ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ‘অরিন্দম-সুহৃদ স্বরণ দিবস’ পালন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
  • / ২০৭ বার পড়া হয়েছে

‘তব চেতনায় প্রাণিত অনুক্ষণ, মম তিমির বিদারী আলোর অন্মেষণ’
বিশেষ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় সংস্কৃতি চর্চার পাদপীঠ ‘অরিন্দম সাংস্কৃতিক সংগঠন’ যাঁদের শ্রম মেধা ও মননে বিকশিত, পরিস্ফুটিত, নন্দিত তাঁদের ঋণ শোধের প্রয়াসে ‘অরিন্দম-সুহৃদ স্মরণ দিবস’ পালন করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এ আয়োজন করা হয়। মূলত, অরিন্দমের যেসব সদস্য মৃত্যুবরণ করেছেন, তাঁদের সবাইকে একসঙ্গে স্মরণার্থে বছরের একটি নির্দিষ্ট দিনকে বেছে নেওয়া হয়, আর সে দিনটি ২৪ নভেম্বর। বিশেষ এ দিনে মহতি এ আয়োজনের মূল কারণ, এ দিনে অরিন্দমের প্রতিষ্ঠাতা সভাপতি শফিউদ্দিনের প্রয়াণ দিবস। তাই এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে ‘অরিন্দম-সুহৃদ স্মরণ দিবস’ হিসেবে। এবারের স্মরণ বাণী- ‘তব চেতনায় প্রাণিত অনুক্ষণ, মম তিমির বিদারী আলোর অন্মেষণ’।
এ উপলক্ষ্যে অরিন্দমের সভাপতি বজলুর রহমান জোয়ার্দ্দারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রয়াত সংস্কৃতিজনদের স্মৃতিচারণ করে বক্তব্য দেন অরিন্দমের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, সাবেক সভাপতি আলাউদ্দীন, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মান্নান, সরগম সাংস্কৃতিক সংগঠনের পরিচালক সাহেদুজ্জামান খোকন ও মওলানা ভাসানী স্মৃতি পরিষদের আহ্বায়ক লিটু বিশ্বাস।
আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আনসার আলী, জেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড লুৎফর রহমান, সংলাপ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি নজির আহমেদ, উদীচী চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক জহির রায়হান ও জেলা জাসাস-এর সভাপতি শহিদুল হক বিশ্বাস। বক্তারা ভাবগাম্ভীর্যপূর্ণ ও শোকাবহ পরিবেশে বিন¤্র শ্রদ্ধায় অরিন্দমের প্রতিষ্ঠাতা সভাপতি শফিউদ্দীনসহ ১৩ সদস্যের সামাজিক, রাজনৈতিক ও সংস্কৃতিক জীবন নিয়ে স্মৃতিচারণ করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় ‘অরিন্দম-সুহৃদ স্বরণ দিবস’ পালন

আপলোড টাইম : ১০:৪৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯

‘তব চেতনায় প্রাণিত অনুক্ষণ, মম তিমির বিদারী আলোর অন্মেষণ’
বিশেষ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় সংস্কৃতি চর্চার পাদপীঠ ‘অরিন্দম সাংস্কৃতিক সংগঠন’ যাঁদের শ্রম মেধা ও মননে বিকশিত, পরিস্ফুটিত, নন্দিত তাঁদের ঋণ শোধের প্রয়াসে ‘অরিন্দম-সুহৃদ স্মরণ দিবস’ পালন করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এ আয়োজন করা হয়। মূলত, অরিন্দমের যেসব সদস্য মৃত্যুবরণ করেছেন, তাঁদের সবাইকে একসঙ্গে স্মরণার্থে বছরের একটি নির্দিষ্ট দিনকে বেছে নেওয়া হয়, আর সে দিনটি ২৪ নভেম্বর। বিশেষ এ দিনে মহতি এ আয়োজনের মূল কারণ, এ দিনে অরিন্দমের প্রতিষ্ঠাতা সভাপতি শফিউদ্দিনের প্রয়াণ দিবস। তাই এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে ‘অরিন্দম-সুহৃদ স্মরণ দিবস’ হিসেবে। এবারের স্মরণ বাণী- ‘তব চেতনায় প্রাণিত অনুক্ষণ, মম তিমির বিদারী আলোর অন্মেষণ’।
এ উপলক্ষ্যে অরিন্দমের সভাপতি বজলুর রহমান জোয়ার্দ্দারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রয়াত সংস্কৃতিজনদের স্মৃতিচারণ করে বক্তব্য দেন অরিন্দমের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, সাবেক সভাপতি আলাউদ্দীন, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মান্নান, সরগম সাংস্কৃতিক সংগঠনের পরিচালক সাহেদুজ্জামান খোকন ও মওলানা ভাসানী স্মৃতি পরিষদের আহ্বায়ক লিটু বিশ্বাস।
আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আনসার আলী, জেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড লুৎফর রহমান, সংলাপ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি নজির আহমেদ, উদীচী চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক জহির রায়হান ও জেলা জাসাস-এর সভাপতি শহিদুল হক বিশ্বাস। বক্তারা ভাবগাম্ভীর্যপূর্ণ ও শোকাবহ পরিবেশে বিন¤্র শ্রদ্ধায় অরিন্দমের প্রতিষ্ঠাতা সভাপতি শফিউদ্দীনসহ ১৩ সদস্যের সামাজিক, রাজনৈতিক ও সংস্কৃতিক জীবন নিয়ে স্মৃতিচারণ করেন।