ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় আজ থেকে শুরু হচ্ছে মহানাম যজ্ঞানুষ্ঠান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯
  • / ৩২৪ বার পড়া হয়েছে

হেমন্ত কুমার সিংহ রায়:
‘জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম আর নাহি সনাতন’ প্রতিপাদ্যে আজ থেকে চুয়াডাঙ্গায় শুরু হচ্ছে ২৪ প্রহর ব্যাপী অখন্ড তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান। এবারও চুয়াডাঙ্গা বড় বাজার সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে ৩৯ তম বার্ষিক এ আয়োজন করেছে চুয়াডাঙ্গা বড় বাজার সার্বজনীন নামযজ্ঞ ও দুর্গাপূজা উৎসব কমিটি। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা হতে রাত ৯টা পর্যন্ত শ্রীমদ্ভাগবত আলোচনার মধ্যদিয়ে কর্মসূচি আরম্ভ হবে। রাত ১০টায় মহানামযজ্ঞের শুভ অধিবাস হবে। কাল মঙ্গলবার অরুণোদয় হতে বৃহস্পতিবার ব্রহ্মমুহূর্ত পর্যন্ত ২৪ প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। শুক্রবার সূর্যোদয়ে প্রস্তাবিত যজ্ঞ বিশ্রাম, সকালে নগর কীর্তন, ১০টায় পদাবলী কীর্তন ও গোষ্টলীলা পরিবেশন করবেন রাজবাড়ী থেকে আগত লক্ষী নারায়ন সম্প্রদায়। এ ছাড়াও মহানাম সুধা পরিবেশন করবেন- নব শিবমন্দির সম্প্রদায় (মাগুরা), স্বামী বিবেকানন্দ সম্প্রদায় (ঝালকাঠি), আদি নবকিশোর সম্প্রদায় (ডুগডুগি, দর্শনা), মা শংকরী সম্প্রদায় (ফরিদপুর), রায় রামানন্দ্র সম্প্রদায় (ফরিদপুর), শ্রীকৃষ্ণ বলরাম সম্প্রদায় (গোপালগঞ্জ) ও সনাতন সৎ সংঘ সম্প্রদায় (চুয়াডাঙ্গা)। প্রতিদিন মধ্যাহ্ন ভোগ, সন্ধ্যা আরতি (৮টায়), প্রসাদ বিতরণ ও ভক্ত সেবার আয়োজন থাকছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় আজ থেকে শুরু হচ্ছে মহানাম যজ্ঞানুষ্ঠান

আপলোড টাইম : ১০:২৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯

হেমন্ত কুমার সিংহ রায়:
‘জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম আর নাহি সনাতন’ প্রতিপাদ্যে আজ থেকে চুয়াডাঙ্গায় শুরু হচ্ছে ২৪ প্রহর ব্যাপী অখন্ড তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান। এবারও চুয়াডাঙ্গা বড় বাজার সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে ৩৯ তম বার্ষিক এ আয়োজন করেছে চুয়াডাঙ্গা বড় বাজার সার্বজনীন নামযজ্ঞ ও দুর্গাপূজা উৎসব কমিটি। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা হতে রাত ৯টা পর্যন্ত শ্রীমদ্ভাগবত আলোচনার মধ্যদিয়ে কর্মসূচি আরম্ভ হবে। রাত ১০টায় মহানামযজ্ঞের শুভ অধিবাস হবে। কাল মঙ্গলবার অরুণোদয় হতে বৃহস্পতিবার ব্রহ্মমুহূর্ত পর্যন্ত ২৪ প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। শুক্রবার সূর্যোদয়ে প্রস্তাবিত যজ্ঞ বিশ্রাম, সকালে নগর কীর্তন, ১০টায় পদাবলী কীর্তন ও গোষ্টলীলা পরিবেশন করবেন রাজবাড়ী থেকে আগত লক্ষী নারায়ন সম্প্রদায়। এ ছাড়াও মহানাম সুধা পরিবেশন করবেন- নব শিবমন্দির সম্প্রদায় (মাগুরা), স্বামী বিবেকানন্দ সম্প্রদায় (ঝালকাঠি), আদি নবকিশোর সম্প্রদায় (ডুগডুগি, দর্শনা), মা শংকরী সম্প্রদায় (ফরিদপুর), রায় রামানন্দ্র সম্প্রদায় (ফরিদপুর), শ্রীকৃষ্ণ বলরাম সম্প্রদায় (গোপালগঞ্জ) ও সনাতন সৎ সংঘ সম্প্রদায় (চুয়াডাঙ্গা)। প্রতিদিন মধ্যাহ্ন ভোগ, সন্ধ্যা আরতি (৮টায়), প্রসাদ বিতরণ ও ভক্ত সেবার আয়োজন থাকছে।