ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ন্যাশনাল হেল্পডেস্ক’র কার্যক্রম প্রচার শীর্ষক কর্মশালা : ৯৯৯ ডায়াল করলেই পাওয়া যাবে জরুরি সেবা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৩১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭
  • / ৩১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জরুরি প্রয়োজনে ৯৯৯ ডায়াল করলেই তাৎক্ষণিক সহায়তা পাওয়া যাবে। বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও যেকোন মোবাইল ফোন থেকে ডায়াল করে পাওয়া যাবে জরুরি সেবা। ৯৯৯ নম্বরে ন্যাশনাল হেল্প ডেস্ক সেবা চালু করা হয়েছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ পরিচালিত একটি পাইলট কর্মসূচির আওতায় এ সেবা পরীক্ষামূলক কাঠামোর মাধ্যমে নাগরিকদের জরুরি প্রয়োজনে পুলিশ, ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স সার্ভিস প্রদানের জন্য চালু হয়েছে। বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বেসরকারি প্রতিষ্ঠান প্লাস ওয়ানের সেবাগুলোর সমন্বয়ে এ কার্যক্রম পরিচালিত হবে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ন্যাশনাল হেল্পডেস্ক’র কার্যক্রম প্রচারে কমিউনিটি নিরাপত্তা সচেতনতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে হেল্প অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। তিনি বলেন, বাংলাদেশের জনগণ যেকোন মোবাইল নম্বর থেকে ৯৯৯ নম্বরে সম্পূর্ণ টোল ফ্রি কল করে ফায়ার সার্ভিস, পুলিশী সাহায্য ও এ্যাম্বুলেন্স সেবাসহ গুরুত্বপূর্ণ জরুরি সেবা ভোগ করতে পারবে। ৯৯৯ সার্ভিসের প্রশিক্ষিত প্রতিনিধিরা জরুরি মুহূর্তে মানুষের প্রয়োজন অনুযায়ী সেবাগুলো প্রদানকারীর সাথে যোগাযোগ করিয়ে দেবেন। এ জরুরি সেবার পরিধি শুধুমাত্র কণ্ঠকলের মধ্যে সীমাবদ্ধ না রেখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর আধুনিক মাধ্যমগুলোকেও ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। এই সার্ভিসের জন্য রয়েছে একটি সুবিশাল তথ্য ভা-ার সম্বলিত মোবাইল অ্যাপস্‌ ও ওয়েবসাইট। যা ব্যবহার করে জরুরি মুহূর্তে সহযোগিতা খুঁজে পাওয়ার উপরই শুধু নয়, বরং অন্যান্য বিষয়েও একজন নাগরিক কিভাবে সরকারি সেবা পেতে পারেন সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) আনজুমান আরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জসিম উদদীন, দামুড়হুদা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. কলিমুল্লাহ প্রমূখ। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ কর্মকর্তা-কর্মচারি এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় ন্যাশনাল হেল্পডেস্ক’র কার্যক্রম প্রচার শীর্ষক কর্মশালা : ৯৯৯ ডায়াল করলেই পাওয়া যাবে জরুরি সেবা

আপলোড টাইম : ০৪:৩১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭

নিজস্ব প্রতিবেদক: জরুরি প্রয়োজনে ৯৯৯ ডায়াল করলেই তাৎক্ষণিক সহায়তা পাওয়া যাবে। বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও যেকোন মোবাইল ফোন থেকে ডায়াল করে পাওয়া যাবে জরুরি সেবা। ৯৯৯ নম্বরে ন্যাশনাল হেল্প ডেস্ক সেবা চালু করা হয়েছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ পরিচালিত একটি পাইলট কর্মসূচির আওতায় এ সেবা পরীক্ষামূলক কাঠামোর মাধ্যমে নাগরিকদের জরুরি প্রয়োজনে পুলিশ, ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স সার্ভিস প্রদানের জন্য চালু হয়েছে। বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বেসরকারি প্রতিষ্ঠান প্লাস ওয়ানের সেবাগুলোর সমন্বয়ে এ কার্যক্রম পরিচালিত হবে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ন্যাশনাল হেল্পডেস্ক’র কার্যক্রম প্রচারে কমিউনিটি নিরাপত্তা সচেতনতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে হেল্প অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। তিনি বলেন, বাংলাদেশের জনগণ যেকোন মোবাইল নম্বর থেকে ৯৯৯ নম্বরে সম্পূর্ণ টোল ফ্রি কল করে ফায়ার সার্ভিস, পুলিশী সাহায্য ও এ্যাম্বুলেন্স সেবাসহ গুরুত্বপূর্ণ জরুরি সেবা ভোগ করতে পারবে। ৯৯৯ সার্ভিসের প্রশিক্ষিত প্রতিনিধিরা জরুরি মুহূর্তে মানুষের প্রয়োজন অনুযায়ী সেবাগুলো প্রদানকারীর সাথে যোগাযোগ করিয়ে দেবেন। এ জরুরি সেবার পরিধি শুধুমাত্র কণ্ঠকলের মধ্যে সীমাবদ্ধ না রেখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর আধুনিক মাধ্যমগুলোকেও ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। এই সার্ভিসের জন্য রয়েছে একটি সুবিশাল তথ্য ভা-ার সম্বলিত মোবাইল অ্যাপস্‌ ও ওয়েবসাইট। যা ব্যবহার করে জরুরি মুহূর্তে সহযোগিতা খুঁজে পাওয়ার উপরই শুধু নয়, বরং অন্যান্য বিষয়েও একজন নাগরিক কিভাবে সরকারি সেবা পেতে পারেন সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) আনজুমান আরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জসিম উদদীন, দামুড়হুদা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. কলিমুল্লাহ প্রমূখ। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ কর্মকর্তা-কর্মচারি এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।