ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় নতুন ৮ জন করোনায় আক্রান্ত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
  • / ১৯৭ বার পড়া হয়েছে

২৪ ঘন্টায় দেশে আরও ১৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৮০
সমীকরণ প্রতিবেদন:
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৬৯৯ জন। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩৮০ জন। এনিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৯১ হাজার ৫৮৬ জন। করোনা শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। গত ৭ অক্টোবর থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬১১ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩৮০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট ২১ লাখ ৯২ হাজার ৩২৫ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৯১ হাজার ৫৮৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৮৬ শতাংশ। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪২ জন। দেশে এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৭ হাজার ১৪১ জন।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন করে আরও ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৯০ জনে। গতকাল মঙ্গলবার রাত ৮টায় জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য নিশ্চিত করে। গতকাল জেলায় নতুন ৩ জন সুস্থ হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১ হাজার ৩৮৫ জন।
জানা যায়, গত সোমবার করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ২৫টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গতকাল উক্ত নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। ২৫টি নমুনার মধ্যে ৮টি নমুনার ফলাফল পজিটিভ ও বাকী ১৭টি নমুনার ফলাফল নেগেটিভ।
গতকাল করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ সদর উপজেলা থেকে ৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৬ হাজার ৮৮টি, প্রাপ্ত ফলাফল ৫ হাজার ৯৫৬টি, পজিটিভ ১ হাজার ৪৯০টি, নেগেটিভ ৪ হাজার ৪৬৪টি। করোনায় এ জেলায় মৃত্যুবরণ করেছেন ৩৪জন। শেষখবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিল ৫৩জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিল ১৪জন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় নতুন ৮ জন করোনায় আক্রান্ত

আপলোড টাইম : ০৯:৩৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০

২৪ ঘন্টায় দেশে আরও ১৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৮০
সমীকরণ প্রতিবেদন:
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৬৯৯ জন। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩৮০ জন। এনিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৯১ হাজার ৫৮৬ জন। করোনা শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। গত ৭ অক্টোবর থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬১১ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩৮০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট ২১ লাখ ৯২ হাজার ৩২৫ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৯১ হাজার ৫৮৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৮৬ শতাংশ। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪২ জন। দেশে এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৭ হাজার ১৪১ জন।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন করে আরও ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৯০ জনে। গতকাল মঙ্গলবার রাত ৮টায় জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য নিশ্চিত করে। গতকাল জেলায় নতুন ৩ জন সুস্থ হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১ হাজার ৩৮৫ জন।
জানা যায়, গত সোমবার করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ২৫টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গতকাল উক্ত নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। ২৫টি নমুনার মধ্যে ৮টি নমুনার ফলাফল পজিটিভ ও বাকী ১৭টি নমুনার ফলাফল নেগেটিভ।
গতকাল করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ সদর উপজেলা থেকে ৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৬ হাজার ৮৮টি, প্রাপ্ত ফলাফল ৫ হাজার ৯৫৬টি, পজিটিভ ১ হাজার ৪৯০টি, নেগেটিভ ৪ হাজার ৪৬৪টি। করোনায় এ জেলায় মৃত্যুবরণ করেছেন ৩৪জন। শেষখবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিল ৫৩জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিল ১৪জন।