ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় এসএসসি পরক্ষার্থীসহ তিন ছাত্রী অসুস্থ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
  • / ১৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
ব্যবহারিক পরীক্ষা চলাকালীন এক এসএসসি পরক্ষার্থীসহ মোট তিন ছাত্রী অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টা থেকে বেলা ১টার মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় এ তিন ছাত্রীকে। অসুস্থ ছাত্রীরা হলো চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ার নুরুল ইসলামের মেয়ে ও চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নাবিলা (১৬), আলুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তামান্না (১৬) ও রিয়া (১৬)।
জানা যায়, গতকাল সকালে চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চবিদ্যালয়ে ব্যবহারিক পরীক্ষা দিচ্ছিল নাবিলা। পরীক্ষা চলাকালীন সময়ে হঠাৎ করেই নাবিলা মাথা ঘুরে পড়ে যায়। এ সময় স্কুল কর্তৃপক্ষ নাবিলাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। এরপর হাসপাতালের জরুরি বিভাগে আসে আলুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির দুই ছাত্রী তামান্না ও রিয়া। ক্লাস চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়ে তামান্না ও রিয়া। পরে আলুকদিয়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ অসুস্থ তিন শিক্ষার্থীকেই তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। এরপর খবর পেয়ে হাসপাতালে আসেন অসুস্থ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা।
এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির বলেন, ‘বাচ্চারা ঠিক মতো খওয়া-দাওয়া করে না। সকালে না খাওয়া এবং নানা রকম টেনশনের কারণেই মাথা ঘুরে পড়ে যাওয়া তিন ছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় এসএসসি পরক্ষার্থীসহ তিন ছাত্রী অসুস্থ

আপলোড টাইম : ১০:৪৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০

নিজস্ব প্রতিবেদক:
ব্যবহারিক পরীক্ষা চলাকালীন এক এসএসসি পরক্ষার্থীসহ মোট তিন ছাত্রী অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টা থেকে বেলা ১টার মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় এ তিন ছাত্রীকে। অসুস্থ ছাত্রীরা হলো চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ার নুরুল ইসলামের মেয়ে ও চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নাবিলা (১৬), আলুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তামান্না (১৬) ও রিয়া (১৬)।
জানা যায়, গতকাল সকালে চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চবিদ্যালয়ে ব্যবহারিক পরীক্ষা দিচ্ছিল নাবিলা। পরীক্ষা চলাকালীন সময়ে হঠাৎ করেই নাবিলা মাথা ঘুরে পড়ে যায়। এ সময় স্কুল কর্তৃপক্ষ নাবিলাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। এরপর হাসপাতালের জরুরি বিভাগে আসে আলুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির দুই ছাত্রী তামান্না ও রিয়া। ক্লাস চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়ে তামান্না ও রিয়া। পরে আলুকদিয়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ অসুস্থ তিন শিক্ষার্থীকেই তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। এরপর খবর পেয়ে হাসপাতালে আসেন অসুস্থ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা।
এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির বলেন, ‘বাচ্চারা ঠিক মতো খওয়া-দাওয়া করে না। সকালে না খাওয়া এবং নানা রকম টেনশনের কারণেই মাথা ঘুরে পড়ে যাওয়া তিন ছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছে।’