ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় আরও ২৩ জনের করোনা শনাক্ত, সুস্থ ১৬

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
  • / ১৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নতুন করে ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল সোমবার রাত ৯টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৪১ জনে। গতকাল আক্রান্ত ২৩ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬ জন, আলমডাঙ্গা উপজেলার ১২ জন, দামুড়হুদা উপজেলার ৩ জন ও জীবননগর উপজেলার ২ জন। নতুন আক্রান্ত ২৩ জনের মধ্যে পুরুষ ১১ জন ও নারী ১২ জন। আক্রান্তদের বয়স ১ থেকে ৯০ বছরের মধ্যে।
জানা যায়, গতকাল সোমবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে জেলা সিভিল সার্জন অফিসে ১৮ আগস্ট, ১৯ আগস্ট ও ২১ আগস্টে প্রেরিত মোট ১১৪ জনের নমুনার ফলাফল এসে পৌঁছায়। এর মধ্যে ২৩ জনের রিপোর্ট পজিটিভ ও ৯১ জনের রিপোর্ট নেগেটিভ আসে। গতকাল জেলায় নতুন ১৬ জন সুস্থ হয়েছেন। সদর উপজেলার হোম আইসোলেশন থেকে ১১ জন ও আলমডাঙ্গা উপজেলার হোম আইসোলেশন থেকে ৫ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৬৩৯ জন। করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ গতকাল ৪৪ জনের নমুনা সংগ্রহ করেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ৩১ জনের, আলমডাঙ্গা উপজেলা থেকে ১১ জনের, দামুড়হুদা উপজেলা থেকে ২ জনের নমুনাসহ সংগৃহীত ৪৪ জনের নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির জানান, জেলায় নতুন ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ৬ জন রয়েছেন। এছাড়া আলমডাঙ্গা উপজেলার ১২ জন, দামুড়হুদা উপজেলার ৩ জন ও জীবননগর উপজেলার ২ জন শনাক্ত হয়েছেন। সদরে আক্রান্ত ৬ জনের মোবাইলে সার্বিক খোঁজখবর নেওয়া হয়েছে। আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগরে আক্রান্তদের বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানানো হয়েছে। আক্রান্তদের শারীরিক খোঁজখবর নিয়ে তাঁদেরকে হোম আইসোলেশন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনের ব্যবস্থায় নেওয়া হবে।
গতকাল চুয়াডাঙ্গা সদর উপজেলার হোম আইসোলেশন থেকে নতুন ১১ জন, আলমডাঙ্গা উপজেলার হোম আইসোলেশন থেকে ৫ জনসহ মোট ১৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৬৩৯ জন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৪ হাজার ৭৮৪টি, প্রাপ্ত ফলাফল ৪ হাজার ৫৮৫টি, পজিটিভ ১ হাজার ১৪১ জন ও নেগেটিভ ৩ হাজার ৩৫৪ জন। ফলাফল পেতে বাকি আছে ২০৪টি নমুনার। গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হোম আইসোলেশন থেকে ১৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থতার সংখ্যা ৬৩৯ জন ও মৃত্যু ২৬ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিলেন ৪৩৪ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৩৫ জন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় আরও ২৩ জনের করোনা শনাক্ত, সুস্থ ১৬

আপলোড টাইম : ১১:০১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নতুন করে ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল সোমবার রাত ৯টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৪১ জনে। গতকাল আক্রান্ত ২৩ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬ জন, আলমডাঙ্গা উপজেলার ১২ জন, দামুড়হুদা উপজেলার ৩ জন ও জীবননগর উপজেলার ২ জন। নতুন আক্রান্ত ২৩ জনের মধ্যে পুরুষ ১১ জন ও নারী ১২ জন। আক্রান্তদের বয়স ১ থেকে ৯০ বছরের মধ্যে।
জানা যায়, গতকাল সোমবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে জেলা সিভিল সার্জন অফিসে ১৮ আগস্ট, ১৯ আগস্ট ও ২১ আগস্টে প্রেরিত মোট ১১৪ জনের নমুনার ফলাফল এসে পৌঁছায়। এর মধ্যে ২৩ জনের রিপোর্ট পজিটিভ ও ৯১ জনের রিপোর্ট নেগেটিভ আসে। গতকাল জেলায় নতুন ১৬ জন সুস্থ হয়েছেন। সদর উপজেলার হোম আইসোলেশন থেকে ১১ জন ও আলমডাঙ্গা উপজেলার হোম আইসোলেশন থেকে ৫ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৬৩৯ জন। করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ গতকাল ৪৪ জনের নমুনা সংগ্রহ করেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ৩১ জনের, আলমডাঙ্গা উপজেলা থেকে ১১ জনের, দামুড়হুদা উপজেলা থেকে ২ জনের নমুনাসহ সংগৃহীত ৪৪ জনের নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির জানান, জেলায় নতুন ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ৬ জন রয়েছেন। এছাড়া আলমডাঙ্গা উপজেলার ১২ জন, দামুড়হুদা উপজেলার ৩ জন ও জীবননগর উপজেলার ২ জন শনাক্ত হয়েছেন। সদরে আক্রান্ত ৬ জনের মোবাইলে সার্বিক খোঁজখবর নেওয়া হয়েছে। আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগরে আক্রান্তদের বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানানো হয়েছে। আক্রান্তদের শারীরিক খোঁজখবর নিয়ে তাঁদেরকে হোম আইসোলেশন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনের ব্যবস্থায় নেওয়া হবে।
গতকাল চুয়াডাঙ্গা সদর উপজেলার হোম আইসোলেশন থেকে নতুন ১১ জন, আলমডাঙ্গা উপজেলার হোম আইসোলেশন থেকে ৫ জনসহ মোট ১৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৬৩৯ জন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৪ হাজার ৭৮৪টি, প্রাপ্ত ফলাফল ৪ হাজার ৫৮৫টি, পজিটিভ ১ হাজার ১৪১ জন ও নেগেটিভ ৩ হাজার ৩৫৪ জন। ফলাফল পেতে বাকি আছে ২০৪টি নমুনার। গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হোম আইসোলেশন থেকে ১৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থতার সংখ্যা ৬৩৯ জন ও মৃত্যু ২৬ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিলেন ৪৩৪ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৩৫ জন।