের আনোয়ার হোসেন, আলমডাঙ্গা উপজেলা শাখার ইয়াকুব আলী, ননএমপিও শিক্ষক প্রতিনিধি ওসমান গণি, মাহবুল ইসলাম সেলিম প্রমূখ।
স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত শিক্ষক-কর্মচারী সমাবেশে জেলার চরাটি উপজেলা ও পৌরসভাধীন সকল আধা-সরকারি, ননএমপিও, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।