ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় নতুন চারজন করোনায় আক্রান্ত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
  • / ১২৭ বার পড়া হয়েছে

দেশে ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃতু, শনাক্ত ১৭৯৯
সমীকরণ প্রতিবেদন:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ১ হাজার ৭৯৯ জন রোগী শনাক্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৯২ হাজার ৩৩২ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৭ হাজার ৮৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ২৩ হাজার ৮৪৫ জন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ৮২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৬৯ শতাংশ। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ক্রমেই মহামারি আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম সংক্রমণ শনাক্তের কথা জানায় সরকার। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, টিকা না আসা পর্যন্ত সংক্রমণ প্রতিরোধের মূল উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। বিশেষ করে বাইরে বের হলে মুখ মাস্ক পরা শতভাগ নিশ্চিত করা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়ার বিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন আরও ৪জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬২৩ জন। গতকাল সোমবার রাত আটটায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। নতুন আক্রান্ত ৪ জনের মধ্যে সদর উপজেলার ২জন, আলমডাঙ্গার ১ জন ও জীবননগরের ১ জন রয়েছে। আক্রান্তদের মধ্যে ২জন পুরুষ ও ২ জন মহিলা। তাঁদের বয়স ২৬ থেকে ৪০ বছরের মধ্যে।
জানা যায়, গত রোববার জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য ৩২টি নমুনা নংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। গতকাল উক্ত ৩২টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে ৪টি নমুনার ফলাফল পজিটিভ ও বাকী ২৮টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। গতকাল চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে আরও ৪ জন সুস্থ হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৫১৩ জন। গতকাল করোনা পরীক্ষার জন্য জেলা স্বাস্থ্যবিভাগ চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ১৭টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৭ হাজার ১৭৮টি, প্রাপ্ত ফলাফল ৬ হাজার ৯৫১টি, পজিটিভ ১ হাজার ৬২৩টি, নেগেটিভ ৫ হাজার ৫৪৩টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে ছিলেন ৩৭ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ১১ জন। চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪২ জন। এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় নতুন চারজন করোনায় আক্রান্ত

আপলোড টাইম : ১০:২৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০

দেশে ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃতু, শনাক্ত ১৭৯৯
সমীকরণ প্রতিবেদন:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ১ হাজার ৭৯৯ জন রোগী শনাক্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৯২ হাজার ৩৩২ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৭ হাজার ৮৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ২৩ হাজার ৮৪৫ জন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ৮২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৬৯ শতাংশ। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ক্রমেই মহামারি আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম সংক্রমণ শনাক্তের কথা জানায় সরকার। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, টিকা না আসা পর্যন্ত সংক্রমণ প্রতিরোধের মূল উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। বিশেষ করে বাইরে বের হলে মুখ মাস্ক পরা শতভাগ নিশ্চিত করা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়ার বিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন আরও ৪জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬২৩ জন। গতকাল সোমবার রাত আটটায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। নতুন আক্রান্ত ৪ জনের মধ্যে সদর উপজেলার ২জন, আলমডাঙ্গার ১ জন ও জীবননগরের ১ জন রয়েছে। আক্রান্তদের মধ্যে ২জন পুরুষ ও ২ জন মহিলা। তাঁদের বয়স ২৬ থেকে ৪০ বছরের মধ্যে।
জানা যায়, গত রোববার জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য ৩২টি নমুনা নংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। গতকাল উক্ত ৩২টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে ৪টি নমুনার ফলাফল পজিটিভ ও বাকী ২৮টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। গতকাল চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে আরও ৪ জন সুস্থ হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৫১৩ জন। গতকাল করোনা পরীক্ষার জন্য জেলা স্বাস্থ্যবিভাগ চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ১৭টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৭ হাজার ১৭৮টি, প্রাপ্ত ফলাফল ৬ হাজার ৯৫১টি, পজিটিভ ১ হাজার ৬২৩টি, নেগেটিভ ৫ হাজার ৫৪৩টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে ছিলেন ৩৭ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ১১ জন। চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪২ জন। এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।