ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় নারী ও শিশু নির্যাতনের মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮
  • / ৩১২ বার পড়া হয়েছে

বসতবাড়ী ভাংচুর ও লুটপাটের অভিযোগ : আবারো মামলা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৌর এলাকার মুসলিমপাড়ায় নারী ও শিশু নির্যাতনের মামলার বাদীকে হুমকি-বসতবাড়ি ভাংচুরসহ লুটপাটের ঘটনা ঘটেছে৷ গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের মুসলিমপাড়ার মামলার বাদী হায়াত আলীর বাড়ি ভাংচুর করে দূর্বৃত্তরা। তবে এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় হায়াত আলীর স্ত্রী মুসলিমা খাতুন বাদী হয়ে আবারো একটি মামলা দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা মুসলিমপাড়ার বসবাসকারি নিউ মার্কেটের চা’দোকানি হায়াতের নাবালিকা মেয়েকে গত ৮ মাস আগে একই এলাকা নজরুলের ছেলে মারুফ (২৫) অপহরণ করে। পরে অনেক খোঁজাখুজির পর না পেয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ করেন মেয়ের পরিবার। এ ঘটনার নারী ও শিশু নির্যাতনের একটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে৷ যার মামলা নং ৮৬/১৮ এবং জিআর-৪৩১/১৮। এরপর থেকে আসামীগণ প্রতিনিয়ত বাদীপক্ষকে হুমকি-ধামকি ও প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে আসছে৷ মামলার অভিযোগ সুত্রে আরো জানা গেছে, এ ঘটনায় গতকাল বেলা ১২টার দিকে একই এলাকার রশিদ উদ্দিনের ছেলে নজরুল হোসেন (৪৫), তার ছেলে মারুফ (২৫), মৃত ফকির চাঁনের ছেলে আনিছুর রহমান (৫০) ও শফি (৩৫), সুজার ছেলে ইমন (২২), পুটের ছেলে মোমিন (২২), রানার ছেলে শান্তি (২২) সহ একদল দূর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে হায়াতের বাড়িতে হামলা করে৷এসময় ধারালো অস্ত্র দিয়ে বাড়ির টিনে কোপ মারে এবং বাড়ির আসবাবপত্রের ব্যাপক ভাংচুর করে। এছাড়া ঘরে থাকা নগদ ৬৩ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে উল্লেখ করা হয়েছে। এদিকে গত সোমবার বিজ্ঞ আদালত ভিকটিমকে ফরিদপুর শিশু সংশোধন সেলে পাঠায়। এ ঘটনায় গতকাল রাতেই হায়াত আলীর স্ত্রী বাদি হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় নারী ও শিশু নির্যাতনের মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি

আপলোড টাইম : ১১:১৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮

বসতবাড়ী ভাংচুর ও লুটপাটের অভিযোগ : আবারো মামলা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৌর এলাকার মুসলিমপাড়ায় নারী ও শিশু নির্যাতনের মামলার বাদীকে হুমকি-বসতবাড়ি ভাংচুরসহ লুটপাটের ঘটনা ঘটেছে৷ গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের মুসলিমপাড়ার মামলার বাদী হায়াত আলীর বাড়ি ভাংচুর করে দূর্বৃত্তরা। তবে এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় হায়াত আলীর স্ত্রী মুসলিমা খাতুন বাদী হয়ে আবারো একটি মামলা দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা মুসলিমপাড়ার বসবাসকারি নিউ মার্কেটের চা’দোকানি হায়াতের নাবালিকা মেয়েকে গত ৮ মাস আগে একই এলাকা নজরুলের ছেলে মারুফ (২৫) অপহরণ করে। পরে অনেক খোঁজাখুজির পর না পেয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ করেন মেয়ের পরিবার। এ ঘটনার নারী ও শিশু নির্যাতনের একটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে৷ যার মামলা নং ৮৬/১৮ এবং জিআর-৪৩১/১৮। এরপর থেকে আসামীগণ প্রতিনিয়ত বাদীপক্ষকে হুমকি-ধামকি ও প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে আসছে৷ মামলার অভিযোগ সুত্রে আরো জানা গেছে, এ ঘটনায় গতকাল বেলা ১২টার দিকে একই এলাকার রশিদ উদ্দিনের ছেলে নজরুল হোসেন (৪৫), তার ছেলে মারুফ (২৫), মৃত ফকির চাঁনের ছেলে আনিছুর রহমান (৫০) ও শফি (৩৫), সুজার ছেলে ইমন (২২), পুটের ছেলে মোমিন (২২), রানার ছেলে শান্তি (২২) সহ একদল দূর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে হায়াতের বাড়িতে হামলা করে৷এসময় ধারালো অস্ত্র দিয়ে বাড়ির টিনে কোপ মারে এবং বাড়ির আসবাবপত্রের ব্যাপক ভাংচুর করে। এছাড়া ঘরে থাকা নগদ ৬৩ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে উল্লেখ করা হয়েছে। এদিকে গত সোমবার বিজ্ঞ আদালত ভিকটিমকে ফরিদপুর শিশু সংশোধন সেলে পাঠায়। এ ঘটনায় গতকাল রাতেই হায়াত আলীর স্ত্রী বাদি হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন।