ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় দুইদিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের লক্ষ্যে সংবাদ সম্মেলন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮
  • / ৩৮৬ বার পড়া হয়েছে

জনকল্যাণমূলক কর্মকাণ্ডের তথ্যচিত্র প্রদর্শিত হবে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আগামী ২০ ও ২১ জুলাই সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল বুধবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জিয়াউদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসীম উদ্দীন।
লিখিত বক্তব্যে উৎসব সম্পর্কে বিস্তারিত তথ্য জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ আহমেদ। তিনি বলেন, সাংস্কৃতিক উৎসবে রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক গান, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, একক অভিনয়, পল্লী গীতি, লালনগীতি, আঞ্চলিক গান, জারি-সারি, মুর্শিদী গানসহ সরকারের জনকল্যাণমূলক কর্মকা-ের ওপর নির্মিত বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শিত হবে। কর্মসূচি অনুযায়ী ২০ জুলাই বিকাল সাড়ে ৪টায় জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হবে। বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে উৎসবের উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা সদর ও উপজেলা থেকে নির্বাচিত শিল্পীরা অংশগ্রহণ করবেন। ২১ জুলাই সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের মাঝে প্রশংসাপত্র বিতরণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় দুইদিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের লক্ষ্যে সংবাদ সম্মেলন

আপলোড টাইম : ১০:০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮

জনকল্যাণমূলক কর্মকাণ্ডের তথ্যচিত্র প্রদর্শিত হবে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আগামী ২০ ও ২১ জুলাই সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল বুধবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জিয়াউদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসীম উদ্দীন।
লিখিত বক্তব্যে উৎসব সম্পর্কে বিস্তারিত তথ্য জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ আহমেদ। তিনি বলেন, সাংস্কৃতিক উৎসবে রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক গান, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, একক অভিনয়, পল্লী গীতি, লালনগীতি, আঞ্চলিক গান, জারি-সারি, মুর্শিদী গানসহ সরকারের জনকল্যাণমূলক কর্মকা-ের ওপর নির্মিত বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শিত হবে। কর্মসূচি অনুযায়ী ২০ জুলাই বিকাল সাড়ে ৪টায় জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হবে। বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে উৎসবের উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা সদর ও উপজেলা থেকে নির্বাচিত শিল্পীরা অংশগ্রহণ করবেন। ২১ জুলাই সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের মাঝে প্রশংসাপত্র বিতরণ করা হবে।