ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় কফির টাকা চাওয়ায় দোকানিকে মারধরের অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
  • / ১৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুরে কফির টাকা চাওয়াকে কেন্দ্র করে দোকানের মালিক নূর ইসলামকে মারধরসহ দোকান ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে কয়রাডাঙ্গার লাল্টুর ছেলে সাগরের বিরুদ্ধে। গতকাল রোববার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় দোকানের মালিক নূর ইসলাম সদর থানায় সাগরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন। আহত ব্যবসায়ী নূর ইসলাম ভালাইপুরের ওমর মোল্লার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের লাল্টুর ছেলে সাগর ভালাইপুর মোড়ে নূর ইসলামের কফি হাউজে প্রায়ই বাকিতে কফি খান। গতকাল বেলা তিনটার দিকে কফি খেয়ে চলে যাওয়ার সময় দোকানের মালিক নূর ইসলাম সাগরের কাছে তাঁর পাওনা বাকি টাকা চাইলে গালিগালাজ শুরু করে দেন সাগর। গালিগালাজ করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে নূর ইসলামকে এলোপাতাড়ি মারধর করে আহত করেন সাগর। একপর্যায়ে দোকানে ভেতর ঢুকে দোকানেও ভাঙচুর করেন। নূর ইসলামের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান সাগর। পরে বাজারের লোকজন আহত নূর ইসলামকে উদ্ধার করে সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে সদর থানায় সাগরের নামে একটি লিখিত অভিযোগ করেন। এদিকে, দোকান ভাঙচুরের সংবাদ পেয়ে সদর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) একরামুল হুসাইনসহ পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তপ্ত পরিবেশ শান্ত করেন।
এ বিষয়ে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ এইচ এম লুৎফুল কবীর বলেন, বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে দোকান ভাঙচুরসহ দোকানিকে মারধর করার ঘটনায় একটি লিখিত অভিযোগ করেছেন দোকানের মালিক নূর ইসলাম। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেবে থানার পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় কফির টাকা চাওয়ায় দোকানিকে মারধরের অভিযোগ

আপলোড টাইম : ০৯:২৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুরে কফির টাকা চাওয়াকে কেন্দ্র করে দোকানের মালিক নূর ইসলামকে মারধরসহ দোকান ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে কয়রাডাঙ্গার লাল্টুর ছেলে সাগরের বিরুদ্ধে। গতকাল রোববার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় দোকানের মালিক নূর ইসলাম সদর থানায় সাগরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন। আহত ব্যবসায়ী নূর ইসলাম ভালাইপুরের ওমর মোল্লার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের লাল্টুর ছেলে সাগর ভালাইপুর মোড়ে নূর ইসলামের কফি হাউজে প্রায়ই বাকিতে কফি খান। গতকাল বেলা তিনটার দিকে কফি খেয়ে চলে যাওয়ার সময় দোকানের মালিক নূর ইসলাম সাগরের কাছে তাঁর পাওনা বাকি টাকা চাইলে গালিগালাজ শুরু করে দেন সাগর। গালিগালাজ করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে নূর ইসলামকে এলোপাতাড়ি মারধর করে আহত করেন সাগর। একপর্যায়ে দোকানে ভেতর ঢুকে দোকানেও ভাঙচুর করেন। নূর ইসলামের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান সাগর। পরে বাজারের লোকজন আহত নূর ইসলামকে উদ্ধার করে সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে সদর থানায় সাগরের নামে একটি লিখিত অভিযোগ করেন। এদিকে, দোকান ভাঙচুরের সংবাদ পেয়ে সদর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) একরামুল হুসাইনসহ পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তপ্ত পরিবেশ শান্ত করেন।
এ বিষয়ে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ এইচ এম লুৎফুল কবীর বলেন, বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে দোকান ভাঙচুরসহ দোকানিকে মারধর করার ঘটনায় একটি লিখিত অভিযোগ করেছেন দোকানের মালিক নূর ইসলাম। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেবে থানার পুলিশ।