ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় জমিজমা নিয়ে পৃথক সংঘর্ষে নারীসহ আহত- ৩

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮
  • / ৩২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক জমিজমা নিয়ে বিরোধের জের ধরে নারীসহ তিন জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়ার মাঝেরপাড়ায় জমি জায়গা নিয়ে সীমা খাতুনকে (২৬) পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত সীমা খাতুন ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন শনিবার সন্ধ্যায় পৈতৃক ভিটা নিয়ে তার স্বামী মশকার ও দেবর আশকারের সাথে তাদের চাচাতো ভাইদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মশকারের স্ত্রী সীমা খাতুন পরিস্থিতি শামাল দিতে গেলে সাদেক আলীর ছেলে ও তার চাচাতো দেবর বাক্কা তাকে পিটিয়ে জখম করে। পরে সীমার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় সে আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে বর্তমানে সে আশঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসকরা।
এদিকে, একই দিন দুপুর তিনটার দিকে সদর উপজেলার সড়াবাড়িয়া গ্রামে জমি জায়গা নিয়ে বিরোধে প্রতিবেশীর হামলায় আশাদুল হক (৬৫) ও তার স্ত্রী রিনা খাতুন (৪৫) আহত হয়েছে। জানা যায়, শনিবার দুপুরে জমি জায়গা নিয়ে প্রতিবেশী কামরুজ্জামান, গফুর ও সাজিদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরই সূত্র ধরে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে আশাদুল ও তার স্ত্রী রিনাকে মাছ ধরার ঝুপি দিয়ে আঘাত করে প্রতিপক্ষরা। এতে তারা দু’জনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় জমিজমা নিয়ে পৃথক সংঘর্ষে নারীসহ আহত- ৩

আপলোড টাইম : ০৯:২১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক জমিজমা নিয়ে বিরোধের জের ধরে নারীসহ তিন জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়ার মাঝেরপাড়ায় জমি জায়গা নিয়ে সীমা খাতুনকে (২৬) পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত সীমা খাতুন ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন শনিবার সন্ধ্যায় পৈতৃক ভিটা নিয়ে তার স্বামী মশকার ও দেবর আশকারের সাথে তাদের চাচাতো ভাইদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মশকারের স্ত্রী সীমা খাতুন পরিস্থিতি শামাল দিতে গেলে সাদেক আলীর ছেলে ও তার চাচাতো দেবর বাক্কা তাকে পিটিয়ে জখম করে। পরে সীমার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় সে আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে বর্তমানে সে আশঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসকরা।
এদিকে, একই দিন দুপুর তিনটার দিকে সদর উপজেলার সড়াবাড়িয়া গ্রামে জমি জায়গা নিয়ে বিরোধে প্রতিবেশীর হামলায় আশাদুল হক (৬৫) ও তার স্ত্রী রিনা খাতুন (৪৫) আহত হয়েছে। জানা যায়, শনিবার দুপুরে জমি জায়গা নিয়ে প্রতিবেশী কামরুজ্জামান, গফুর ও সাজিদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরই সূত্র ধরে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে আশাদুল ও তার স্ত্রী রিনাকে মাছ ধরার ঝুপি দিয়ে আঘাত করে প্রতিপক্ষরা। এতে তারা দু’জনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।