ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় উদীচী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
  • / ২০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আলোচনা সভা, আবৃত্তি ও গণসংগীত অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান সেখ শামসুল আবেদিন খোকন। অনুষ্ঠানের উদ্বোধনের পর জাতীয় ও দলীয় সংগীতের পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদীচী চুয়াডাঙ্গা জেলা সংসদের সহসভাপতি ও জাতীয় পরিষদের সদস্য আব্দুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উদীচী চুয়াডাঙ্গা জেলা সংসদের সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. শহীদুল ইসলাম, সিপিবি কুষ্টিয়া জেলার সভাপতি ও উদীচী কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদকম-লীর সদস্য ওয়াকিল মুজাহিদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চুয়াডাঙ্গা জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমান, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কোরবান আলী ম-ল, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ও মাথাভাঙ্গা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক মুন্সী, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সৈকত ও জেলা শিল্পকলা একাডেমি চুয়াডাঙ্গার সাবেক সাধারণ সম্পাদক মুন্সী জাহাঙ্গীর আলম মান্নান। সবশেষে আবৃত্তি ও গণসংগীত পরিবেশিত হয়। আবৃত্তি পরিবেশন করেন অ্যাড. বজলুর রহমান, খুলনা শিশুস্বর্গ খেলাঘর আসরের অন্যতম সংগঠক বাচিকশিল্পী উৎসর্গ ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। সবশেষে উদীচী ডিঙ্গেদহ, সরোজগঞ্জ ও চুয়াডাঙ্গা শহর শাখার সদস্যরা পৃথক পৃথকভাবে গণসংগীত পরিবেশন করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় উদীচী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড টাইম : ০৯:৫৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আলোচনা সভা, আবৃত্তি ও গণসংগীত অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান সেখ শামসুল আবেদিন খোকন। অনুষ্ঠানের উদ্বোধনের পর জাতীয় ও দলীয় সংগীতের পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদীচী চুয়াডাঙ্গা জেলা সংসদের সহসভাপতি ও জাতীয় পরিষদের সদস্য আব্দুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উদীচী চুয়াডাঙ্গা জেলা সংসদের সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. শহীদুল ইসলাম, সিপিবি কুষ্টিয়া জেলার সভাপতি ও উদীচী কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদকম-লীর সদস্য ওয়াকিল মুজাহিদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চুয়াডাঙ্গা জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমান, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কোরবান আলী ম-ল, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ও মাথাভাঙ্গা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক মুন্সী, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সৈকত ও জেলা শিল্পকলা একাডেমি চুয়াডাঙ্গার সাবেক সাধারণ সম্পাদক মুন্সী জাহাঙ্গীর আলম মান্নান। সবশেষে আবৃত্তি ও গণসংগীত পরিবেশিত হয়। আবৃত্তি পরিবেশন করেন অ্যাড. বজলুর রহমান, খুলনা শিশুস্বর্গ খেলাঘর আসরের অন্যতম সংগঠক বাচিকশিল্পী উৎসর্গ ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। সবশেষে উদীচী ডিঙ্গেদহ, সরোজগঞ্জ ও চুয়াডাঙ্গা শহর শাখার সদস্যরা পৃথক পৃথকভাবে গণসংগীত পরিবেশন করেন।