ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় এশিয়ান টিভির প্রতিষ্ঠাবর্ষিকী উদ্যাপন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
  • / ১৯৮ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
জমকালো আয়োজনের মধ্য দিয়ে স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টিভির ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে চুয়াডাঙ্গায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবে বেলা ১১টার সময় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে চুয়াডাঙ্গাস্থ ৬ বিজিবির পরিচালক খালেকুজ্জামান এশিয়ান টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মো. আজাদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। মো. আজাদ হোসেনের সভাপতিত্বে ও প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম, ঐতিহ্যবাহী চিনিকল কেরু এ্যান্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জাহিদ আলী আনসারী, নেজারত ডেপুটি কালেক্টর শিব্বির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি আজাদ মালিথা। এ সময় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গার বহুল প্রচারিত স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সহসভাপতি শেখ সেলিম, এশিয়ান টিভির চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিনিধি হাশেম রাজা প্রমুখ। বক্তারা তাঁদের বক্তব্যে এশিয়ান টিভির অব্যাহত সাফল্য কামনা করেন এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এশিয়ান টিভি দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি কামাল জোয়ার্দ্দার, সিনিয়র সাংবাদিক রিফাত রহমান, রেজাউল করিম লিটন, আব্দুস সালাম, আলমগীর কবির শিপলু, মফিজুর রহমান জোয়ার্দ্দারসহ চুয়াডাঙ্গায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় এশিয়ান টিভির প্রতিষ্ঠাবর্ষিকী উদ্যাপন

আপলোড টাইম : ১০:০০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০

সমীকরণ প্রতিবেদন:
জমকালো আয়োজনের মধ্য দিয়ে স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টিভির ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে চুয়াডাঙ্গায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবে বেলা ১১টার সময় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে চুয়াডাঙ্গাস্থ ৬ বিজিবির পরিচালক খালেকুজ্জামান এশিয়ান টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মো. আজাদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। মো. আজাদ হোসেনের সভাপতিত্বে ও প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম, ঐতিহ্যবাহী চিনিকল কেরু এ্যান্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জাহিদ আলী আনসারী, নেজারত ডেপুটি কালেক্টর শিব্বির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি আজাদ মালিথা। এ সময় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গার বহুল প্রচারিত স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সহসভাপতি শেখ সেলিম, এশিয়ান টিভির চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিনিধি হাশেম রাজা প্রমুখ। বক্তারা তাঁদের বক্তব্যে এশিয়ান টিভির অব্যাহত সাফল্য কামনা করেন এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এশিয়ান টিভি দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি কামাল জোয়ার্দ্দার, সিনিয়র সাংবাদিক রিফাত রহমান, রেজাউল করিম লিটন, আব্দুস সালাম, আলমগীর কবির শিপলু, মফিজুর রহমান জোয়ার্দ্দারসহ চুয়াডাঙ্গায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।