ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
  • / ১৮৬ বার পড়া হয়েছে

?

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার সদর উপজেলার হানুরবাড়াদী গ্রামের রাজু আহম্মেদকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে ছিনাইদহ র‌্যাব-৬। এ সময় গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে অভিযানকারী দল। গ্রেপ্তারকৃত আসামি রাজু আহম্মেদ (৩২) হানুরবাড়াদী কাজীপাড়ার আব্দুল আজিজের ছেলে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের জাফরপুর মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে ঝিনাইদহ র‌্যাব-৬ অফিস জানায়, প্রতিদিনের ন্যায় র‌্যাবের একটি টিম অভিযানে বের হয়। ওই টিমটি চুয়াডাঙ্গা পৌর এলাকার ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জাফরপুর বাজারে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছে। ওই সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাব-৬ এর পুলিশ পরিদর্শক (ডিএডি) রেজাউল করিম ফোর্সসহ ঘটনাস্থালে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁকে তাড়িয়ে ধরা হয়। এ সময় আটককৃত আসামির শরীর তল্লাশি করে একটি প্লাস্টিকের বাজার করা ব্যাগের মধ্যে থেকে স্কসটেপে মোড়ানো এক কেজি গাঁজা আসামি নিজ হাতে বের করে দেন। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উদ্ধারকৃত মাদকসহ ওই আসামিকে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করেন। আজ তাঁকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় থানার পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড টাইম : ১১:১৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার সদর উপজেলার হানুরবাড়াদী গ্রামের রাজু আহম্মেদকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে ছিনাইদহ র‌্যাব-৬। এ সময় গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে অভিযানকারী দল। গ্রেপ্তারকৃত আসামি রাজু আহম্মেদ (৩২) হানুরবাড়াদী কাজীপাড়ার আব্দুল আজিজের ছেলে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের জাফরপুর মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে ঝিনাইদহ র‌্যাব-৬ অফিস জানায়, প্রতিদিনের ন্যায় র‌্যাবের একটি টিম অভিযানে বের হয়। ওই টিমটি চুয়াডাঙ্গা পৌর এলাকার ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জাফরপুর বাজারে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছে। ওই সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাব-৬ এর পুলিশ পরিদর্শক (ডিএডি) রেজাউল করিম ফোর্সসহ ঘটনাস্থালে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁকে তাড়িয়ে ধরা হয়। এ সময় আটককৃত আসামির শরীর তল্লাশি করে একটি প্লাস্টিকের বাজার করা ব্যাগের মধ্যে থেকে স্কসটেপে মোড়ানো এক কেজি গাঁজা আসামি নিজ হাতে বের করে দেন। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উদ্ধারকৃত মাদকসহ ওই আসামিকে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করেন। আজ তাঁকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় থানার পুলিশ।