ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় করোনা উপসর্গে বৃদ্ধর মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
  • / ১২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর হাসাপাতালের আইসোলেশন ইউনিটের ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধ মৃত্যুবরণ করেছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের মৃত শুকুর দফাদারের ছেলে জামশেদ (৬৭)। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে করোনা উপসর্গ জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ জামশেদকে তাঁর পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। জামশেদের শরীরে করোনা উপসর্গ থাকায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালের আইসোলেশন ইয়োলো জোনে ভর্তি রাখেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির বলেন, করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নেয় পরিবারের সদস্যরা। করোনা উপসর্গ পরিলক্ষিত হওয়ায় আইসোলেশন ওয়ার্ডের ইয়োলো জোনে ভর্তি নেওয়া হয় তাঁকে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। সকালে করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষর জন্য পাঠানো হয়েছে। এদিকে, শরীরে করোনা উপসর্গ থাকায় করোনা প্রটোকলে তাঁর দাফনকার্য সম্পাদনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় করোনা উপসর্গে বৃদ্ধর মৃত্যু

আপলোড টাইম : ০৮:২৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর হাসাপাতালের আইসোলেশন ইউনিটের ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধ মৃত্যুবরণ করেছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের মৃত শুকুর দফাদারের ছেলে জামশেদ (৬৭)। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে করোনা উপসর্গ জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ জামশেদকে তাঁর পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। জামশেদের শরীরে করোনা উপসর্গ থাকায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালের আইসোলেশন ইয়োলো জোনে ভর্তি রাখেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির বলেন, করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নেয় পরিবারের সদস্যরা। করোনা উপসর্গ পরিলক্ষিত হওয়ায় আইসোলেশন ওয়ার্ডের ইয়োলো জোনে ভর্তি নেওয়া হয় তাঁকে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। সকালে করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষর জন্য পাঠানো হয়েছে। এদিকে, শরীরে করোনা উপসর্গ থাকায় করোনা প্রটোকলে তাঁর দাফনকার্য সম্পাদনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।