ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় গরম তরকারিতে পড়ে ঝলসে গেছে শিশু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:২৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮
  • / ২৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা হানুরবাড়াদি গ্রামে গরম তরকারির উপরে পড়ে হাসনাত জান্নাত (১) নামের এক শিশু ঝলসে আহত হয়েছে। তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে এঘটনা ঘটে। আহত শিশু হাসনাত পারভেজ সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের হানুরবাড়াদি গ্রামের কাজিপাড়ার মালেক আহমেদ’র ছেলে। পারিবারিক সুত্রে জানা গেছে, গতকাল সকালে শিশু হাসনাত পারভেজ ও তার তিন বছরের ভাই সরল খেলা খেলছিল। খেলতে খেলতে হঠাৎ সরল ছোট ভাই হাসনাতকে ধাক্কা দেয়। এতে হাসনাতের মা তরকারি রান্না করছিল। এই গরম তরকারির ভিতরে শিশু হাসনাত পড়ে যায় এবং শরিরের ৪০% শতাংশ ঝলসে যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, শিশু হাসনাতের পিঠে ও শরিরের ৪০% শতাংশ ঝলসে গেছে। তবে শিশুটি এখন আশঙ্কামুক্ত।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় গরম তরকারিতে পড়ে ঝলসে গেছে শিশু

আপলোড টাইম : ০৫:২৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা হানুরবাড়াদি গ্রামে গরম তরকারির উপরে পড়ে হাসনাত জান্নাত (১) নামের এক শিশু ঝলসে আহত হয়েছে। তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে এঘটনা ঘটে। আহত শিশু হাসনাত পারভেজ সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের হানুরবাড়াদি গ্রামের কাজিপাড়ার মালেক আহমেদ’র ছেলে। পারিবারিক সুত্রে জানা গেছে, গতকাল সকালে শিশু হাসনাত পারভেজ ও তার তিন বছরের ভাই সরল খেলা খেলছিল। খেলতে খেলতে হঠাৎ সরল ছোট ভাই হাসনাতকে ধাক্কা দেয়। এতে হাসনাতের মা তরকারি রান্না করছিল। এই গরম তরকারির ভিতরে শিশু হাসনাত পড়ে যায় এবং শরিরের ৪০% শতাংশ ঝলসে যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, শিশু হাসনাতের পিঠে ও শরিরের ৪০% শতাংশ ঝলসে গেছে। তবে শিশুটি এখন আশঙ্কামুক্ত।