ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ছাত্রাবাসে মেধাবী কলেজ ছাত্রের লাশ!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮
  • / ৩৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার দক্ষিন হাসপাতালপাড়া থেকে আব্দুর রহিম (২০) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে দক্ষিন হাসপাতালপাড়ার গোধূলি ছাত্রাবাস থেকে এই লাশ উদ্ধার করা হয়। গতকালই লাশের ময়নাতদন্তশেষে পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ। খবর পেয়ে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত আব্দুর রহিম চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়ানের শাহাপুর গ্রামের স্কুলপাড়ার ইউনুচ আলির ছেলে ও চুয়াডাঙ্গা সরকারী কলেজের গণিত বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র। তবে কি কারণে মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্তের রিপোর্ট না আসলে সঠিকভাবে বলা যাচ্ছে না বলে পুলিশ জানায়। এদিকে, চিকিৎসক জানান, উচ্চ রক্তচাপের কারণে তার মৃত্যু হকে পারে।
ছাত্রাবাস ও পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে হাসপাতালপাড়ার গোধূলি ছাত্রাবাসের আব্দুর রহিম সকালে ঘুম থেকে উঠতে দেরি করলে ছাত্রাবাসের অন্য সদস্যরা তাকে ডাকতে যায়। তাদের ডাকে সাড়া না দিলে বাড়ির মালিক বিষয়টি সদর থানা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে তার মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার অকাল মৃত্যুতে তার সহপাঠিসহ এলাকায়য় শোকের মাতম নেমে আসে। তার ছাত্রাবাসের সহপাঠিরা বিশ্বাসই করতে পারছে না তাদেরকে ছেড়ে এভাবে চলে যাবে। এদিকে, গতকালই রাত ৮টায় জানাযা’র নামাজ শেষে গ্রাম্য কবরস্থানে আব্দুর রহিমের মরদেহের দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় ছাত্রাবাসে মেধাবী কলেজ ছাত্রের লাশ!

আপলোড টাইম : ১১:১৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার দক্ষিন হাসপাতালপাড়া থেকে আব্দুর রহিম (২০) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে দক্ষিন হাসপাতালপাড়ার গোধূলি ছাত্রাবাস থেকে এই লাশ উদ্ধার করা হয়। গতকালই লাশের ময়নাতদন্তশেষে পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ। খবর পেয়ে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত আব্দুর রহিম চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়ানের শাহাপুর গ্রামের স্কুলপাড়ার ইউনুচ আলির ছেলে ও চুয়াডাঙ্গা সরকারী কলেজের গণিত বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র। তবে কি কারণে মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্তের রিপোর্ট না আসলে সঠিকভাবে বলা যাচ্ছে না বলে পুলিশ জানায়। এদিকে, চিকিৎসক জানান, উচ্চ রক্তচাপের কারণে তার মৃত্যু হকে পারে।
ছাত্রাবাস ও পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে হাসপাতালপাড়ার গোধূলি ছাত্রাবাসের আব্দুর রহিম সকালে ঘুম থেকে উঠতে দেরি করলে ছাত্রাবাসের অন্য সদস্যরা তাকে ডাকতে যায়। তাদের ডাকে সাড়া না দিলে বাড়ির মালিক বিষয়টি সদর থানা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে তার মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার অকাল মৃত্যুতে তার সহপাঠিসহ এলাকায়য় শোকের মাতম নেমে আসে। তার ছাত্রাবাসের সহপাঠিরা বিশ্বাসই করতে পারছে না তাদেরকে ছেড়ে এভাবে চলে যাবে। এদিকে, গতকালই রাত ৮টায় জানাযা’র নামাজ শেষে গ্রাম্য কবরস্থানে আব্দুর রহিমের মরদেহের দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।