ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২০ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলনকক্ষে এ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো অব্যাহত রাখায় বর্তমানে ভিটামিন ‘এ’-এর অভাবজনিত রাতকানা রোগের হার শতকরা ১ ভাগের নিচে রয়েছে। করোনা মহামারির কারণে এবার অনুকূল পরিবেশ না থাকায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এই ক্যাম্পেইন সফল করতে হবে। খেয়াল রাখতে হবে কোনো শিশু যেনো বাদ না পড়ে।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, ভিটামিন এ প্লাসের অভাবে অন্তঃসত্ত্বা মা ও শিশু উভয়ই রাতকানা, দীর্ঘ মেয়াদী ডায়রিয়া, হামসহ নানা ধরনের রোগে আক্রান্ত হতে পারে। সবুজ শাক-সবজি ও হলুদ ফলমূলে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ থাকে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ২ সপ্তাহব্যাপী ৬ মাস বয়স থেকে ১১ মাস বয়সী শিশু ও ১ বছর বয়স থেকে ৫ বছর বয়স পর্যন্ত ১ লাখ ৩৮ হাজার ৬৪৯ জন শিশুকে ৮৯১টি আউটরিচ কেন্দ্রের মাধ্যমে শিশুদেরকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান ও ব্যবস্থাপক জাতীয় পুষ্টি সেবা অধিদপ্তর ডা. রঞ্জিত কুমার বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দীন আহম্মেদ এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির। অনুষ্ঠানে ডা. আওলিয়ার রহমান আলোকচিত্র প্রেজেন্টশনের মাধ্যমে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুলের বিভিন্ন উপকারিতা ব্যাখ্যা করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

আপলোড টাইম : ০৯:১৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২০ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলনকক্ষে এ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো অব্যাহত রাখায় বর্তমানে ভিটামিন ‘এ’-এর অভাবজনিত রাতকানা রোগের হার শতকরা ১ ভাগের নিচে রয়েছে। করোনা মহামারির কারণে এবার অনুকূল পরিবেশ না থাকায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এই ক্যাম্পেইন সফল করতে হবে। খেয়াল রাখতে হবে কোনো শিশু যেনো বাদ না পড়ে।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, ভিটামিন এ প্লাসের অভাবে অন্তঃসত্ত্বা মা ও শিশু উভয়ই রাতকানা, দীর্ঘ মেয়াদী ডায়রিয়া, হামসহ নানা ধরনের রোগে আক্রান্ত হতে পারে। সবুজ শাক-সবজি ও হলুদ ফলমূলে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ থাকে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ২ সপ্তাহব্যাপী ৬ মাস বয়স থেকে ১১ মাস বয়সী শিশু ও ১ বছর বয়স থেকে ৫ বছর বয়স পর্যন্ত ১ লাখ ৩৮ হাজার ৬৪৯ জন শিশুকে ৮৯১টি আউটরিচ কেন্দ্রের মাধ্যমে শিশুদেরকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান ও ব্যবস্থাপক জাতীয় পুষ্টি সেবা অধিদপ্তর ডা. রঞ্জিত কুমার বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দীন আহম্মেদ এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির। অনুষ্ঠানে ডা. আওলিয়ার রহমান আলোকচিত্র প্রেজেন্টশনের মাধ্যমে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুলের বিভিন্ন উপকারিতা ব্যাখ্যা করেন।